উত্তর আমেরিকা
বানরেরাও অপহরণ করে! বিজ্ঞানীদের অদ্ভুত আবিষ্কার
উত্তর আমেরিকার দেশ পানামার ছোট্ট একটি দ্বীপে প্রাণীজগতের অদ্ভূত এক আচরণের সন্ধান পেয়েছেন একদল গবেষক। সেখানে ক্যাপুচিন প্রজাতির বানররা হাওলার প্রজাতির বানরের বাচ্চা অপহরণ করছে। দ্বীপটিতে এমন ঘটনা অহরহ ঘটতে দেখা গেছে।
স্তন্যপায়ী প্রাণীটির এমন আচরণে হতবাক হয়ে গবেষক দলটি এ নিয়ে খতিয়ে দেখতে শুরু করেন। সোমবার (১৯ মে) কারেন্ট বায়োলজি নামের এক সাময়িকীতে এ-সংক্রান্ত গবেষণার বিস্তারিত প্রকাশিত হয়েছে।
তাতে বলা হয়েছে, ২০২২ থেকে ২০২৩ সালের মধ্যে দ্বীপের বিভিন্ন অংশে ক্যামেরা স্থাপন করা হয়। সেসব ক্যামেরায় অন্তত ১১টি হাওলার বানরের বাচ্চা ক্যাপুচিন বানরদের হাতে অপহৃত হওয়ার ঘটনা ধরা পড়েছে।
জার্মানির দ্য ম্যাক্স প্ল্যাংক ইনস্টিটিউট অব অ্যানিমেল বিহেভিয়ারের গবেষক জো গোল্ডসবরো বলেছেন, ‘এটি খুবই চমকপ্রদ আবিষ্কার। প্রাণীজগতে আমরা এ রকম কিছু আগে দেখিনি।’
ক্যাপুচিন প্রজাতির বানরের আকার পোষা বিড়ালের মতো, এরা দীর্ঘজীবী ও চালাক। এ প্রজাতির বানরেরা একে অপরের কাছ থেকে নতুন নতুন আচরণ শেখে। এমনকি, পানামায় ক্যাপুচিন বানরদের একটি দল শক্ত আবরণযুক্ত খাবার, যেমন: বাদাম ও সামুদ্রিক খাবার ভাঙার জন্য পাথরের হাতিয়ার ব্যবহার করতে শিখে গেছে বলে জানান গবেষকরা।
আরও পড়ুন: শ্রীলঙ্কাজুড়ে বিদ্যুৎ বিভ্রাট, বানরকে দায়ী করলেন মন্ত্রী
ম্যাক্স প্ল্যাংক ইনস্টিটিউট ও স্মিথসোনিয়ান ট্রপিক্যাল রিসার্চ ইনস্টিটিউটের গবেষকরা ক্যাপুচিন বানরের হাতিয়ার ব্যবহার প্রত্যক্ষ করতে ৮০টিরও বেশি ক্যামেরা স্থাপন করেছিলেন। তবে, ২০২২ সালের প্রথম দিকে প্রথমবারের মতো ক্যাপুচিন বানরের সঙ্গে হাউলার বানরের বাচ্চাকে দেখে তারা অবাক হয়ে যান।
ভিডিও ফুটেজে গবেষকরা দেখেছেন, ক্যাপুচিন বানরেরা তাদের পিঠে বাচ্চা ও হাতে পাথরের হাতিয়ার নিয়ে হাঁটছে। এ সময় তারা চেঁচামেচি ও একটু পরপরই হাতে থাকা পাথরে আঘাত করে শব্দ করছিল। তবে সেসব ফুটেজে অপহরণের মুহূর্তগুলো ধারণ করা সম্ভব হয়নি।
হাওলার বানরেরা দিনের বেশিরভাগ সময়ই গাছে কাটায়। সেখানেই অপহরণের ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা বিজ্ঞানীদের। ম্যাক্স প্ল্যাংক ও স্মিথসোনিয়ানের সহ-লেখক মার্গারেট ক্রোফুট বলেছেন, ‘এই বিষয়ে আমাদের ধারণা খুবই সীমিত।’
গবেষকরা জানিয়েছেন, বেশিরভাগ ক্ষেত্রেই বাচ্চা হাওলার বানরগুলো মারা গেছে। সাধারণত, হাওলার বানরশিশুরা তাদের মায়েদের দুধ খায়। ভিডিওতে আসা সব বাচ্চা কয়েক সপ্তাহ থেকে কয়েক মাস বয়সী। দুধ ছাড়ানোর মতো বয়স এগুলোর হয়নি। সম্ভবত মায়ের দুধ না পাওয়ার কারণেই তাদের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
গবেষক ক্রোফুট বলেন, ‘আমার আশাবাদী মন বলছে, কিছু বাচ্চা পালিয়ে তাদের মায়ের কাছে গেছে, যদিও এ বিষয়ে আমি কিছু জানি না।’
কেন ক্যাপুচিন বানরেরা এমন আচরণ করছে— এ প্রশ্নের জবাব খুঁজে বের করার চেষ্টা করেন গবেষকরা। গবেষক দলটি প্রাথমিকভাবে ধারণা করেন, ক্যাপুচিন বানররা হয়তো শিকার করা কিংবা সহিংসতার প্রবণতা থেকে এমন আচরণ করছে।
তবে গবেষণায় দেখা গেছে, অপহরণের পর ক্যাপুচিন বানরের বাচ্চাগুলোর প্রতি কোনো ধরনের আক্রমণাত্মক আচরণে করেনি, উল্টো বাচ্চাগুলোকে আদর-যত্ন করছিল।
বিজ্ঞানীরা মনে করছেন, এটি একধরনের আচরণগত বিভ্রান্তি হতে পারে। এটির সূত্রপাত হয়তো কোনো এক ক্যাপুচিনের মাতৃত্বের ভুল প্রবৃত্তি কারণে। পরে এটি অন্যদের মধ্যেও ছড়িয়ে পড়ে।
আরও পড়ুন: কৃষকের ভাগ্য বদলে দিল বিএডিসির সেচ প্রকল্প
এটিকে বন্যপ্রাণীর বিরল সামাজিক ও আচরণগত ঘটনা বলে আখ্যায়িত করেছেন ফ্রান্সের সিএনআরএস ইনস্টিটিউট ফর কগনিটিভ সায়েন্সেসের গবেষক ক্যাথেরিন ক্রকফোর্ড।
ক্যাথেরিন একজন প্রাইমাটোলোজিস্ট। সাধারণত, যারা বানর ও মানুষসহ বুদ্ধিমান স্তন্যপায়ী প্রাণী বিশেষজ্ঞ তাদের প্রাইমাটোলোজিস্ট বলা হয়। তবে তিনি এই গবেষণার সঙ্গে যুক্ত ছিলেন না। ক্যাথেরিন বলেন, ‘এ ধরনের ঘটনা একই প্রজাতির মধ্যে ব্যাপক বৈচিত্র্যের ইঙ্গিত দেয়।’
১৯৬ দিন আগে
মেক্সিকো-কানাডা ও চীনা পণ্যে ট্রাম্পের শুল্কারোপ, বাণিজ্যযুদ্ধের শঙ্কা
মেক্সিকো, কানাডা ও চীনের ওপর চড়া শুল্কারোপ করে একটি আদেশে সই করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এতে উত্তর আমেরিকার দুই প্রতিবেশী দেশের কাছ থেকেও তাৎক্ষণিক পাল্টা পদক্ষেপ এসেছে। এরমধ্য দিয়ে দীর্ঘ সময়ের মিত্র মেক্সিকো ও কানাডার সঙ্গে যুক্তরাষ্ট্রের অনেকটা বাণিজ্যযুদ্ধ শুরু হয়ে গেছে।
সামাজিকমাধ্যমে এক পোস্টে ট্রাম্প বলেন, ‘আমেরিকাকে সুরক্ষায় এই শুল্কারোপ অপরিহার্য ছিল।’ অবৈধ ফেনটানিল উৎপাদন ও রফতানি বন্ধে এই তিন দেশকে আরও অনেক জোর দিতে হবে বলেও জানান তিনি।
পাশাপাশি যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসী কমিয়ে আনতে কানাডা ও মেক্সিকোকে জোরালো পদক্ষেপ নিতে হবে, বলেন ট্রাম্প।
তবে এই শুল্কারোপ ট্রাম্পের জন্য হীতে বিপরীতও ঘটতে পারে। যুক্তরাষ্ট্রে যদি মুদ্রাস্ফীতি বেড়ে যায়, তাহলে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য, পেট্রোল, আসবাবপত্রসহ অন্যান্য পণ্য কম দামে পেতে ট্রাম্পের ওপর যে আস্থা মার্কিন ভোটাররা রেখেছিলেন, সেটা ঝুঁকিতে পড়বে।
এরমধ্য দিয়ে দ্বিতীয় মেয়াদে শপথ নেওয়ার মাত্র দু-সপ্তাহের মধ্যে বৈশ্বিক রাজনীতি ও অর্থনীতিকে নতুন এক অস্থিরতায় ছুড়ে দিয়েছেন তিনি। চীনা থেকে আমদানি করা সব পণ্যে ১০ শতাংশ ও মেক্সিকো-কানাডীয় পণ্যে ২৫ শতাংশ শুল্কারোপ করতে অর্থনৈতিক জরুরি অবস্থা ঘোষণা করেছেন ট্রাম্প।
মেক্সিকো, কানাডা থেকে যে জ্বালানি তেল, গ্যাস ও বিদ্যুৎ আমদানি করা হয়, তাতে ১০ শতাংশ হারে শুল্কারোপের ঘোষণা দিয়েছেন রিপাবলিকান এই প্রেসিডেন্ট। দেশগুলো পাল্টা পদক্ষেপ নিলে শুল্কারোপ আরও বাড়িয়ে দেওয়ার একটি কৌশল অন্তর্ভুক্ত করেছেন তার আদেশে। এতে ব্যাপক অর্থনৈতিক বিপর্যয়ের শঙ্কা রয়েছে।
কানাডীয় প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেন, আজ ট্রাম্প যে পদক্ষেপ নিয়েছেন, তাতে আমাদের একত্রিত করার বদলে বিচ্ছিন্ন করে দিল হোয়াইট হাউস। তার দেশও অ্যালকোহল ও ফলসহ মার্কিন পণ্যে ২৫ শতাংশ শুল্কারোপের ঘোষণা দিয়েছে। অর্থাৎ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সর্বোচ্চ এক লাখ ৫৫ হাজার মার্কিন ডলারের শুল্কারোপ করা হয়েছে।
মেক্সিকান প্রেসিডেন্ট ক্লোদিয়া সেইনবামও একই ঘোষণা দিয়েছেন। কিন্তু চীনের তরফ থেকে এখন পর্যন্ত কোনো সাড়া মেলেনি।
৩০৬ দিন আগে
ফোর্বসের থার্টি আন্ডার থার্টিতে স্থান পাওয়ায় সাকিব জামালকে মার্কিন দূতাবাসের অভিনন্দন
উত্তর আমেরিকার জন্য ফোর্বসের মর্যাদাপূর্ণ থার্টি আন্ডার থার্টি তালিকা ২০২৪-এ জায়গা করে নেওয়ায় বাংলাদেশে জন্মগ্রহণকারী সাকিব জামালকে অভিনন্দন জানিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস।
সোমবার (২৫ ডিসেম্বর) মার্কিন দূতাবাস তার ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে শেয়ার করা এক বার্তায় বলেছে, ‘বাংলাদেশি বংশোদ্ভূত সাকিব জামালকে অনেক অভিনন্দন।’
পোস্টে বলা হয়েছে, বাংলাদেশে স্কুলের শিশুদের শিক্ষামূলক উদ্যোগকে সমর্থন করার জন্য বরাদ্দ দেওয়া অর্থের সঙ্গে তরুণ বিনিয়োগকারীদের লক্ষ্য করে একটি বই সংগ্রহ করার জন্য তার উদ্যোগ অনুপ্রেরণাদায়ক।
২০২০ সালে ক্রসবিম ভেঞ্চারসে যোগ দেন জামাল। এরপর থেকে প্রধান দুটি তহবিল মিলিয়ে এর মোট সম্পদের পরিমাণ ২৮০ মিলিয়ন ডলারে পৌঁছেছে।
জামাল ফার্মের ৯টি বিনিয়োগে সংশ্লিষ্ট করেছেন এবং আরও ১৪টি বিনিয়োগের ক্ষেত্রে প্রধান ভূমিকায় রয়েছেন তিনি।
২০২৩ সালের জুন মাসে জামাল ভাইস প্রেসিডেন্ট পদে পদোন্নতি পেয়েছেন।
আরও পড়ুন: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বের ৪৬তম ক্ষমতাধর নারী: ফোর্বস
সামিটের আজিজ খান সিঙ্গাপুরের ৫০ ধনীর মধ্যে ৪১তম: ফোর্বস
ফোর্বসের ‘থার্টি আন্ডার থার্টি’তে বাংলাদেশের প্রকৌশলী বাশিমা
৭১০ দিন আগে
যুক্তরাষ্ট্র সমুদ্রের উপর চীনা বেলুন ধ্বংস করল, ধ্বংসাবশেষ পুনরুদ্ধারে পদক্ষেপ
উত্তর আমেরিকার সংবেদনশীল সামরিক স্থাপনা অতিক্রম করার পর শনিবার ক্যারোলিনা উপকূলে সন্দেহভাজন চীনা গুপ্তচর বেলুন ধ্বংস করেছে যুক্তরাষ্ট্র।
আটলান্টিক মহাসাগরে মার্কিন আঞ্চলিক জলসীমায় বেলুন থেকে ধ্বংসাবশেষ পুনরুদ্ধার করার জন্য একটি অভিযান চলছিল। বেলুনটি প্রায় ৬০ হাজার ফুট উপরে উড়ছিল এবং অনুমান করা হয় যে এটি প্রায় তিনটি স্কুল বাসের আকারের সমান।
বেলুনটি সম্পর্কে জিজ্ঞাসা করা হলে প্রেসিডেন্ট জো বাইডেন শনিবার সকালে সাংবাদিকদের বলেছিলেন, ‘আমরা এ বিষয়ে পদক্ষেপ নিচ্ছি।’ ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন ও কোস্ট গার্ড বেলুনটি সমুদ্রে পৌঁছানোর সঙ্গে সঙ্গে নীচের আকাশপথ ও জল পরিষ্কার করার জন্য কাজ করেছে।
টেলিভিশন ফুটেজে দেখা গেছে, একটি ছোট বিস্ফোরণ ঘটে এবং এরপর বেলুনটি পানির দিকে নেমে আসতে থাকে। আশেপাশে মার্কিন সামরিক জেটগুলো উড়তে দেখা যায় এবং পুনরুদ্ধার অভিযান চালানোর জন্য জাহাজগুলো পানিতে মোতায়েন করা ছিল।
কর্মকর্তারা অভিযানের সময় নির্ধারণের চেষ্টা করছিলেন যাতে তারা সমুদ্রে ডুবে যাওয়ার আগে যতটা সম্ভব ধ্বংসাবশেষ পুনরুদ্ধার করতে পারেন।
আরও পড়ুন: যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলে চীনা গুপ্তচর বেলুনের সন্ধান মিলেছে: পেন্টাগন
লাতিন আমেরিকার উপর দিয়ে উড়ছে আরেকটি চীনা গুপ্তচর বেলুন: পেন্টাগন
১০৩৪ দিন আগে
এবার উত্তর আমেরিকায় মুক্তি পাবে ‘গলুই’
আমেরিকা প্রবাসী বাঙালিদের ঈদুল আযহার উদযাপনের সঙ্গী হতে যাচ্ছে ‘গলুই’৷ আগামী ৮ জুলাই থেকে উত্তর আমেরিকায় ২৪টি স্টেটের ৫৮টি সিটিতে ১০০ এর অধিক সিনেমা হলে চলবে গলুই’। সিনেমাটি পরিবেশনায় রয়েছে বায়োস্কোপ ফিল্মস।
বৃহস্পতিবার (২৩ জুন) বায়োস্কোপ ফিল্মসের সঙ্গে চুক্তি সম্পন্ন হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন ছবির প্রযোজক খোরশেদ আলম খসরু, পরিচালক এসএ হক অলিক এবং বায়োস্কোপ ফিল্মসের পক্ষ থেকে উপস্থিত ছিলেন নিপু বড়ুয়া।
এই প্রসঙ্গে ইউএনবিকে নিপু বড়ুয়া বলেন, 'এটা খুবই আশার কথা যে আমাদের সিনেমা আন্তর্জাতিকভাবে মুক্তির পথে এখন এগোচ্ছে। এতে ইন্ডাস্ট্রিতে যেমন ভালো সিনেমার সংখ্যা বাড়বে, তেমনি প্রযোজকরাও লগ্নি করতে আগ্রহী হবেন। বায়োস্কোপ ফিল্মস এর এমন উদ্যোগ সামনে আরও বাড়বে।'
সরকারি অনুদানের গলুই সিনেমাটি গত রোজার ঈদে বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায়। এই সিনেমায় প্রথমবারের মতো জুটি বেঁধে অভিনয় করেছেন শাকিব খান ও পূজা চেরী৷ এছাড়া আরও অভিনয় করেছেন আলি রাজ, আজিজুল হাকিমসহ আরও অনেকে।
আরও পড়ুন: মানবাধিকার প্রেক্ষাপটে প্রশংসিত ‘জানা গানা মানা’
বন্যার্তদের সাহায্যের আহ্বান তারকাদের
১২৬০ দিন আগে
প্রথম মাংকিপক্স শনাক্তের ঘোষণা ইসরাইলের
সম্প্রতি উত্তর আমেরিকা এবং ইউরোপ জুড়ে ভাইরাল রোগ শনাক্ত হওয়ার পরে ইসরাইলের স্বাস্থ্য মন্ত্রণালয় শনিবার দেশটিতে প্রথম মাংকিপক্স শনাক্তের তথ্য নিশ্চিত করেছে।
দেশটির মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে,পশ্চিম ইউরোপ থেকে ফিরে আসা ৩০ বছর বয়সী একজন ব্যক্তি ভাইরাসের সন্দেহজনক ক্ষত নিয়ে তেল আবিবের ইচিলভ হাসপাতালে গিয়েছিলেন। চিকিৎসকেরা শনাক্ত করার পর এটিকেই ইসরাইলের প্রথম মাংকিপক্স কেস হিসেবে ঘোষণা করা হয়েছে।
বিবৃতি অনুসারে, ইসরায়েল ইনস্টিটিউট ফর বায়োলজিক্যাল রিসার্চ-এ একটি ক্লিনিকাল নমুনা পরীক্ষা করা হয়েছিল, যেখানে মাংকিপক্সের সন্দেহ যাচাই করা হয়েছিল।
পশ্চিম ইউরোপে একজন মাংকিপক্স রোগীর সংস্পর্শে আসা লোকটিকে মেডিকেল পরীক্ষা এবং তত্ত্বাবধান সম্পূর্ণ করার জন্য কোয়ারেন্টাইনে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আরও পড়ুন: গাজা সংলগ্ন প্রধান ক্রসিং পয়েন্ট আবারও খুলছে ইসরাইল
মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ওই ব্যক্তির শারীরিক অবস্থা ভালো। যারা বিদেশ থেকে ফিরেছেন এবং যাদের শরীরে জ্বর ও ফুসকুড়ি দেখা দিয়েছে অবিলম্বে তাদেরও ডাক্তার দেখানোর আহ্বান জানিয়েছে মন্ত্রণালয়।
সম্প্রতি, মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া এবং পশ্চিম ইউরোপের বেশ কয়েকটি দেশে মাংকিপক্সে আক্রান্ত রোগীশনাক্ত হয়েছে।
মাংকিপক্স ইঁদুর ও ছোট আকারের স্তন্যপায়ী প্রাণীর মতো বন্য প্রাণীদের মধ্যে সাধারণ রোগ, তবে মানুষও এই ভাইরাস দ্বারা সংক্রামিত হতে পারে।
এই রোগের লক্ষণগুলোর মধ্যে রয়েছে- ত্বকে ফুসকুড়ি, জ্বর, মাথাব্যথা, পেশী ব্যথা, পিঠে ব্যথা, ঠান্ডা লাগা এবং ক্লান্তি। এর বৈশিষ্ট্য জল বসন্তের মতই, কয়েক সপ্তাহের মধ্যে এই ভাইরাসে আক্রান্ত রোগী সুস্থ হয়ে ওঠেন।
আরও পড়ুন: ইসরাইলি সেনার গুলিতে ফিলিস্তিনি কিশোরের মৃত্যুর অভিযোগ
তেল আবিবের কাছে ছুরিকাঘাতে ৩ ইসরাইলি নিহত
১২৯৩ দিন আগে