আন্তসীমান্ত ট্রেন
প্রায় ২ বছর পর ফের বাংলাদেশ-ভারত ট্রেন যোগাযোগ চালু
মহামারি করোনার কারণে দীর্ঘ বিরতির পর রবিবার ভারত ও বাংলাদেশের মধ্যে আন্তসীমান্ত ট্রেন পরিষেবা আবারও চালু হয়েছে। রবিবার সকালে খুলনার উদ্দেশ্যে একটি ট্রেন কলকাতা ছেড়ে এসেছে।
ঢাকায় ভারতীয় হাইকমিশন এক ট্যুইট বার্তায় বলেছে, এই গুরুত্বপূর্ণ আন্তসীমান্ত পরিষেবা পুনরায় চালু হওয়ায় যাত্রীদের চলাচলকে ব্যাপকভাবে সহজ করবে।
করোনার কারণে প্রায় দুই বছর স্থগিত থাকার পর, ঢাকা ও কলকাতার মধ্যে মৈত্রী এক্সপ্রেস ট্রেন পরিষেবা চালু হয়েছে। রবিবার সকালে ঢাকা ক্যান্টনমেন্ট স্টেশন থেকে ফ্ল্যাগ অফ করেছে ট্রেনটি।
আরও পড়ুন: ঢাকা- কক্সবাজার ট্রেন চালু হবে আগামী বছরের জুনে
শিগগিরই ভারত-বাংলাদেশ ট্রেন চলাচল শুরু
২ বছর আগে