জাতিসংঘ মহাসচিবের গণহত্যা প্রতিরোধ বিষয়ক বিশেষ উপদেষ্টা অ্যালিস ওয়াইরিমু এনদেরিতু
রোহিঙ্গাদের বিরুদ্ধে নৃশংস অপরাধের জন্য জবাবদিহি করতে হবে: জাতিসংঘ
জাতিসংঘের গণহত্যা প্রতিরোধ বিষয়ক বিশেষ উপদেষ্টা অ্যালিস ওয়াইরিমু এনদেরিতু বলেছেন, যারা রোহিঙ্গাদের বিরুদ্ধে নৃশংস অপরাধ করেছে তাদের অবশ্যই জবাবদিহি করতে হবে।
রোহিঙ্গাদের বিরুদ্ধে যারা অপরাধ করেছে তাদের জবাবদিহি করার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, ‘আমি রোহিঙ্গা শরণার্থীদের সঙ্গে কথা বলেছি। তারা মিয়ানমারে তাদের স্বদেশে ফিরে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছে। কিন্তু কেবল সমঅধিকার ও নিরাপদ উপায়ে হলে তারা তা করবেন।’
জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল সম্প্রতি কক্সবাজার শরণার্থী শিবির পরিদর্শন করেছেন। তিনি বলেন, মিয়ানমারে রোহিঙ্গাদের বিরুদ্ধে সহিংসতার প্রায় পাঁচ বছর পরও তারা তাদের স্বদেশে নৃশংস অপরাধের ঝুঁকির, বিশেষ করে গণহত্যা, মুখোমুখি হচ্ছে তা অপরিবর্তিত।
এনদেরিতু পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম ও অন্যান্য সরকারি কর্মকর্তার সঙ্গেও দেখা করেছেন।
তিনি কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থী, অন্যান্য সরকারি কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি ও ধর্মীয় নেতাদের সঙ্গে দেখা এবং বাংলাদেশে তার প্রথম সরকারি সফরে সহযোগিতা করায় বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানান।
তিনি বলেন, ‘রোহিঙ্গাদের নিরাপত্তা, সুরক্ষা ও মৌলিক মানবাধিকার সুরক্ষিত করার জন্য আমাদের আরও সম্মিলিতভাবে কাজ করতে হবে।’
কক্সবাজার ও ভাসানচরে ১১ লাখেরও বেশি রোহিঙ্গাকে আশ্রয় দিয়েছে বাংলাদেশ।
২ বছর আগে