সাইলো
যমুনাতীরে ১৫১১০ পরিবারকে সাইলো ও গো-খাদ্য বিতরণ
যমুনা নদীর অববাহিকার পাঁচ জেলায় ১৫ হাজার ১১০টি পরিবারের মধ্যে সাইলো ও গো-খাদ্য বিতরণ করেছে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও)।
যেসব পরিবারে গবাদিপশু ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে, তাদের মৌসুমি বন্যার ক্ষয়ক্ষতি কমিয়ে আনতে এসব বিতরণ করা হয়।
এই কর্মসূচি বাংলাদেশের উত্তরাঞ্চলের (যমুনা) বন্যাপ্রবণ এলাকায় আগাম সাড়াদানের মাধ্যমে জীবিকা-সম্পদ রক্ষা প্রকল্পের অংশ।
আরও পড়ুন: তথ্য সভায় এফএও বাংলাদেশের অগ্রগতি ও সাফল্য উপস্থাপন
প্রকল্পের অংশ হিসেবে এফএও ৬ লাখ মার্কিন ডলার বাজেটে পশুপালনের সঙ্গে জড়িত ১৫ হাজার ১১০টি পরিবারকে বন্যার সময় খাদ্যশস্য, বীজ, বিশুদ্ধ পানি ও অন্যান্য মূল্যবান সম্পদের নিরাপদ সঞ্চয়ের জন্য জলরোধী সাইলো এবং ৫০ কেজি গো-খাদ্য বিতরণ করেছে।
এই প্রকল্পের লক্ষ্য হলো জীবিকার সুরক্ষা প্রদান, বিপদাপন্ন জনগোষ্ঠীর ওপর জলবায়ুর দুর্যোগের প্রতিকূল প্রভাব হ্রাস করা ও সহনশীলতা বাড়ানো।
বন্যা চলাকালীন ও পরবর্তী সময়ে, চারণভূমি প্লাবিত এবং সঞ্চিত খাদ্য অনেক সময়ে নষ্ট হয়ে যায়। যার ফলে পশু খাদ্যে সংকট দেখা দেয়। এতে খামারিরা নানারকম প্রতিকূলতার সম্মুখীন হন। তাদের জীবন-জীবিকা ক্ষতিগ্রস্ত হয়।
আরও পড়ুন: জলবায়ুর পরিবর্তনের ফলে গ্রামীণ নারী, দরিদ্র ও বয়স্কদের ওপর অসামঞ্জস্যপূর্ণ প্রভাব পড়ছে: এফএও
৩ মাস আগে
টাঙ্গাইলে রাইসমিলে দুর্ঘটনা, ৩ শ্রমিক নিহত
টাঙ্গাইলের গোপালপুর উপজেলার দুবাইল এলাকায় রবিবার রাতে একটি অটোমেটিক রাইসমিলের সাইলো ভেঙে তিন শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে।
নিহতরা হলেন, কুড়িগ্রামের ঘোরাহারা গ্রামের নুরুল ইসলাম, একই জেলার ভবদার বাজার গ্রামের নাজমুল ওরফে আরিফ এবং নাইমুল ইসলাম।
প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল বিকালে একতা এগ্রোফুড প্রোডাক্টস লিমিটেড নামের ওই রাইসমিলে নতুন সাইলো ও ক্রাসার মেশিন সংযোজন করা হয়। তিন শিফটে কাজ চলা কারখানার রাতের শিফটের ছয় কর্মী কাজ শুরু করেন। রাত ৯টায় বিকট শব্দে সাইলো, ক্রাসার মেশিন প্রায় এক হাজার মন বস্তাবন্দী চালসহ ভেঙে পড়ে। কর্মরত শ্রমিকরা সবাই এর নিচে চাপা পড়ে।
গোপালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন জানান, খবর পেয়ে থানা পুলিশ ফায়ার সার্ভিসের কর্মীদের নিয়ে উদ্ধার অভিযান শুরু করেন। গুরুতর আহত নুরুল ইসলামকে গোপালপুর হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। আর অপর দু’জনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।
ওসি আরও জানান, নিখোঁজ শ্রমিকদের উদ্ধারে গোপালপুর ও মধুপুর উপজেলার দুটি ফায়ার সার্ভিসের ইউনিট অভিযান চালাচ্ছে।
পড়ুন: বিআরটি গার্ডার ট্র্যাজেডি: দুর্ঘটনার ১২ কারণ খুঁজে পেয়েছে তদন্ত সংস্থা
আগস্টে ৪৫৮ সড়ক দুর্ঘটনায় নিহত ৫১৯
২ বছর আগে