ইয়াবা পাচার
মিয়ানমারের সামরিক সরকার বাংলাদেশে ইয়াবা পাচারকে উৎসাহিত করছে
বর্তমান সামরিক শাসনামলে প্রতিবেশি দেশ মিয়ানমার থেকে বাংলাদেশে পাচার হওয়া ইয়াবা ট্যাবলেটের পরিমাণ ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সু চি’র শাসনামলে জব্দ করা পরিমাণের তুলনায় আড়াই গুণ বেড়েছে।
বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকের কার্যবিবরণী থেকে এ তথ্য জানা গেছে।
বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন বলেন, এ বিষয়ে আলোচনা হলেও মিয়ানমারের সামরিক শাসক বাংলাদেশে ইয়াবা ট্যাবলেট পাচারে পৃষ্ঠপোষকতা করছে। এ কারণে অবৈধ মাদকের পাচার বেড়েছে।
তিনি উল্লেখ করেন, নাফ নদীর সীমান্তবর্তী সবচেয়ে বেশি ব্যবহৃত রুট ছাড়াও প্রত্যন্ত স্থল সীমান্ত এলাকা দিয়েও মাদক বাংলাদেশে প্রবেশ করে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ইয়াবার রুট হিসেবে ব্যবহৃত বান্দরবান ও খাগড়াছড়িতে অনেক দুর্গম এলাকা রয়েছে, যেখানে সার্বক্ষণিক নজরদারি সম্ভব নয়।
তিনি আরও বলেন, সেখানে এক বিওপি থেকে অন্য বিওপিতে যেতে দুই দিন সময় লাগে।
তিনি বলেন, ওই সব এলাকায় বিওপির সংখ্যা বাড়ানো হচ্ছে।
আরও পড়ুন: উখিয়ায় ৬ লাখ ৯০ হাজার পিস ইয়াবা জব্দ, আটক ৫
কমিটির সভাপতি শামসুল হক টুকু বলেন, মিয়ানমার থেকে আসা রোহিঙ্গাদের মাধ্যমে বাংলাদেশে ইয়াবা আসতে শুরু করেছে।
তিনি বলেন,‘এরপর ধীরে ধীরে তা সারা দেশে ছড়িয়ে পড়ছে।’
তিনি হতাশা প্রকাশ করে বলেন, মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেও মাদক ব্যবসা ও সেবন রোধ করা সম্ভব হচ্ছে না।
বৈঠকের কার্যবিবরণী অনুযায়ী, সংসদীয় পর্যবেক্ষণ সংস্থার আগের বৈঠকে মসজিদ, মন্দির ও কবরস্থান সংক্রান্ত কমিটি সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা হয়েছে।
ওই বৈঠকে টুকু বলেন, সত্যিকারের ধার্মিক ও ভালো মানুষ মসজিদ, মন্দির ও কবরস্থান কমিটি থেকে দূরে থাকছেন।
মাদক বা অসামাজিক কাজে জড়িতরা রাজনৈতিক প্রভাব খাটিয়ে এসব পদে আসছে। ফলে সৎ মানুষ সমাজে অবদান রাখতে পারছেন না বলে তিনি সভায় জানান।
তিনি বলেন, ইসলামিক ফাউন্ডেশনের অধীনে দেশের সব মসজিদ, মন্দির ও কবরস্থানের কমিটি গঠন করা হলে ইতিবাচক ফল আসবে।
আরও পড়ুন: বান্দরবানে ২ কোটি ৭০ লাখ টাকার ইয়াবা জব্দ, আটক ২
বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনার জন্য ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালককে স্থায়ী কমিটির বৈঠকে আমন্ত্রণ জানানোর সিদ্ধান্ত হয়।
বৈঠকে টিকটকের সমস্যা নিয়েও ব্যাপক আলোচনা হয়েছে।
চেয়ারম্যান টুকু বলেন, টিকটক এর নেতিবাচক ব্যবহারের জন্য ইতোমধ্যে তোপের মুখে পড়েছে। এটি সহিংসতা, গুজব ও ভুল তথ্যের দিকে পরিচালিত করে। তিনি সোশ্যাল মিডিয়া অ্যাপ বন্ধ করার সুপারিশ করেন।
ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের (এনটিএমসি) মহাপরিচালকের মতে, বাংলাদেশের তরুণরা তাদের ইন্টারনেট সময়ের ৮০ শতাংশ ব্যয় করে টিকটকে।
একটি পৃথক অনুষ্ঠানে তিনি বলেছিলেন, ‘এই প্ল্যাটফর্মটি প্রতিহিংসামূলক ভুল তথ্য ও ঘৃণামূলক বক্তব্য ছড়িয়ে দিতে ব্যবহৃত হয়। এর ইতিবাচকের চেয়ে নেতিবাচক ব্যবহার বেশি।’
তিনি আরও বলেন, টিকটক অ্যাপ বন্ধ করতে ইতোমধ্যে বিটিআরসিকে চিঠি দেয়া হয়েছে।
এছাড়া সংসদ সচিবালয়ের প্রেস বিজ্ঞপ্তিতে দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার যে কোনো প্রচেষ্টার বিরুদ্ধে নাগরিকদের সতর্ক থাকার পরামর্শ দেয়া হয়েছে।
সংসদীয় সংস্থাটি সরকারি চাকরিজীবী স্বামী-স্ত্রীকে একই এলাকায় নিয়োগের সুপারিশ করেছে।
কমিটির সভাপতি শামসুল হক টুকুর সভাপতিত্বে সভায় কমিটির সদস্য স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, মো. হাবিবুর রহমান, সামছুল আলম দুদু, কুজেন্দ্র লাল ত্রিপুরা, নূর মোহাম্মদ, সুলতান মোহাম্মদ মনসুর আহমদ ও রুমানা আলী প্রমুখ উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: কক্সবাজারে ৩ কোটি টাকার ইয়াবা জব্দ
২ বছর আগে