দুর্ভেদ্য নিরাপত্তা
দুর্গা পূজায় দুর্ভেদ্য নিরাপত্তা নিশ্চিত করবে পুলিশ: আইজিপি
দেশে দুর্গাপূজা উদযাপনকালে দুর্ভেদ্য নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সদস্যদের নির্দেশ দিয়েছেন বিদায়ী পুলিশের মহাপরিদর্শক (আইজিপি)ড. বেনজীর আহমেদ।
সোমবার নগরীর পুলিশ সদর দপ্তরে দুর্গাপূজা উদযাপন সংক্রান্ত নিরাপত্তা বিষয়ক এক সভায় তিনি এ নির্দেশ দেন।
তিনি বলেন, পূজার আগে ও পূজা উদযাপনের সময় এবং পূজার পরে পুলিশ তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে৷
আরও পড়ুন: সাইবার অপরাধ প্রতিরোধে দেশগুলোর পারস্পরিক সহযোগিতা দরকার: আইজিপি
পূজা উদযাপন কমিটিগুলোকে পূজা মণ্ডপে সিসিটিভি ক্যামেরা স্থাপন, হাতে ধরা মেটাল ডিটেক্টর এবং আর্চওয়ে গেট, সার্বক্ষণিক স্বেচ্ছাসেবকদের ব্যবস্থা, পুরুষ ও মহিলাদের জন্য পৃথক প্রবেশ ও প্রস্থান, মণ্ডপ ও বিসর্জনের স্থানে যথাযথ আলোকসজ্জা নিশ্চিত করতে জেনারেটর প্রস্তুত রাখার জন্য অনুরোধ করা হয়েছে। এছাড়া মসজিদে নামাজ ও আযানের সময় উচ্চ শব্দ ব্যবহার না করার কথাও বলেন তিনি।
পূজা উদযাপনের সময় যেকোনো জরুরি প্রয়োজনে জাতীয় জরুরি পরিষেবা নম্বর ৯৯৯-এ কল করার জন্য জনগণকে অনুরোধ করা হয়েছে।
আইজিপি কমিউনিটি পুলিশ সদস্যদের এবং দাঙ্গা পুলিশ কর্মকর্তাদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট পূজা উদযাপন কমিটির সঙ্গে সমন্বয় করার অনুরোধ জানান।
এ বছর সারাদেশে ৩২ হাজার ১৬৮টি মণ্ডপে দুর্গাপূজা উদযাপিত হবে।
আরও পড়ুন: পাহাড়ে পর্যটন শিল্প বিকাশের অফুরান সম্ভাবনা আছে: আইজিপি
র্যাবের বর্তমান ডিজি চৌধুরী আবদুল্লাহ নতুন আইজিপি
২ বছর আগে