বিটিএস
বিটিএস’র ১০ বছর
দক্ষিণ কোরিয়ান কে-পপ বয় ব্যান্ড বাংতান বয়েজ (বিটিএস) ২০১৩ সালের ১৩ জুন যাত্রা শুরু করে। বিগহিট মিউজিক এর অধীনে টু কুল ফর স্কুল অ্যালবাম নিয়ে পুরো বিশ্বের সামনে আত্মপ্রকাশ করে স্বপ্নবাজ ৭ কিশোর।
তারা হলেন- দলনেতা কিম নামজুন (আরএম) র্যাপার ও ড্যান্সার; কিম সোকজিন (জিন) ভোকাল, ভিজ্যুয়াল ও ড্যান্সার; মিন ইয়ঙ্গি (সুগা) লিড র্যাপার ও ড্যান্সার; জং হোসোক ( জে-হোপ) মেইন ড্যান্সার ও র্যাপার; পার্ক জিমিন (জিমিনি) মেইন ড্যান্সার ও লিড ভোকাল; কিম তেহিয়্যূং (ভি) ভোকাল, ভিজ্যুয়াল ও ড্যান্সার এবং জন জংকুক (জংকুক) মেইন ভোকাল ও লিড ড্যান্সার। তাদের ফ্যান বা ভক্তদের বিটিএস আর্মি বলা হয়ে থাকে।
আত্মপ্রকাশের পর ২০১৪ সালে তারা প্রকাশ করে তাদের প্রথম কোরিয়ান স্টুডিও অ্যালবাম ডার্ক এন্ড ওয়াইল্ড এবং জাপানিজ স্টুডিও অ্যালবাম ওয়েক আপ। তাদের দ্বিতীয় স্টুডিও অ্যালবাম উইংস (২০১৬) ব্যান্ডের প্রথম অ্যালবাম, কোরিয়ায় যেটির ১ মিলিয়ন কপি বিক্রি হয়।
লাভ ইয়োরসেল্ফ: হার আলব্যামটি দিয়ে ২০১৭ সালে পুরো বিশ্বের সংঙ্গীত জগতে আলোড়ন তোলে এই সাত তরুণ। বিটিএস প্রথম কোরিয়ান গ্রুপ হিসেবে ‘মাইক ড্রপ’ গানটির জন্য রেকর্ডিং ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন অব আমেরিকা থেকে সার্টিফিকেট পায় এবং লাভ ইয়োরসেল্ফ: টিয়ার (২০১৮) অ্যালবামটি বিলবোর্ড ২০০ চার্টে প্রথম স্থান দখল করে; আর এরপরের যাত্রা তো এক ইতিহাস।
২০১৭ সাল থেকে টানা পাঁচ বছর বিলবোর্ড মিউজিক অ্যাওয়ার্ডে টপ সোশ্যাল আর্টিস্টের খেতাব অর্জনসহ ২০১৮ সালে টাইম ম্যাগাজিনের ‘নেক্সট জেনারেশন লিডারস’ খেতাব এবং একই বছর ফোর্বস কোরিয়া পাওয়ার সেলিব্রিটির তালিকায় শীর্ষ স্থান অর্জনের মতো অগণিত প্রাপ্তি বিটিএসের খাতায়।
২০২০ ও ২০২১ সালেও দেখা যায় তাদের এই সাফল্যের ধারাবাহিকতা। করোনা মহামারির কঠিন সময়েও ২০২০ সালের আগস্টে বিশ্ববাসীকে বিটিএসের সদস্যরা উপহার দেন তাদের প্রথম ইংরেজি একক গান ‘ডায়নামাইট’; যা দিয়ে প্রথমবারের মতো তারা জায়গা করে নেন বিলবোর্ড হট হান্ড্রেড সিঙ্গেলসের শীর্ষে!
বিটিএস পরপর দুইবার (২০২১/২০২২) সেরা পপ ডুও/গ্রুপ পারফরম্যান্স বিভাগে গ্র্যামি পুরস্কারের জন্য মনোনীত হয়েছে। তারপর নিয়মিতভাবে তাদের অ্যালবাম বের হয়েছে; আর তাদের 'ডিএনএ', 'আইডল', 'বাটার' ও 'লাইফ গোজ অন' বিশ্বব্যাপী কোটি কোটি ভক্তের হৃদয় মাতিয়েছে।
এছাড়া ২০২১ সালে বিটিএস তৃতীয়বারের মতো জাতিসংঘের বার্ষিক সাধারণ অধিবেশনে বিশ্ব নেতাদের উদ্দেশ্যে ভাষণ দিয়েছিল। শুধু তাই নয়, ২০২২ সালে হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন ব্যান্ডটির সদস্যরা।
আরও পড়ুন: প্রথম সোলো অ্যালবাম 'ইন্ডিগো' নিয়ে আসছে বিটিএসের আরএম
১ বছর আগে
জনপ্রিয় কে-পপ ব্যান্ড বিটিএস নিয়ে চলচ্চিত্রকার অনার্য মুর্শিদের বই
কোরিয়ার জনপ্রিয় পপ সংগীতের দল বিটিএসের আদ্যোপান্ত নিয়ে ‘বিটিএস: সিউল টু সোল’- শিরোনামে নিবন্ধধর্মী একটি বই লিখেছেন চলচ্চিত্রকার অনার্য মুর্শিদ। শুক্রবার (১৯ মে) থেকে বইটি বাজারে পাওয়া যাবে।
বিটিএসের সাত তারকার জীবনবৃত্তান্ত, বিটিএসের সংকট-সংগ্রাম, শো, অ্যালবাম এবং পুরস্কারেরও একটি তালিকা রয়েছে এই বইতে।
কোরিয়ার ‘কালচারাল ওয়েভ’ এবং সফট পাওয়ার চর্চা বিষয়েও একটি গুরুত্বপূর্ণ নিবন্ধও প্রকাশিত হয়েছে এই বইয়ে।
বইয়ের লেখক অনার্য মুর্শিদ বলেন, আমি একজন বাংলাদেশি বিটিএস ভক্তের সাংস্কৃতিক সংকটকে কেন্দ্র করে একটি চলচ্চিত্র নির্মাণ করছি। চলচ্চিত্রটির প্রি-প্রোডাকশন করতে গিয়ে কে-পপ বিষয়ে একটি বইয়ের খুব প্রয়োজনীয়তা অনুভব করি। এর মধ্যে প্রকাশক একদিন বললেন যে তিনিও এই ধরনের কিছু কালচারল ডিপ্লোমেটিক বই প্রকাশ করতে চান। ইতোপূর্বে তার প্রকাশনী এই ধরনের বই প্রকাশও করেছে। আমি আশা করি দীর্ঘদিন থেকে কোরিয়ার সঙ্গে বাংলাদেশের যে সাংস্কৃতিক সেতু নির্মাণ হচ্ছে সেখানেও বইটি একটি ভূমিকা পালন করবে। বইটির মাধ্যমে প্রবীণরাও এই প্রজন্মকে একটি ইতিবাচক দৃষ্টিকোণ থেকে দেখতে পাবেন।
প্রায় দেড়শ পৃষ্ঠার পেপার ব্যাকের এই বইটি প্রকাশ করেছে উজান। প্রচ্ছদ করছেন লায়লা ফেরদৌসী। মুদ্রিত মূল্য রাখা হয়েছে ৩৫০ টাকা। ৩০% কমিশনে বইটি বিক্রি করছে বিটিএস আর্মি পেইজ (FB/BTSARMYFILM)।
এছাড়াও উজানের পেইজ, রকমারিসহ বিভিন্ন অনলাইন বুকশপে বইটি পাওয়া যাচ্ছে। পশ্চিবঙ্গের বিটিএস ভক্তরা বইটি ‘তবুও প্রয়াস’, ‘লালন’ ও ‘চন্ডাল বুকস’ থেকে বইটি সংগ্রহ করতে পারবেন।
আরও পড়ুন: প্রথম সোলো অ্যালবাম 'ইন্ডিগো' নিয়ে আসছে বিটিএসের আরএম
কে-পপ আইডল ভি’র জন্মদিন: ঢাকা থেকে নিউইয়র্কের আর্মিরা কিভাবে তার জন্মদিন উদযাপন করছে
১ বছর আগে
কে-পপ আইডল ভি’র জন্মদিন: ঢাকা থেকে নিউইয়র্কের আর্মিরা কিভাবে তার জন্মদিন উদযাপন করছে
সারাবিশ্বে বিটিএসের অনুরাগীরা (আর্মিরা) আজ তাদের প্রিয় তারকা ভি ওরফে কিম তাইহ্যুং-এর জন্মদিন উদযাপন করছেন।
২৭ বছর বয়সী এই কে-পপ আইডলের জন্মদিন উপলক্ষে আর্মিরা আজ পার্ক থেকে শুরু করে রাস্তা, বাস ও বিলবোর্ড বিজ্ঞাপন পারপেল (বেগুনি) রঙে রাঙিয়েছেন।
বিভিন্ন দেশের কিম তাইহ্যুং ভক্তরা তার জন্মদিন ভি’ডে ২০২২-উপলক্ষে বিভিন্ন স্বেচ্ছাসেবী কাজে অংশ নিয়েছেন।
এখানে আমরা বিভিন্ন দেশের আর্মিদের তাইহ্যুং জন্মদিন উদযাপন সম্পর্কে জানব-
জাপান
জাপান গত কয়েক বছর ধরে তাইহ্যুং জন্মদিন উদযাপন করে আসছে। এই বছর তাইহ্যুং এর জন্মদিন উপলক্ষে বিখ্যাত সাপোরো টাওয়ারকে ভি’ডে ২০২২ স্মরণে সাজানো হয়েছে।
সিউল, দক্ষিণ কোরিয়া
কিম তাইহ্যুং জন্মদিন উপলক্ষে তার স্বদেশে অসংখ্য অনুষ্ঠান করা হয়েছে। তবে তাইহ্যুং এর ফ্যান পেজ ভি’বার-এর সিনচেং সেলিব্রেশন ছিল এর মধ্যে অন্যতম। যেখানে বিলবোর্ড ও পোস্টারগুলো ভি’র ছবি এবং তার উদ্দেশ্যে লেখা ভক্তদের মেসেজ দিয়ে সাজানো হয়েছিল।
ইনচেন, দক্ষিণ কোরিয়া
ভি’র জন্মদিন উপলক্ষে দ. কোরিয়া ইনচেন বিমানবন্দরকে তাইহ্যুং ছবি দিয়ে ঢেকে ফেলা হয়েছে।
পেরু
সিউল থেকে অনেক দূরে তাইহ্যুং এর পেরুর ভক্তরা ভি-এর গান বাজিয়ে বেগুনি রঙে একটি ফোয়ারা আলোকিত করে দারুণভাবে তাইহ্যুং দিবস উদযাপন করেছে।
চীন
তায়ে তায়ে -এর ফ্যান পেজ ভিবার শুধুমাত্র চীনে তাইহ্যুং এর জন্মদিন উপলক্ষে একটি মেলার আয়োজন করেছিল। যেখানে ভক্তরা তাইহ্যুং এর ২৭তম জন্মদিনের শুভেচ্ছা জানাতে একত্র হয়েছিল।
বাংলাদেশ
বাংলাদেশে তাইহ্যুং এর অনুরাগীরা তার জন্মদিনকে সঙ্গীতের মধ্য দিয়ে উদ্যাপন করেছে। কারণ ফ্যান পেজটি সুকাঠি প্রতিবন্ধী ও অটিজম স্কুলে বেশ কিছু ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র দান করেছে। এটি একটি অলাভজনক সংস্থা এবং অটিজম আক্রান্ত শিশুদের জন্য বিশেষ স্কুল।
পাকিস্তান
তাইহ্যুং এর পাকিস্তানি ফ্যানবেস তাইহ্যুং-এর জন্মদিনের স্মরণে শিশুদের মধ্যে শীতবস্ত্র ও খাবার বিতরণ করেছে।
ভারত
কিম তাইহ্যুং এর ভারতীয় ভক্তরা ভিডে ২০২২ কে সুন্দর করে তুলতে বিভিন্ন খাবারের ট্রাক, এলইডি স্ক্রিন ও আরও অনেক কিছুর ব্যবস্থা করেছে!
মিশর
তাইহ্যুং মিশরীয় ভক্তরা শিশুদের ক্যান্সারের চিকিৎসার জন্য দান করেছেন।
নিউইয়র্ক
বিটিএস ভি-এর মার্কিন ভক্তরা টাইমস স্কয়ার থেকে ওয়ার্ল্ড ট্রেড সেন্টার (ডব্লিউটিসি) পর্যন্ত পুরো নিউইয়র্ক জুড়ে তাইহ্যুং-এর ছবিতে ঢেকে দিয়েছে।
১ বছর আগে
প্রথম সোলো অ্যালবাম 'ইন্ডিগো' নিয়ে আসছে বিটিএসের আরএম
দক্ষিণ কোরিয়ার বিখ্যাত মিউজিক ব্যান্ড বিটিএসের সদস্য আরএম আগামী ২ ডিসেম্বর তার প্রথম সোলো অ্যালবাম ‘ইন্ডিগো’ নিয়ে আসছে। শুক্রবার তার সংস্থা বিগ হিট মিউজিক এ তথ্য জানিয়েছে।
গ্লোবাল ইকোনমিকের বরাতে ভারতীয় গণমাধ্যম এএনআই এ তথ্য জানিয়েছে।
সংস্থাটি জানিয়েছে, ‘ইন্ডিগো’ এমন একটি অ্যালবাম যাতে আরএম এর চিন্তাভাবনা ও মনের ভাবনাগুলো প্রকাশ পেয়েছে।
আরও পড়ুন: বছর শেষে আসছে 'রক ফেস্ট ৩.০' ও 'ফুয়াদ লাইভ'
২ বছর আগে
এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ডে শীর্ষ পুরষ্কার জয়ী টেইলর সুইফট
এমটিভি বার্ষিক মিউজিক ভিডিও অ্যাওয়ার্ডে এ বছর ‘বর্ষসেরা ভিডিও’র পুরষ্কার জিতেছেন মার্কিন গায়িকা টেইলর সুইফট। তার ‘অল টু ওয়েল: দ্য শর্ট ফিল্ম’ (১০ মিনিট সংস্করণ) এর জন্য বছরের সেরা ভিডিও’র পুরষ্কার জিতেছেন সুইফট।
রবিবার নিউ জার্সির নিউইয়র্কের প্রুডেনশিয়াল সেন্টারে আয়োজিত পুরষ্কার বিতরণীর মঞ্চেই সুইফট তার নতুন অ্যালবাম ‘মিডনাইটস’ প্রকাশের ঘোষণা দিয়েছেন।
সুইফট বলেন, ‘আমার নতুন অ্যালবাম আগামী ২১ অক্টোবর প্রকাশিত হবে।’
পুরষ্কার বিতরণীর অনুষ্ঠানের পর রবিবারই সোশ্যাল মিডিয়ায় দেয়া এক পোস্টে সুইফট জানান, ‘মিডনাইটস’ নামের আসন্ন ১০ম অ্যালবামটিতে তার ‘সারা জীবন জুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা ১৩টি ঘুমহীন রাতের গল্প’ আছে।
এর আগে সর্বশেষ দুই বছর আগে তিনি ‘ফোকলোর’ ও ‘এভারমোর’ প্রকাশ করেন। এর মধ্যে ‘ফোকলোর’ ২০২১ সালের গ্র্যামি অ্যাওয়ার্ডে বছরের সেরা অ্যালবামের পুরষ্কার জেতে।
অনুষ্ঠানে সুইফট তার বক্তব্যে দোজা ক্যাট ও অলিভিয়া রদ্রিগোসহ অন্যান্য নারী পপ শিল্পীদের প্রশংসা করেন।
অন্যদিকে র্যাপার জ্যাক হার্লো ও লিল নাস এক্স ইন্ডাস্ট্রি বেবির জন্য ‘সেরা সহযোগী’র পুরষ্কার জিতেছেন। হার্লো এদিন তার হিট গান ‘ফার্স্ট ক্লাস’ পরিবেশন করেন।
আরও পড়ুন: বছরের সেরা শিল্পী টেইলর সুইফট
এদিকে সাবেক স্ত্রী অ্যাম্বার হার্ডের সঙ্গে মানহানির মামলার রায়ের প্রায় তিন মাস পরে অভিনেতা জনি ডেপ শো চলাকালীন ‘মুন ম্যান’ হিসেবে উপস্থিত হন। ৫৯ বছর বয়সী এই অভিনেতা তার মুখের সঙ্গে ডিজিটালভাবে কাস্টম হেলমেটে ঢোকানো আইকনিক মহাকাশচারীর পোশাক পরে পারফর্ম করেন।
এ বছর লিজোর ‘অ্যাবাউট ড্যাম টাইম’ বছরের সেরা গান হিসেবে পুরষ্কার জিতেছে এবং হ্যারি স্টাইলসের ‘হ্যারিস হাউস’ ‘অ্যালবাম অব দ্য ইয়ার’ পুরস্কার জিতেছে।
অনুষ্ঠানে লিজো তার নতুন সলো মিউজিক ‘টু বি লাভড (অ্যাম আই রেডি) পরিবেশন করেন।
অন্যদিকে, নিকি মিনাজ ও চিলি পেপারস যথাক্রমে সেরা হিপ-হপ এবং সেরা রকের জন্য পুরষ্কার জিতেছেন।
এছাড়াও নিকি মিনাজ ‘ভিডিও ভ্যানগার্ড অ্যাওয়ার্ড’ পুরস্কার পেয়েছেন। কিংবদন্তী সংগীতশিল্পী মাইকেল জ্যাকসনের নামে এই পুরষ্কারের নামকরণ করা হয়েছে।
তার বক্তব্যের সময় মিনাজ অন্যান্য সঙ্গীত আইকন যেমন জ্যাকসন, হুইটনি হিউস্টন, লিল ওয়েন ও কানি ওয়েস্টকে শ্রদ্ধা জানান। তিনি মানসিক স্বাস্থ্যের গুরুত্ব সম্পর্কেও কথা বলেছেন।
অন্যদিকে, ‘গ্রুপ অব দ্য ইয়ার’ পুরস্কার জিতেছে জনপ্রিয় কোরিয়ান মিউজিক ব্যান্ড ‘বিটিএস’। এছাড়া ব্ল্যাকপিঙ্ক, সিটি গার্লস, ফু ফাইটারস, ইমাজিন ড্রাগনস, মানেস্কিন, রেড হট চিলি পিপারস ও সিল্ক সোনিক এর মত ব্যান্ডগুলোও এই ক্যাটাগরিতে মনোনীত হয়েছিল।
‘লালিসা’র জন্য সেরা ‘কে-পপ’ পুরস্কার জিতে নিয়েছেন ব্ল্যাকপিঙ্কের লিসা।
অনুষ্ঠানে অ্যানিটা, ব্ল্যাকপিঙ্ক, লিজো, মানেস্কিন, জ্যাক হার্লো, জে বালভিন, মার্শমেলো এক্স খালিদ এবং প্যানিকের পারফরম্যান্স মুগ্ধ করেছে দর্শকদের।
এছাড়া কেন ব্রাউন দেশের প্রথম পুরুষ গায়ক হিসেবে ভিএমএ’তে পারফর্ম করে ইতিহাস গড়েছেন।
`গ্লোবাল আইকন অ্যাওয়ার্ড’ জিতেছেন রেড হট চিলি পিপারস।
আরও পড়ুন: নেটফ্লিক্সের পর্দায় বলিউডে বাঁধনের প্রথম ঝলক
ফের বিয়ে উদযাপন করলেন লোপেজ-আফ্লেক
২ বছর আগে