শেয়ারট্রিপ
ভ্রমণকালে দুর্ভোগ কমাতে এলো শেয়ারট্রিপের ফিচার
ভ্রমণ প্রেমীদের আনন্দকে আরও বাড়িয়ে তুলতে জনপ্রিয় ট্র্যাভেল-টেক প্রতিষ্ঠান শেয়ারট্রিপ তাদের প্ল্যাটফর্মে সম্প্রতি যুক্ত করেছে অভিনব সব ফিচার।
সোমবার (৫ ডিসেম্বর) প্রতিষ্ঠানের পক্ষ থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়, ট্র্যাভেল ই-সিম, স্মার্ট ডিলে, ফ্লাইট অ্যালার্টস আর ফ্লাইট কম্পেনসেশনের মতো নতুন ফিচারগুলো ভ্রমণকালে অনাকাঙ্ক্ষিত দুর্ভোগ এড়াতে সাহায্য করবে। পাশাপাশি শেয়ারট্রিপ ব্যবহারকারীদের ঘোরাঘুরির অভিজ্ঞতাকে আরও স্বাচ্ছন্দ্যময় করে তুলবে।
আরও পড়ুন: দারুণ সব অফারসহ শেয়ারট্রিপ এর ৫ লাখ ডাউনলোড উদযাপন!
বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে নিরবচ্ছিন্নভাবে যোগাযোগ সুবিধা উপভোগের ক্ষেত্রে ভ্রমণকারীদের কার্যকরী সমাধান হতে পারে শেয়ারট্রিপের ট্র্যাভেল ই-সিম।
যাত্রা শুরুর আগে যেকোনো সময় ব্যবহারকারীরা ই-সিম ইনস্টল করে নিতে পারবেন। তাদের পছন্দের গন্তব্য এবং ভ্রমণকাল অনুযায়ী সার্ভিসটি ব্যবহার করতে পারবেন।
ভ্রমণের সময় ফ্লাইট দুই ঘণ্টার দেরি হলে স্মার্টডিলে সুবিধার আওতায় শেয়ারট্রিপ ব্যবহারকারীরা বিনামূল্যে এয়ারপোর্টে লাউঞ্জ সুবিধা উপভোগ করতে পারবেন।
যাত্রাকাল থেকে অন্তত ছয় ঘণ্টা আগে নিবন্ধন সাপেক্ষে ব্যবহারকারীরা এই সুবিধা পাবেন। শেয়ারট্রিপ থেকে তাদের একটি লাউঞ্জকি ভাউচার দেওয়া হবে। এটি ব্যবহার করে বিশ্বের ১৩ হাজারেরও বেশি এয়ারপোর্টে লাউঞ্জ সুবিধা পাওয়া যাবে।
ভ্রমণকারীরা যেন ফ্লাইটের সময়সূচি অনুযায়ী প্রস্তুতি নিতে পারেন, তা নিশ্চিত করবে শেয়ারট্রিপের নতুন সুবিধা ফ্লাইট অ্যালার্ট।
এর মাধ্যমে যাত্রা শুরুর ২৪ ঘণ্টা আগে থেকে ব্যবহারকারীদের জন্য ট্র্যাকিং নোটিফিকেশন চালু হয়ে যাবে।
ই-মেইল ও এসএমএসের মাধ্যমে ব্যবহারকারীরা ফ্লাইটের সময়সূচি সংক্রান্ত হালনাগাদ করা তথ্য জেনে নিতে পারবেন। ফলে মানসিকভাবে প্রস্তুতি গ্রহণ করাও সহজতর হয়ে উঠবে।
কোনো কারণবশত ফ্লাইট দেরি, বাতিল বা ওভারবুক হয়ে গেলে শেয়ারট্রিপের নতুন ফিচার ফ্লাইট কম্পেনসেশন ব্যবহার করে ব্যবহারকারীরা ৬০০ ইউরো পর্যন্ত আর্থিক ক্ষতিপূরণ দাবি করতে পারবেন।
এছাড়াও মালামালের ক্ষতি (ভেঙে গেলে, হারিয়ে গেলে, নষ্ট হলে বা পেতে দেরি হলে) এর জন্য ১ হাজার ২৫০ ইউরো পর্যন্ত এবং ফ্লাইটে যেকোনো সমস্যা বা বাধার সম্মুখীন হওয়ার পরিপ্রেক্ষিতে ৫ হাজার ৪০০ ইউরো পর্যন্ত ক্ষতিপূরণ পাওয়া যাবে।
গ্রাহকদের নতুন এই সার্ভিসগুলো প্রদানের ক্ষেত্রে শেয়ারট্রিপকে সহযোগিতা করছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চালিত ট্র্যাভেল সাপোর্ট সিস্টেম ট্রিপঅ্যাড।
এ প্রসঙ্গে শেয়ারট্রিপের ক্যাম্পেইন, প্রোডাক্ট, পার্টনারশিপ অ্যান্ড লয়্যালটির সিনিয়র ম্যানেজার নাফিজ চৌধুরি বলেন, ‘ভ্রমণকারীরা টুকটাক সাধারণ সমস্যার সম্মুখীন হন। কিন্তু শেয়ারট্রিপের মাধ্যমে আমরা ছোটখাট সমস্যা সমাধানের পাশাপাশি উদ্ভাবনী আর সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে ব্যবহারকারীদের জন্য সবসময়ই বিশেষভাবে মনে রাখার মতো কিছু করতে চাই। ট্রিপঅ্যাডের সঙ্গে ফলপ্রসূ অংশীদারিত্বের মাধ্যমে আমরা এবারে কিছু নতুন ফিচার যুক্ত করেছি। যা ব্যবহারকারীদের মনে রাখার মতই সার্ভিস দেবে। এর মাধ্যমে দেশে ভ্রমণ অভিজ্ঞতার উন্নয়নে এক নতুন মাত্রা অর্জন করল শেয়ারট্রিপ।’
দেশের অন্যতম শীর্ষ ট্র্যাভেল-টেক প্ল্যাটফর্ম শেয়ারট্রিপ অ্যাপ এ পর্যন্ত ৮ লাখ ২০ হাজার বারেরও বেশি ডাউনলোড হয়েছে।
প্ল্যাটফর্মটির নানা ধরনের সার্ভিসের মাধ্যমে উপকৃত হয়েছেন ৩০ লাখেরও বেশি গ্রাহক।
আরও পড়ুন: শেয়ারট্রিপের ৪র্থ বর্ষপূর্তি উপলক্ষে এসটি পে চালু
ই-সিএমএ বাংলাদেশ ২০২৩-এ ‘বেস্ট ট্রাভেল টেক প্ল্যাটফর্ম’ স্বীকৃতি পেল শেয়ারট্রিপ
১ বছর আগে
শেয়ারট্রিপের ৪র্থ বর্ষপূর্তি উপলক্ষে এসটি পে চালু
এসটি পে’র মতো বেশকিছু নতুন ফিচার আনার মধ্যেদিয়ে লাইফস্টাইল ব্র্যান্ড হিসেবে বিকশিত হচ্ছে দেশের নেতৃস্থানীয় ট্রাভেল টেক প্ল্যাটফর্ম শেয়ারট্রিপ।
এতে ব্যবহারকারীর অভিজ্ঞতা সমৃদ্ধ করতে নানা ধরনের সুবিধাজনক ফাইন্যান্সিয়াল টুলস নিয়ে আসা হয়েছে। পাশাপাশি এতে ভাউচার, শপ, মোবাইল রিচার্জ, পে বিল ও অন্যান্য নতুন ফিচার রয়েছে।
চতুর্থ বর্ষপূর্তি উদযাপনে রবিবার (১৯ নভেম্বর) ঢাকার শেরাটন হোটেলের গ্র্যান্ড বলরুমে একটি মনোমুগ্ধকর অনুষ্ঠানের আয়োজন করে শেয়ারট্রিপ।
প্রতিষ্ঠানটির চতুর্থ বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে নতুন বিভিন্ন সুবিধা চালু করা হয়। সেইসঙ্গে স্টার্টআপ বাংলাদেশ লিমিটেড (এসবিএল) থেকে দ্বিতীয় রাউন্ডের ইনভেস্টমেন্টের ঘোষণা দেয়।
আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এবং বিশেষ অতিথি হিসেবে ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব মো. শামসুল আরেফিন।
এছাড়া, অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্টার্টআপ বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও সামি আহমেদ।
অনুষ্ঠানে এয়ারলাইনস, হোটেল, পেমেন্ট পার্টনার, করপোরেট পার্টনার থেকে বিশিষ্ট ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।
ভ্রমণপিপাসুদের সব ধরনের প্রয়োজন পূরণে লাইফস্টাইল ব্র্যান্ড হয়ে উঠতে নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছে শেয়ারট্রিপ।
আরও পড়ুন: ই-সিএমএ বাংলাদেশ ২০২৩-এ ‘বেস্ট ট্রাভেল টেক প্ল্যাটফর্ম’ স্বীকৃতি পেল শেয়ারট্রিপ
এই প্রচেষ্টার ধারাবাহিকতায় ভ্রমণ অভিজ্ঞতাকে নতুনভাবে উপস্থাপন করতে সম্প্রতি নতুন ফিচার সমৃদ্ধ ওয়েবসাইট নিয়ে আসা হয়। এখন সকল ব্যবহারকারীর জন্য আরও বেশি সমন্বিত ফিচার নিয়ে এলো শেয়ারট্রিপ। যেখানে অ্যাপে মাত্র একটি ট্যাপ করেই এসটি পে, ভাউচার, শপ, মোবাইল রিচার্জ ও পে বিলের মতো প্রয়োজনীয় সবকিছু পাওয়া যাবে। ব্যবহারকারীর অভিজ্ঞতাকে নতুন উচ্চতায় নিয়ে যেতে চতুর্থ বর্ষপূর্তি উদযাপনের সময় ফিচারগুলো চালু করা হয়।
অনুষ্ঠানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ পলক বলেন, ‘ভ্রমণের সঙ্গে প্রযুক্তির সমন্বয়ে দেশের পর্যটন খাতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে শেয়ারট্রিপ। এখন তারা তাদের পরিধি বৃদ্ধি করতে কাজ করছে; সব দিক থেকে স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে বিস্তৃত পরিসরে লাইফস্টাইল ফিচার নিয়ে এসেছে তারা। শেয়ারট্রিপের এ ধরনের উদ্যোগ আমাদের প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশের লক্ষ্যপূরণের কাছাকাছি নিয়ে যাবে। চতুর্থ বর্ষপূর্তিতে এসটি পে উদ্ভোধন করায় শেয়ারট্রিপের প্রতি অভিনন্দন। তারা আগামীর পথচলাতেও সফল হবে, এই শুভকামনা রইল।’
ভ্রমণ-সংক্রান্ত ব্র্যান্ড থেকে ভ্রমণ ও লাইফস্টাইল ব্র্যান্ড হয়ে উঠার উল্লেখযোগ্য রূপান্তরের ক্ষেত্রে এসটি পে ব্যবহারকারীর লেনদেনের অভিজ্ঞতাকে আরও সহজ ও স্বাচ্ছন্দ্যদায়ক করতে বিস্তৃত পরিসরের ফাইন্যান্সিয়াল টুলস নিয়ে হাজির হয়েছে।
এতে অ্যাড মানি, সেন্ড মানি, মানি রিকোয়েস্ট, ব্যাংক ট্রান্সফার, ট্রানজেকশান হিস্ট্রি, মেক পেমেন্টের মতো গুরুত্বপূর্ণ ফিচার রয়েছে, যা খুব সহজেই ভিন্ন ভিন্ন লেনদেন-সম্পর্কিত কার্যক্রমে ব্যবহার করা যাবে। কিউআর কোড, ফেসিয়াল রিকগনিশন ও বায়োমেট্রিক লগইনের মতো বিষয়গুলোর কারণে এর লেনদেন ও পেমেন্ট অনেক বেশি নিরাপদ ও স্বাচ্ছন্দ্যদায়ক হবে। ব্যবহারকারীর স্বনির্ভরতা নিশ্চিতে এসটি পে’র আওতায় থাকা কন্ট্যাক্ট ও ব্যবসার ক্ষেত্রে এখন লেনদেন হবে আরও বেশি সহজ ও ঝামেলামুক্ত।
এসবিএল, আইসিটি বিভাগের সমর্থিত বাংলাদেশ সরকারের ফ্ল্যাগশিপ ভেঞ্চার ক্যাপিটাল শেয়ারট্রিপে আবারও বিনিয়োগ করেছে। ২০২২ এর বিনিয়োগের সফলতাকে বিবেচনা করে আবারও বিনিয়োগ করে এসবিএল। এই বিনিয়োগের লক্ষ্য হল শেয়ারট্রিপের সহযোগিতায় একটি স্মার্ট ট্র্যাভেল ইন্ডাস্ট্রি গড়ে তোলা।
শেয়ারট্রিপ ট্রাভেল ইকোসিস্টেমে সবদিক জুড়ে উদ্ভাবনী নিয়ে এসেছে এবং এর মাধ্যমে লোকাল স্টার্টআপ ইকোসিস্টেমে একটি উজ্জ্বল উদাহরণ হয়ে আছে।
শেয়ারট্রিপের সহপ্রতিষ্ঠাতা ও সিইও সাদিয়া হক বলেন, ‘বৈশ্বিক লক্ষ্যমাত্রা অর্জন ও সকলের জন্য ভ্রমণের অভিজ্ঞতা সমৃদ্ধ করতে আমাদের নিরলস যাত্রা অব্যাহত রয়েছে। একটি বিস্তৃত ভ্রমণ ও লাইফস্টাইল ব্র্যান্ড হিসেবে বিকশিত হচ্ছে শেয়ারট্রিপ। এসটি পে’র মতো যুগান্তকারী উদ্ভাবনের মধ্য দিয়ে আমরা কেবল ভ্রমণ অভিজ্ঞতাকেই সমৃদ্ধ করব না, বরং একইসঙ্গে দেশের স্মার্ট অর্থনীতির বিকাশেও ভূমিকা রাখব। আজ আমরা এখানে শুধুমাত্র আমাদের অর্জন উদযাপনে উপস্থিত হইনি বরং আমাদের আগামী দিনের উজ্জ্বল সম্ভাবনা তুলে ধরতে একত্র হয়েছি।’
পাশাপাশি, শেয়ারট্রিপ অ্যাপ ব্যবহারকারীরা এখন জীবনকে আরও সহজ করে তুলবে এমন নতুন ফিচার ব্যবহার করার সুযোগ পাবেন। এসটি পে’র মাধ্যমে এখন খুব সহজেই অনলাইনে উপহার হিসেবে ভাউচার কেনা বা পাঠানো, নানা ধরণের ব্র্যান্ড থেকে কেনাকাটা, ফোনে ব্যালেন্স রিচার্জ করা, বিদ্যুৎ, গ্যাস, পানি বা ইন্টারনেটের বিল দেয়া যাবে। অ্যাপ থেকে এখন মাত্র এক ট্যাপ দূরেই রয়েছে এসটি পেসহ পেমেন্টের অন্যান্য মাধ্যম।
৪র্থ বর্ষপূর্তিতে গুরুত্বপূর্ণ অংশীদারদের অসামান্য সহায়তাকে স্বীকৃতি দিতে বিশেষ কৃতজ্ঞতা জানায় শেয়ারট্রিপ।
এ সময় এয়ারলাইনস, হোটেল, ব্যাংক, করপোরেট ও টেলকোসহ শেয়ারট্রিপের সব অংশীদারদের বিভিন্ন ক্যাটাগরিতে মোট ৪৩টি পুরস্কার দেওয়া হয়।
আরও পড়ুন: দারুণ সব অফারসহ শেয়ারট্রিপ এর ৫ লাখ ডাউনলোড উদযাপন!
উইমেন লিডার অব দ্য ইয়ার-২০২৩ হলেন শেয়ারট্রিপের সাদিয়া হক
১ বছর আগে
ই-সিএমএ বাংলাদেশ ২০২৩-এ ‘বেস্ট ট্রাভেল টেক প্ল্যাটফর্ম’ স্বীকৃতি পেল শেয়ারট্রিপ
ই-কমার্স মুভার্স অ্যাওয়ার্ড (ই-সিএমএ) ২০২৩’ -এ ‘বেস্ট ট্রাভেল টেক প্ল্যাটফর্ম’ হিসেবে স্বীকৃতি পেয়েছে দেশের শীর্ষস্থানীয় অংশীদার শেয়ারট্রিপ।
সম্প্রতি রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল ঢাকা হোটেলে ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ই-সিএবি) আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানটি আয়োজিত হয়।
দেশের ই-কমার্স শিল্পখাতের গুরুত্বপূর্ণ অংশীদারদের উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতি দেওয়া হয় ই-সিএমএ অ্যাওয়ার্ডসের মাধ্যমে।
ই-কমার্স খাতের বিভিন্ন শ্রেণিতে এ অ্যাওয়ার্ডে মোট ২৭টি মনোনয়ন বিভাগ রয়েছে। যার মধ্যে রয়েছে: বেস্ট ট্রাভেল টেক প্ল্যাটফর্ম, বেস্ট ই-কমার্স মার্কেটপ্লেস, বেস্ট সার্ভিস প্ল্যাটফর্ম, বেস্ট লজিস্টিকস ফর ই-কমার্স, বেস্ট ফুড ডেলিভারি প্ল্যাটফর্ম, বেস্ট এমএফএস প্ল্যাটফর্ম এবং বেস্ট পেমেন্ট গেটওয়ে প্ল্যাটফর্মসহ আরও বিভিন্ন ক্যাটাগরি।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।
সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার, বাণিজ্য মন্ত্রী টিপু মুনশি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এবং সংসদ সদস্য নাহিম রাজ্জাক।
শেয়ারট্রিপের সহপ্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী সাদিয়া হক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের হাত থেকে পুরস্কারটি গ্রহণ করেন।
আরও পড়ুন: দারুণ সব অফারসহ শেয়ারট্রিপ এর ৫ লাখ ডাউনলোড উদযাপন!
তিনি বলেন, “দেশের ই-কমার্স ও ভ্রমণ শিল্পখাতে আমাদের অবদানের স্বীকৃতিস্বরূপ এই পুরস্কারটি অর্জন করতে পেরে আমি অত্যন্ত সম্মানিত বোধ করছি। ২ দশমিক ৭ মিলিয়ন আন্তর্জাতিক হোটেল, ১৫’শ এরও বেশি অভ্যন্তরীণ হোটেল ও স্বাচ্ছন্দ্যদায়ক ফ্লাইট অপশনসহ দেশে তৈরি আমাদের এই ভ্রমণ অ্যাপটি বাংলাদেশে ভ্রমণ পরিকল্পনার প্রক্রিয়াকে রূপান্তরিত করে পর্যটন এবং ই-কমার্স খাতের প্রবৃদ্ধিতে ভূমিকা রেখে চলছে।”
ভ্রমণ-প্রযুক্তি খাতে উদ্ভাবনী সমাধান প্রদানের মাধ্যমে দেশে ই-কমার্সের প্রবৃদ্ধি ও বিকাশে অবদান রাখার প্রতিশ্রুতিকে প্রতিফলিত করে শেয়ারট্রিপের এই অর্জন।
স্বয়ংক্রিয়ভাবে ফ্লাইট টিকেটের তারিখ পরিবর্তন এবং অর্থ ফেরত, অনলাইন ভিসা সহায়তা (অনলাইন ভিসা অ্যাসিসট্যান্স), স্থানীয় হোটেল ব্যবসায়ী ও ট্রাভেল এজেন্টদের সহায়তা, মেডিকেল ট্যুরিজম, স্কাইট্রিপ ট্রাভেল ক্রেডিট কার্ড এবং প্রিমিয়াম এয়ারলাইন অ্যাক্সেসের জন্য এনডিসি কনটেন্টসহ বিভিন্ন অগ্রগামী উদ্যোগের স্বীকৃতি হিসেবে শেয়ারট্রিপ ‘বেস্ট ট্রাভেল টেক প্ল্যাটফর্ম’ হিসেবে স্বীকৃতি অর্জন করে।
২০২২ সালের সপ্তম দ্য ডেইলি স্টার অ্যাওয়ার্ডে ‘ডিজিটাল কমার্স অব দ্য ইয়ার’ হিসেবে স্বীকৃতি অর্জন করার পাশাপাশি ৬৭৫ হাজারেরও বেশি অ্যাপ ডাউনলোড নিয়ে দেশের ভ্রমণপিপাসুদের মাঝে অন্যতম জনপ্রিয় প্ল্যাটফর্ম হিসেবে স্থান করে নিয়েছে শেয়ারট্রিপ।
আরও পড়ুন: উইমেন লিডার অব দ্য ইয়ার-২০২৩ হলেন শেয়ারট্রিপের সাদিয়া হক
‘ওয়ার্ল্ড ট্রাভেল অ্যাওয়ার্ডস’ পুরস্কার অর্জন শেয়ারট্রিপের
১ বছর আগে
উইমেন লিডার অব দ্য ইয়ার-২০২৩ হলেন শেয়ারট্রিপের সাদিয়া হক
‘উইমেন লিডার অব দ্য ইয়ার’ হিসেবে সম্মানজনক কটলার অ্যাওয়ার্ডস জিতেছেন শেয়ারট্রিপের প্রধান নির্বাহী ও সহ-প্রতিষ্ঠাতা সাদিয়া হক।
এছাড়া এর মাধ্যমে পেশাগত ক্ষেত্রে তার ঝুলিতে যুক্ত হলো আরও একটি অর্জন।
আরও পড়ুন: ‘ওয়ার্ল্ড ট্রাভেল অ্যাওয়ার্ডস’ পুরস্কার অর্জন শেয়ারট্রিপের
রাজধানী ঢাকার শেরাটন হোটেলে সম্প্রতি মডার্ন মার্কেটিং সামিট ২০২৩ এ আনুষ্ঠানিকভাবে কটলার অ্যাওয়ার্ডস দেওয়া হয়।
শীর্ষস্থানীয় মার্কেটিং কনসালটেন্সি ফার্ম কটলার ইমপ্যাক্ট ইনকর্পোরেশন ও দ্য ডেইলি স্টারের সহযোগিতায় এই আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করে নর্দার্ন এডুকেশন গ্রুপ।
কটলার অ্যাওয়ার্ডসের লক্ষ্য হলো- বিপণন, যোগাযোগ ও ব্যবসা ব্যবস্থাপনার ক্ষেত্রে শীর্ষ পর্যায়ের পেশাজীবী ও ব্যতিক্রমী উদ্যোগগুলোকে স্বীকৃতি দেওয়ার মধ্যদিয়ে বিশ্বব্যাপী ব্যবসায়িক শ্রেষ্ঠত্বকে সম্মান জানানো।
এ অ্যাওয়ার্ডের মাধ্যমে দেশের বিপণন সংশ্লিষ্ট পেশাজীবী, ব্যবসায়িক নেতৃবৃন্দ ও খাত বিশেষজ্ঞদের একসঙ্গে হয়ে উল্লেখযোগ্য প্রভাব ফেলতে সক্ষম হয়েছে এমন ব্যবসায়িক উদ্যোগগুলোকে এ অ্যাওয়ার্ড প্রদানের মাধ্যমে স্বীকৃতি দেওয়া হয়।
এছাড়া দেশের বিজনেস কেস স্টাডি নিয়ে অনুষ্ঠানে ‘প্রিন্সিপালস অব মডার্ন মার্কেটিং’- শীর্ষক একটি বই উন্মোচন করা হয়।
আরও পড়ুন: ভারতের মেডিকেল ভিসা: আবেদনের প্রয়োজনীয় কাগজপত্র ও ভিসা প্রসেসিং ফি
এ অর্জন নিয়ে শেয়ারট্রিপের প্রধান নির্বাহী ও সহ-প্রতিষ্ঠাতা সাদিয়া হক বলেন, ‘আজ এখানে দাঁড়িয়ে আমার বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সামনে সম্মানজনক এ মার্কেটিং অ্যাওয়ার্ড নিতে পেরে অস্কার ও গ্র্যামি এই দুইটি পদক একসঙ্গে পাওয়ার মতো অনুভূতি হচ্ছে।’
তিনি বলেন, ‘অন্যান্য বিজয়ীরা তাদের দক্ষতার মাধ্যমে দেশে উল্লেখযোগ্য অবদান রেখেছেন। তাদের পাশাপাশি এই প্ল্যাটফর্মের অংশ হতে পেরে সম্মানিত বোধ করছি। দেশের ভ্রমণ খাত সম্ভাবনাময় একটি খাত।’
তিনি আর বলেন, ‘ভবিষ্যতে এ খাতের আরও সম্প্রসারণ ঘটবে এবং সাধারণ মানুষ ভ্রমণে আকৃষ্ট হবেন। এক্ষেত্রে নিরলস কাজ করে যাচ্ছে শেয়ারট্রিপ। এই স্বীকৃতি আমাকে অনেক বেশি উজ্জীবিত করেছে। আমার বিশ্বাস, আমাদের আরও অনেক দূর যেতে হবে; এটা তো কেবল শুরু মাত্র’।
বিভিন্ন খাতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে সাদিয়া হকের। মোবাইল সেবাদাতা প্রতিষ্ঠান, বহুজাতিক প্রতিষ্ঠান এবং মিডিয়া ও প্রযুক্তি প্রতিষ্ঠানে কাজ করেছেন তিনি।
দীর্ঘদিনের সমৃদ্ধ অভিজ্ঞতা আর বিশেষ দক্ষতার আলোকেই তিনি শেয়ারট্রিপ প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছেন, যা মাত্র চার বছরের মধ্যেই মার্কেট লিডারে পরিণত হয়েছে।
আরও পড়ুন: ‘সাকসেস অ্যাওয়ার্ড ২০২২’ পেলেন বিশ্বজয়ী নাজমুন নাহার
১ বছর আগে
‘ওয়ার্ল্ড ট্রাভেল অ্যাওয়ার্ডস’ পুরস্কার অর্জন শেয়ারট্রিপের
টানা চতুর্থবারের মতো ‘ওয়ার্ল্ড ট্রাভেল অ্যাওয়ার্ডস’- পুরস্কারে সম্মানিত হয়েছে দেশের সর্ববৃহৎ ও শীর্ষস্থানীয় অনলাইন ট্রাভেল এজেন্সি (ওটিএ) শেয়ারট্রিপ।
বিভিন্ন শ্রেণিতে এ পুরস্কার জিতেছে শেয়ারট্রিপ; এর মধ্যে রয়েছে- ‘বাংলদেশের শীর্ষস্থানীয় অনলাইন ট্রাভেল এজেন্সি ২০২২’ ও ‘বাংলাদেশের শীর্ষস্থানীয় ট্রাভেল এজেন্সি ২০২২।’
১৯৯৩ সাল থেকে ‘ওয়ার্ল্ড ট্রাভেল অ্যাওয়ার্ডস’ চালু হয়। এ পুরস্কারটিকে ট্রাভেল ভ্রমণ খাতের অস্কার হিসেবে বিবেচনা করা হয়। প্রতিবছর এ পুরস্কার বিতরণী অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়; যেখানে বিশ্বের বিভিন্ন পর্যটন কেন্দ্রে ভ্রমণ ও পর্যটনের ক্ষেত্রে চমৎকার সেবা প্রদানের জন্য নিবেদিতভাবে কাজ করে যাওয়া প্রতিষ্ঠানগুলোকে স্বীকৃতি প্রদান করা হয়।
আরও পড়ুন: ভারতের মেডিকেল ভিসা: আবেদনের প্রয়োজনীয় কাগজপত্র ও ভিসা প্রসেসিং ফি
চলতি বছর এ পুরস্কার প্রদানকারী সংস্থাটির বোর্ডের কাছে সারা বিশ্ব থেকে ২৩ লাখ ভোট জমা পড়ে, যা বিশ্বব্যাপী পর্যটন শিল্প যে বিকশিত হচ্ছে তারই বহিঃপ্রকাশ; পাশাপাশি, ভ্রমণকারীরা স্বাচ্ছ্যন্দদায়ক ভ্রমণসহ এ সংশ্লিষ্ট অন্যান্য চাহিদা পূরণে যে উন্নত সেবার খোঁজ করে থাকেন এটিই তারই প্রমাণ।
এ নিয়ে শেয়ারট্রিপের সহ-প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী সাদিয়া হক বলেন, “চতুর্থবারের মতো ওয়ার্ল্ড ট্রাভেল অ্যাওয়ার্ড’- লাভ করা, নিঃসন্দেহে আমাদের জন্য এক উল্লেখযোগ্য অর্জন। এ স্বীকৃতি দেশের ভ্রমণপিপাসুদের জন্য নিরবচ্ছিন্ন ভ্রমণ অভিজ্ঞতা নিশ্চিত করা সহ, তাদের জন্য ভ্রমণ-সম্পর্কিত অন্যান্য সেবাদানের ক্ষেত্রে আমাদের অঙ্গীকারের প্রতিফলন। উদ্ভাবন ও উন্নত গ্রাহকসেবার মাধ্যমে আমাদের গ্রাহকদের জন্য মানসম্পন্ন ভ্রমণ অভিজ্ঞতা নিশ্চিতে আন্তরিক প্রচেষ্টা চালিয়ে যেতে এ পুরস্কার নিশ্চিতভাবেই আমাদের অনুপ্রাণিত করবে।”
বাংলাদেশের শুরুর দিককার অনলাইন ট্রাভেল এজেন্সি হিসেবে তিন বছর আগে যাত্রা শুরু করে শেয়ারট্রিপ। যাত্রা শুরুর পর অল্প সময়েই প্রতিষ্ঠানটির অভূতপূর্ব প্রবৃদ্ধি ঘটে। শেয়ারট্রিপের মাধ্যমে দেশজুড়ে ৫ লাখের বেশি মানুষ সেবা গ্রহণ করছেন, পাশাপাশি সহস্রাধিক হোটেল ও শতাধিক এয়ারলাইনসের সেবা পাওয়া যাচ্ছে শেয়ারট্রিপের প্ল্যাটফর্মে। এর মাধ্যমে, দেশে স্থানীয় হোটেল ও রিসোর্টের সবচেয়ে বড় ইনভেন্টরি তৈরি করছে শেয়ারট্রিপ। বর্তমানে ৮০০০ হাজার এজেন্ট কাজ করে যাচ্ছে শেয়ারট্রিপ ব্র্যান্ডের জন্য। দেশের প্রত্যন্ত অঞ্চলেও ভ্রমণকে সহজ ও স্বাচ্ছন্দ্যদায়ক করতে এটুআই ডিজিটাল কেন্দ্রের সাথে কাজ করছে শেয়ারট্রিপ।
বাংলাদেশ সরকারের ফ্ল্যাগশিপ ভেঞ্চার ক্যাপিটাল প্রতিষ্ঠান স্টার্টআপ বাংলাদেশ লিমিটেড থেকে বিনিয়োগ পাওয়ার পরপরই শেয়ারট্রিপ ওয়ার্ল্ড ট্রাভেল অ্যাওয়ার্ডস এর সম্মানজনক স্বীকৃতি অর্জন করলো। দেশের ভ্রমণ ও পর্যটন খাতের প্রবৃদ্ধি ত্বরাণ্বিত করতে স্টার্টআপ বাংলাদেশ এ বিনিয়োগ করে।
নয়নাভিরাম সৌন্দর্যের জন্য ধীরে ধীরে পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হচ্ছে বাংলাদেশ। বিশ্বমানসম্পন্ন সেবাসহ বাংলাদেশকে শীর্ষ পর্যায়ের পর্যটন গন্তব্যে পরিণত করার লক্ষ্য অর্জনে শেয়ারট্রিপের সাম্প্রতিক এ সাফল্য ও স্বীকৃতি এ ইকোসিস্টেম সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠানকে আরও নিবেদিতভাবে কাজ করতে এবং উন্নত পর্যটন সেবা নিশ্চিতে উৎসাহিত করবে।
আরও পড়ুন: ভারতের টুরিস্ট ভিসা কীভাবে পাবেন: আবেদনের প্রয়োজনীয় কাগজপত্র, প্রসেসিং ফি
‘সাকসেস অ্যাওয়ার্ড ২০২২’ পেলেন বিশ্বজয়ী নাজমুন নাহার
২ বছর আগে