ধর্মীয় উৎসব
দুর্গাপূজা ২০২৩: সুষ্ঠুভাবে উদযাপনে পুলিশ সদর দপ্তারের পরামর্শ
হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপনের জন্য হিন্দু সম্প্রদায়কে কিছু পরামর্শ দিয়েছে পুলিশ সদর দপ্তর।
ধর্মীয় সম্প্রীতি বিনষ্টের উদ্দেশ্যে ফেসবুক, ইউটিউব ও টুইটারসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়ানোর সঙ্গে যারা জড়িত তাদের বিষয়ে হিন্দু সম্প্রদায়কে সচেতন থাকার আহ্বান জানানো হয়েছে।
আরও পড়ুন: দুর্গাপূজায় হিন্দু সম্প্রদায়কে নিরাপত্তা দেওয়ার আশ্বাস আইজিপি’র
এদিকে পূজা আয়োজকদের বলা হয়েছে, নারী ও পুরুষ ভক্তদের জন্য পৃথক প্রবেশ পথ তৈরি করতে। সকলকে পূজামণ্ডপে ব্যাগ বহন করা থেকে বিরত থাকতে বলা হয়েছে।
সিসিটিভি ক্যামেরা ও অগ্নিনির্বাপক ব্যবস্থা নিশ্চিত করতে এবং গুরুত্বপূর্ণ পূজামণ্ডপে আর্চওয়ে স্থাপন করতে বলা হয়েছে।
বিসর্জনের দিনে পর্যাপ্ত আলো রাখা এবং সম্ভব হলে যেকোনো জরুরি প্রয়োজনে জেনারেটর ও চার্জার লাইট প্রস্তুত রাখার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।
পাশাপাশি নিরাপত্তার জন্য স্বেচ্ছাসেবক নিয়োগের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।
পুলিশ সদর দপ্তার পূজার সময় আতশবাজি থেকে বিরত থাকতে বলেছে।
প্রতিমা বিসর্জনের জন্য নির্দিষ্ট রাস্তা ব্যবহার করতে এবং পূজামণ্ডপে স্বেচ্ছাসেবকদের উপস্থিতি নিশ্চিত করতেও বলা হয়েছে।
যে কোনো জরুরি পরিস্থিতিতে পুলিশ হেডকোয়ার্টার্স, ডিএমপি কন্ট্রোল রুম বা র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের কন্ট্রোল রুমে ফোন করতে বলা হয়েছে।
কন্ট্রোল রুম নম্বরগুলো হলো-
০১৩২০০০১২৯৯, ০১৩২০০০১৩০০, ০১-৫৫১০২৬৬৬৬, ০২-২২৩৩৮১১৮৮, ০২-৪৭১১৯৯৮৮, ০১৩২০০৩৭৮৪৫-৪৬, ০২-৪৮৯৬৩১১৭ ও ০১৭৭৭৭২০০২৯
এছাড়া, যেকোনো জরুরি প্রয়োজনে ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমও প্রস্তুত রয়েছে।
নম্বরগুলোর মধ্যে রয়েছে-
০২-২২৩৩৫৫৫৫৫৫ ও ০১৭১৩০৩১৮১-৮২১
আরও পড়ুন: এবছর বাগেরহাটে ৬৫২ মণ্ডপে দুর্গাপূজা আয়োজিত
বরিশালে দুর্গাপূজায় ৩৬টি পূজামণ্ডপ অধিক ঝুঁকিপূর্ণ: বিএমপি কমিশনার
১ বছর আগে
সব ধর্মীয় উৎসব শান্তিপূর্ণভাবে পালন নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে: আইজিপি
পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেছেন, সব ধর্মের মানুষ যাতে তাদের ধর্মীয় উৎসব শান্তিপূর্ণভাবে পালন করতে পারে সেজন্য নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে।
বৃহস্পতিবার বুদ্ধ পূর্ণিমা উদযাপনের সময় নগরীর মেরুল বাড্ডা আন্তর্জাতিক বৌদ্ধ বিহারে আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কখা বলেন।
আরও পড়ুন: ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হয়েছে: আইজিপি
তিনি বলেন, যে কোনো প্রয়োজনে আমরা আপনাদের পাশে আছি এবং যে কোনো উপায়ে আপনাকে সাহায্য করতে আমরা সর্বদা প্রস্তুত।
আইজিপি বলেন, বাংলাদেশের মানুষ সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাসী এবং শান্তিতে বসবাস করতে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে নিরাপত্তা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে।
কোনো ঘটনা বা কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে অবিলম্বে পুলিশকে অবহিত করার জন্য তিনি জনগণের প্রতি আহ্বান জানান।
এছাড়া তিনি দ্রুত প্রতিক্রিয়া পেতে জরুরি পরিষেবা ৯৯৯ এ কল করার পরামর্শ দিয়েছেন।
রোহিঙ্গা ক্যাম্পে নিরাপত্তার বিষয়ে তিনি বলেন, রোহিঙ্গা ক্যাম্পে কোনো অপরাধমূলক কর্মকাণ্ড ঘটলেই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এছাড়া রোহিঙ্গা ক্যাম্পে অপরাধমূলক কর্মকাণ্ডে পুলিশ সব সময় তাৎক্ষণিক ব্যবস্থা নেয়।
প্রধানমন্ত্রীর গৃহীত ‘জিরো টলারেন্স নীতি’ গ্রহণের পর দেশের জনগণের সঙ্গে একযোগে কাজ করে জঙ্গিবাদ ও সন্ত্রাস দমনে আইনশৃঙ্খলা বাহিনী উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে বলেও তিনি দাবি করেন।
আরও পড়ুন: অপরাধীরা ভালো পথে আসতে চাইলে সুযোগ দেওয়া হবে: আইজিপি
সিটি নির্বাচন নিয়ে এখন পর্যন্ত কোনো চ্যালেঞ্জ নেই: সিলেটে আইজিপি
১ বছর আগে
দেশজুড়ে সরস্বতী পূজা পালিত হচ্ছে আজ
হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব সরস্বতী পূজা সারাদেশে ব্যাপক উৎসাহ, উৎসব ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হচ্ছে আজ।
সরস্বতী পূজা বাংলা মাস মাঘের শুক্লা পঞ্চমী তিথিতে পালিত হয়। দিনটিকে বলা হয় 'বসন্ত পঞ্চমী'।
হিন্দু ভক্তরা বিশেষ করে শিক্ষার্থীরা দেবী সরস্বতীর পূজা করে এবং শিক্ষা প্রতিষ্ঠান ও মন্দিরে পূজা উদযাপন করে।
আরও পড়ুন: ফরিদপুর পূজা মণ্ডপের বরাদ্দকৃত ২০০ বস্তা চাল জব্দ, আটক ১
রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার সরস্বতী পূজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়কে শুভেচ্ছা জানিয়েছেন।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় পূজা উদযাপন কমিটি ক্যাম্পাসে সরস্বতী পূজার আয়োজন করছে। এছাড়া রাজধানীর বিভিন্ন স্থানে সরস্বতী পূজার আয়োজন করা হবে।
আরও পড়ুন: করতোয়ায় নৌকাডুবি: জেলায় অনাড়ম্বরভাবে দুর্গাপূজা উদযাপনের সিদ্ধান্ত
দুর্গাপূজা উদযাপন বিঘ্ন করার প্রচেষ্টার বিরুদ্ধে সতর্ক থাকুন: দলীয় নেতাকর্মীদের উদ্দেশে ওবায়দুল কাদের
১ বছর আগে
বড়দিনকে কেন্দ্র করে যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত আইনশৃঙ্খলা বাহিনী: আইজিপি
খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিনকে সামনে রেখে সুনির্দিষ্ট কোনো হুমকি না থাকলেও যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনী।
শনিবার রাতে রাজধানীর কাকরাইলে বড়দিন উপলক্ষে খ্রিস্টান সম্প্রদায়ের একটি অনুষ্ঠান পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেন, ‘আমরা সংশ্লিষ্ট এলাকার পরিস্থিতি বিবেচনা করে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নিয়েছি। আইনশৃঙ্খলা রক্ষায় সারাদেশে পর্যাপ্ত সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘আমরা আমাদের খ্রিস্টান ভাই ও বোনদের আশ্বস্ত করতে চাই যে তারা একটি নিরাপদ পরিবেশে ও ধর্মীয় উত্সাহের মধ্যে তাদের বড়দিনের দিনটি উপভোগ করবে এবং আমরা এখানে তাদের সঙ্গে উৎসব উদযাপন করতে এসেছি। আমরা জানি, ভাগাভাগি করলে সুখ বাড়ে। এই কারণেই আমরা ভাগ করে নেয়ার মাধ্যমে তাদের সুখের মাত্রা বাড়াতে এসেছি। তারা কোনো ধরনের সাহায্য চাইলে আমরা সাহায্যের হাত বাড়িয়ে দিতে প্রস্তুত।’
আরও পড়ুন: বড়দিন উদযাপনে পাহাড়ে খ্রিস্টান পল্লীতে উৎসবের আমেজ
সম্প্রতি দুই জঙ্গির পলায়ন একটি বিচ্ছিন্ন ঘটনা দাবি করে তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক, অতিরিক্ত কমিশনার একেএম হাফিজ আখতার, কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) প্রধান মো. আসাদুজ্জামান প্রমুখ।
যীশু খ্রিস্টের জন্মকে স্মরণ করতে রবিবার সারা বিশ্বের মতো বাংলাদেশেও খ্রিস্টান সম্প্রদায় বড়দিন উদযাপন করছে।
শনিবার বড়দিন উপলক্ষে রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন।
আরও পড়ুন: বড়দিন উপলক্ষে র্যাবের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা
বড়দিন উদযাপন উপলক্ষে বরিশালের ১শ গীর্জায় কঠোর নিরাপত্তা
১ বছর আগে
বায়তুল মোকাররমে ঈদুল আজহার ৫ জামাত
মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব ঈদুল আজহা উপলক্ষে ১০ জুলাই (রবিবার) বায়তুল মোকাররম জাতীয় মসজিদে পাঁচটি জামাত অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে, পাঁচটি জামাতের মধ্যে প্রথম জামাত অনুষ্ঠিত হবে সকাল ৭টায়।
এছাড়া সকাল ৮টা, ৯টা, ১০টা ও পৌনে ১১টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে।
ফাউন্ডেশন জামাতের জন্য ইমাম ও মুকাব্বিরও নির্ধারণ করেছে।
আরও পড়ুন: পবিত্র ঈদুল আজহা ১০ জুলাই
এর আগে বৃহস্পতিবার বাংলাদেশের আকাশে আরবি জিলহজ মাসের নতুন চাঁদ দেখা যাওয়ায় আগামী ১০ জুলাই (রবিবার) দেশে মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে।
জিলহজ মাসের চাঁদ দেখা সংক্রান্ত তথ্য পর্যালোচনা করে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন ধর্ম মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আব্দুল আউয়াল হাওলাদার।
আউয়াল হাওলাদারের সভাপতিত্বে বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
আরও পড়ুন: সৌদি আরবে ঈদুল আজহা ৯ জুলাই
২ বছর আগে