চুলার লাইন
কেরানীগঞ্জে গ্যাসের চুলার লাইন বিস্ফোরণ: নিহত বেড়ে ৩
কেরানীগঞ্জের জিঞ্জিরার মান্দাইল এলাকায় গ্যাসের চুলার লাইন বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে তিনজনে পৌঁছেছে। শুক্রবার রাতে রাজধানীর শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় আরও দুজনের মৃত্যু হয়।
নিহতেরা হলেন- বেগম (৬০), শাহদাত হোসেন (২০)। ও মারিয়া (৮)।
আরও পড়ুন: কেরানীগঞ্জে গ্যাসের চুলা বিস্ফোরণে এক পরিবারের ৬ জন দগ্ধ
এর আগে গত মঙ্গলবার ভোর সাড়ে ৪টার দিকে কেরানীগঞ্জে মডেল থানার জিনজিরা মান্দাইল এলাকায় গ্যাস লাইন বিস্ফোরণ হয়ে একই পরিবারের ছয়জন অগ্নিদগ্ধ হয়।
দুর্ঘটনার পরই দগ্ধ বেগম (৬০) ইদুনী বেগম (৫০), সোনিয়া আক্তার (২৬), শাহাদাত হোসেন, মারিয়া আক্তার (৮) ও ইয়াছিনকে (১২) রাজধানীর শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হলে এদের মধ্যে শিশু মারিয়া বুধবার রাতেই মারা যায়।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের পরিদর্শক মোহাম্মদ বাচ্চু মিয়া জানান, শুক্রবার রাতে বেগম ও শাহদাত হোসেন সিসিইউতে মারা গেছে। এছাড়া দগ্ধ ইয়াসিন ও ইদুনি বেগমের অবস্থাও আশঙ্কাজনক। তাদের আইসিইউতে রাখা হয়েছে।
তবে অপর দগ্ধ সেলিনা আক্তারের অবস্থা অপরিবর্তিত আছে।
আরও পড়ুন: ঢাকায় গোডাউনে বিস্ফোরণ: নিহতের সংখ্যা বেড়ে ৮
রাজধানীতে স্যানিটাইজারের গোডাউনে বিস্ফোরণ, ৭ জন দগ্ধ
২ বছর আগে