সিল
নৌকায় অনবরত সিল মারা সেই আজাদ কারাগারে
লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের উপনির্বাচনে ব্যালটে নৌকা প্রতীকে অনবরত সিল মারার ঘটনায় সাবেক ছাত্রলীগ নেতা আজাদ হোসেনকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট চন্দ্রগঞ্জ আমলি আদালতের বিচারক বেলায়েত হোসেন শনিবার (১১ নভেম্বর) দুপুরে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আদালতের জিআরও মো. শরীফ উল্যাহ শনিবার (১১ নভেম্বর) বিকাল সাড়ে ৪টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: মির্জা আব্বাস ফের কারাগারে, ৮ নভেম্বর আত্মপক্ষ সমর্থনের দিন ধার্য
জিআরও মো. শরীফ উল্যাহ বলেন, ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে চন্দ্রগঞ্জ থানা পুলিশ আজাদকে আদালতে সোপর্দ করে। এতে আদালতের বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। তাকে কারাগারে পাঠিয়ে দেওয়া হয়েছে।
তবে এসব বিষয়ে জেলা পুলিশ ও থানা পুলিশের পক্ষ থেকে কোনো কিছুই জানানো হয়নি।
এদিকে চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তহিদুল ইসলামকে একাধিকবার কল দিলেও তিনি রিসিভ করেননি।
গত শুক্রবার (১০ নভেম্বর) ভোরে চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এম মাসুদুর রহমান মাসুদের বাড়ি থেকে ‘পুলিশ’ পরিচয় আজাদকে তুলে নেওয়ার অভিযোগ উঠে।
শুরু থেকেই আজাদ পুলিশের কাছে ছিল বলে তার বড় ভাই যুবলীগ নেতা আলমগীর হোসেন দাবি করে আসছিলেন।
আজাদ চন্দ্রগঞ্জ থানা ও দিঘলী ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সহসভাপতি। দলীয় শৃঙ্খলা ভঙ্গের ঘটনায় তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছিল। তিনি সদর উপজেলার দিঘলী ইউনিয়নের দক্ষিণ খাগুড়িয়া গ্রামের বাচ্চু মিয়ার ছেলে। আজাদ চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগ নেতা মাসুদের অনুসারী হিসেবে পরিচিত।
চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এম মাসুদুর রহমান মাসুদ বলেন, শুক্রবার ভোরে আজাদ আমাদের বাড়ি আসে। তাকে পুলিশ পরিচয়ে তুলে নিয়ে যাওয়া হয়। তখন আমি বাড়িতে ছিলাম না।
৫ নভেম্বর লক্ষ্মীপুর-৩ (সদর) আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হয়।
নির্বাচন চলাকালীন দিঘলী ইউনিয়নের দক্ষিণ খাগুড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সাবেক ছাত্রলীগ নেতা আজাদ ব্যালট বইয়ে নৌকায় মার্কায় অনবরত সিল মারেন।
এ ঘটনার ৫৭ সেকেন্ডের একটি ভিডিও ফেসবুকে ভাইরাল হয়। এতে দেখা যায় ৫৭ সেকেন্ডে আজাদ নৌকা প্রতীকের ব্যালটে ৪৩টি সিল মারেন। এনিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে তোলপাড় হয়।
এ ঘটনাকে কেন্দ্র করে গেজেট প্রকাশ স্থগিত রেখেছে নির্বাচন কমিশন। একইসঙ্গে জেলা প্রশাসক, জেলা পুলিশ সুপার ও উপনির্বাচনের রিটার্নিং কর্মকর্তাকে পৃথকভাবে ঘটনাটি তদন্ত করে প্রতিবেদন জমা দেওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়। তদন্ত শেষে ইসিসহ সংশ্লিষ্ট কার্যালয়ে প্রতিবেদন দাখিল করা হয়েছে বলে জানা গেছে।
আরও পড়ুন: জনাকীর্ণ কারাগারে মানবিক সংকটে বিএনপির নেতা-কর্মীরা
বিএনপির ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী কারাগারে
১ বছর আগে
বগুড়ায় অনুমোদনহীন সার কারখানা সিল, সাড়ে ৪ লাখ টাকা জরিমানা
বগুড়ার কাহালুতে অনুমোদনহীন একটি সার কারখানা সিলগালা করা হয়েছে। মঙ্গলবার দুপুর ১২ টা থেকে বিকাল তিনটা পর্যন্ত উপজেলার নিশ্চিন্তপুর বৌ-বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে কারখানাটি সিলগালার সময় সাড়ে চার লাখ টাকা জরিমানা করেছে।
জাতীয় গোয়েন্দা সংস্থার (এনএসআই) তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জান্নাতুল নাইম।
আদালত সূত্রে জানা গেছে, কাহালুতে আনিকা এগ্রো ইন্ডাস্ট্রিজ নামে কারখানাটি দীর্ঘদিন যাবত সরকারি অনুমোদন ছাড়া চার ধরনের জিঙ্ক সালফেট সার উৎপাদন করে আসছে।
আরও পড়ুন: বগুড়ায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে এক ব্যক্তি নিহত
জাকির হোসেন নামে এক ব্যক্তি এই প্রতিষ্ঠানটি পরিচালনা করেন। তার বাড়ি ঝিনাইদহের সদর উপজেলায়। তবে বগুড়া সদরে ভাড়া বাসায় বসবাস করেন। প্রতিষ্ঠানের নাম আনিকা হলেও তিনি অন্য আরেকটি প্রতিষ্ঠানের লাইসেন্সে কারখানা পরিচালনা করেন।
এটা আইন বহির্ভূত। এ ছাড়া জাকির নিজেদের কোম্পানির নামে কোনো সার উৎপাদন ও বাজারজাত করেন না। তারা মূলত বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে গোপনে নকল সার সরবরাহ করে। ওইসব প্রতিষ্ঠান এসব সার নিজের নামে প্যাকেটজাত করে বাজারজাত করে।
অভিযানের সময় ভ্রাম্যমাণ আদালত, সার তৈরির কাঁচামাল (ম্যাগনেশিয়াম সালফেট) আনুমানিক ১৮৯ বস্তা (প্রতি বস্তায় ৫০কেজি), সার তৈরির কাঁচামাল (ম্যাগনেশিয়াম সালফেট) আনুমানিক ১৬২০ বস্তা (প্রতি বস্তায় ২৫কেজি), জিংক সালফেট হেপ্টা হাইড্রেট সার ২৫ বস্তা (প্রতি বস্তায় ৫০কেজি) ও এসিড ভর্তি ড্রাম ১৬টি (প্রতি ড্রাম ৫০লিটার) এবং খালি ড্রাম ৪৭০টি জব্দ করে। অভিযানকালে বিএসটিআই বগুড়া কার্যালয়ের পরিদর্শনকারী কর্মকর্তা (সিএম উইং) প্রকৌশলী জুনায়েদ আহমেদ ও কৃষি সম্প্রসারণ অফিসার রাকিব হাসান উপস্থিত ছিলেন।
এতে জেলা ও আর্মড পুলিশ ব্যাটালিয়নের সদস্যরা আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করেন।
আরও পড়ুন: বগুড়ায় চলন্ত বাসে আগুন, যাত্রীরা নিরাপদ
বগুড়ায় বজ্রপাতে গরুসহ কৃষক নিহত
২ বছর আগে