উত্তর আমেরিকা
ফোর্বসের থার্টি আন্ডার থার্টিতে স্থান পাওয়ায় সাকিব জামালকে মার্কিন দূতাবাসের অভিনন্দন
উত্তর আমেরিকার জন্য ফোর্বসের মর্যাদাপূর্ণ থার্টি আন্ডার থার্টি তালিকা ২০২৪-এ জায়গা করে নেওয়ায় বাংলাদেশে জন্মগ্রহণকারী সাকিব জামালকে অভিনন্দন জানিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস।
সোমবার (২৫ ডিসেম্বর) মার্কিন দূতাবাস তার ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে শেয়ার করা এক বার্তায় বলেছে, ‘বাংলাদেশি বংশোদ্ভূত সাকিব জামালকে অনেক অভিনন্দন।’
পোস্টে বলা হয়েছে, বাংলাদেশে স্কুলের শিশুদের শিক্ষামূলক উদ্যোগকে সমর্থন করার জন্য বরাদ্দ দেওয়া অর্থের সঙ্গে তরুণ বিনিয়োগকারীদের লক্ষ্য করে একটি বই সংগ্রহ করার জন্য তার উদ্যোগ অনুপ্রেরণাদায়ক।
২০২০ সালে ক্রসবিম ভেঞ্চারসে যোগ দেন জামাল। এরপর থেকে প্রধান দুটি তহবিল মিলিয়ে এর মোট সম্পদের পরিমাণ ২৮০ মিলিয়ন ডলারে পৌঁছেছে।
জামাল ফার্মের ৯টি বিনিয়োগে সংশ্লিষ্ট করেছেন এবং আরও ১৪টি বিনিয়োগের ক্ষেত্রে প্রধান ভূমিকায় রয়েছেন তিনি।
২০২৩ সালের জুন মাসে জামাল ভাইস প্রেসিডেন্ট পদে পদোন্নতি পেয়েছেন।
আরও পড়ুন: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বের ৪৬তম ক্ষমতাধর নারী: ফোর্বস
সামিটের আজিজ খান সিঙ্গাপুরের ৫০ ধনীর মধ্যে ৪১তম: ফোর্বস
ফোর্বসের ‘থার্টি আন্ডার থার্টি’তে বাংলাদেশের প্রকৌশলী বাশিমা
১১ মাস আগে
যুক্তরাষ্ট্র সমুদ্রের উপর চীনা বেলুন ধ্বংস করল, ধ্বংসাবশেষ পুনরুদ্ধারে পদক্ষেপ
উত্তর আমেরিকার সংবেদনশীল সামরিক স্থাপনা অতিক্রম করার পর শনিবার ক্যারোলিনা উপকূলে সন্দেহভাজন চীনা গুপ্তচর বেলুন ধ্বংস করেছে যুক্তরাষ্ট্র।
আটলান্টিক মহাসাগরে মার্কিন আঞ্চলিক জলসীমায় বেলুন থেকে ধ্বংসাবশেষ পুনরুদ্ধার করার জন্য একটি অভিযান চলছিল। বেলুনটি প্রায় ৬০ হাজার ফুট উপরে উড়ছিল এবং অনুমান করা হয় যে এটি প্রায় তিনটি স্কুল বাসের আকারের সমান।
বেলুনটি সম্পর্কে জিজ্ঞাসা করা হলে প্রেসিডেন্ট জো বাইডেন শনিবার সকালে সাংবাদিকদের বলেছিলেন, ‘আমরা এ বিষয়ে পদক্ষেপ নিচ্ছি।’ ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন ও কোস্ট গার্ড বেলুনটি সমুদ্রে পৌঁছানোর সঙ্গে সঙ্গে নীচের আকাশপথ ও জল পরিষ্কার করার জন্য কাজ করেছে।
টেলিভিশন ফুটেজে দেখা গেছে, একটি ছোট বিস্ফোরণ ঘটে এবং এরপর বেলুনটি পানির দিকে নেমে আসতে থাকে। আশেপাশে মার্কিন সামরিক জেটগুলো উড়তে দেখা যায় এবং পুনরুদ্ধার অভিযান চালানোর জন্য জাহাজগুলো পানিতে মোতায়েন করা ছিল।
কর্মকর্তারা অভিযানের সময় নির্ধারণের চেষ্টা করছিলেন যাতে তারা সমুদ্রে ডুবে যাওয়ার আগে যতটা সম্ভব ধ্বংসাবশেষ পুনরুদ্ধার করতে পারেন।
আরও পড়ুন: যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলে চীনা গুপ্তচর বেলুনের সন্ধান মিলেছে: পেন্টাগন
লাতিন আমেরিকার উপর দিয়ে উড়ছে আরেকটি চীনা গুপ্তচর বেলুন: পেন্টাগন
১ বছর আগে
এবার উত্তর আমেরিকায় মুক্তি পাবে ‘গলুই’
আমেরিকা প্রবাসী বাঙালিদের ঈদুল আযহার উদযাপনের সঙ্গী হতে যাচ্ছে ‘গলুই’৷ আগামী ৮ জুলাই থেকে উত্তর আমেরিকায় ২৪টি স্টেটের ৫৮টি সিটিতে ১০০ এর অধিক সিনেমা হলে চলবে গলুই’। সিনেমাটি পরিবেশনায় রয়েছে বায়োস্কোপ ফিল্মস।
বৃহস্পতিবার (২৩ জুন) বায়োস্কোপ ফিল্মসের সঙ্গে চুক্তি সম্পন্ন হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন ছবির প্রযোজক খোরশেদ আলম খসরু, পরিচালক এসএ হক অলিক এবং বায়োস্কোপ ফিল্মসের পক্ষ থেকে উপস্থিত ছিলেন নিপু বড়ুয়া।
এই প্রসঙ্গে ইউএনবিকে নিপু বড়ুয়া বলেন, 'এটা খুবই আশার কথা যে আমাদের সিনেমা আন্তর্জাতিকভাবে মুক্তির পথে এখন এগোচ্ছে। এতে ইন্ডাস্ট্রিতে যেমন ভালো সিনেমার সংখ্যা বাড়বে, তেমনি প্রযোজকরাও লগ্নি করতে আগ্রহী হবেন। বায়োস্কোপ ফিল্মস এর এমন উদ্যোগ সামনে আরও বাড়বে।'
সরকারি অনুদানের গলুই সিনেমাটি গত রোজার ঈদে বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায়। এই সিনেমায় প্রথমবারের মতো জুটি বেঁধে অভিনয় করেছেন শাকিব খান ও পূজা চেরী৷ এছাড়া আরও অভিনয় করেছেন আলি রাজ, আজিজুল হাকিমসহ আরও অনেকে।
আরও পড়ুন: মানবাধিকার প্রেক্ষাপটে প্রশংসিত ‘জানা গানা মানা’
বন্যার্তদের সাহায্যের আহ্বান তারকাদের
২ বছর আগে
প্রথম মাংকিপক্স শনাক্তের ঘোষণা ইসরাইলের
সম্প্রতি উত্তর আমেরিকা এবং ইউরোপ জুড়ে ভাইরাল রোগ শনাক্ত হওয়ার পরে ইসরাইলের স্বাস্থ্য মন্ত্রণালয় শনিবার দেশটিতে প্রথম মাংকিপক্স শনাক্তের তথ্য নিশ্চিত করেছে।
দেশটির মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে,পশ্চিম ইউরোপ থেকে ফিরে আসা ৩০ বছর বয়সী একজন ব্যক্তি ভাইরাসের সন্দেহজনক ক্ষত নিয়ে তেল আবিবের ইচিলভ হাসপাতালে গিয়েছিলেন। চিকিৎসকেরা শনাক্ত করার পর এটিকেই ইসরাইলের প্রথম মাংকিপক্স কেস হিসেবে ঘোষণা করা হয়েছে।
বিবৃতি অনুসারে, ইসরায়েল ইনস্টিটিউট ফর বায়োলজিক্যাল রিসার্চ-এ একটি ক্লিনিকাল নমুনা পরীক্ষা করা হয়েছিল, যেখানে মাংকিপক্সের সন্দেহ যাচাই করা হয়েছিল।
পশ্চিম ইউরোপে একজন মাংকিপক্স রোগীর সংস্পর্শে আসা লোকটিকে মেডিকেল পরীক্ষা এবং তত্ত্বাবধান সম্পূর্ণ করার জন্য কোয়ারেন্টাইনে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আরও পড়ুন: গাজা সংলগ্ন প্রধান ক্রসিং পয়েন্ট আবারও খুলছে ইসরাইল
মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ওই ব্যক্তির শারীরিক অবস্থা ভালো। যারা বিদেশ থেকে ফিরেছেন এবং যাদের শরীরে জ্বর ও ফুসকুড়ি দেখা দিয়েছে অবিলম্বে তাদেরও ডাক্তার দেখানোর আহ্বান জানিয়েছে মন্ত্রণালয়।
সম্প্রতি, মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া এবং পশ্চিম ইউরোপের বেশ কয়েকটি দেশে মাংকিপক্সে আক্রান্ত রোগীশনাক্ত হয়েছে।
মাংকিপক্স ইঁদুর ও ছোট আকারের স্তন্যপায়ী প্রাণীর মতো বন্য প্রাণীদের মধ্যে সাধারণ রোগ, তবে মানুষও এই ভাইরাস দ্বারা সংক্রামিত হতে পারে।
এই রোগের লক্ষণগুলোর মধ্যে রয়েছে- ত্বকে ফুসকুড়ি, জ্বর, মাথাব্যথা, পেশী ব্যথা, পিঠে ব্যথা, ঠান্ডা লাগা এবং ক্লান্তি। এর বৈশিষ্ট্য জল বসন্তের মতই, কয়েক সপ্তাহের মধ্যে এই ভাইরাসে আক্রান্ত রোগী সুস্থ হয়ে ওঠেন।
আরও পড়ুন: ইসরাইলি সেনার গুলিতে ফিলিস্তিনি কিশোরের মৃত্যুর অভিযোগ
তেল আবিবের কাছে ছুরিকাঘাতে ৩ ইসরাইলি নিহত
২ বছর আগে