বাংলাদেশের পাহাড়
বাংলাদেশে ৩০০০ ফুটের অধিক উচ্চতার ১৪ পাহাড়
নিম্নভূমির দেশ বাংলাদেশে পাহাড়ী অঞ্চল বলতে দক্ষিণ-পূর্বে চট্টগ্রাম পাহাড়, উত্তর-পূর্বে সিলেটের নিম্ন পাহাড় আর উত্তর ও উত্তর-পশ্চিমে কিছু উচ্চভূমি। বাংলাদেশের সর্বোচ্চ পাহাড়গুলোর আশ্রয়স্থল দেশের একমাত্র উল্লেখযোগ্য পার্বত্য প্রণালী চট্টগ্রাম, যেখানে অন্তত ৭৫টি পাহাড় রয়েছে। এগুলোর উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ২,০০০ থেকে ৩,৩০০ ফুট পর্যন্ত উচু। দেশের দক্ষিণ-পূর্বে অবস্থিত এই পর্বতশ্রেণীটি প্রায় ১৩,১৮৪ বর্গকিলোমিটার জায়গা জুড়ে বিস্তৃত, যা বাংলাদেশের মোট ভূমি এলাকার এক দশমাংশ। এই অঞ্চলের মাটি প্রধানত বাদামী দোআঁশ থেকে বেলেপাথরের হয়। এগুলোতে প্রচুর পরিমাণে অম্ল বিদ্যমান। পাহাড় জীববৈচিত্র্যে এক অপরিপেয় ভান্ডার। আসুন জেনে নেই বাংলাদেশের কোন পাহাড়গুলো ৩০০০ ফুটের অধিক উচ্চতার।
বাংলাদেশে অবস্থিত ৩০০০ ফুটের অধিক ১৪টি পাহাড় চূড়া
কেওক্রাডং চূড়া
৪,০৩৫ ফুট উচু এই আকর্ষণীয় পর্যটন স্থানটি দেশের উত্তর-পূর্বের মিয়ানমারের নিকটবর্তী সীমান্তে অবস্থিত। এটি আসলে বান্দরবান জেলার রেমাক্রি মৌজার থাইখং পাড়ার কাছে অবস্থিত। যদিও এটিকে বাংলাদেশের ৪,০৪০ ফুটের সর্বোচ্চ চূড়া বলে ব্যাপকভাবে রিপোর্ট করা হয়, সাম্প্রতিক এসআরটিএম (শাটল রাডার টপোগ্রাফি মিশন) ডেটা, জিপিএস রিডিং এবং রাশিয়ান টপোগ্রাফিক ম্যাপিং-এ এর প্রকৃত উচ্চতা ধরা পড়ে ৩,৩০০ ফুটের কম।
কেওক্রাডং এর চূড়ায় একটি ছোট আশ্রয়কেন্দ্র এবং বাংলাদেশি সামরিক বাহিনী কর্তৃক ১০,৪০৭ ফুট উচ্চতা ঘোষণা করা একটি সাইনবোর্ড রয়েছে। গারমিন জিপিএস এই অবস্থানে ৩,১৯৬ ফুট রেকর্ড করেছে। পাশাপাশি আরো একটি ভিন্ন দল জিপিএস দিয়ে ৩,২৩৫ ফুট পরিমাপ করেছে। পরের এই দুটি পরিমাপগুলো রাশিয়ান টপোগ্রাফিক ম্যাপিং এবং এসআরটিএম ডেটার সাথে সামঞ্জস্যপূর্ণ।
পড়ুন: ভিমরুলি ভাসমান পেয়ারা বাজার: বাংলার ভেনিস বরিশালের সৌন্দর্য্যে সেরা সংযোজন
সাকা হাফং
বাংলাদেশের এই সর্বোচ্চ শৃঙ্গটির নামকরণ হয়েছে মুলত স্থানীয় ত্রিপুরা উপজাতির গোত্রীয় নাম থেকে। চূড়াটি ৮,৪১২ ফুট উচ্চতায় অবস্থিত, যার জিপিএস(গ্লোবাল পজিশনিং সিস্টেম) রিডিং সর্বপ্রথম রেকর্ড করা হয়েছিলো ২০০৬ সালের ফেব্রুয়ারিতে ইংরেজ অভিযাত্রিক জিঞ্জ ফুলেনের মাধ্যমে। তিনি নেচার অ্যান্ড অ্যাডভেঞ্চার ক্লাবের প্রতিনিধিত্ব করছিলেন। এটি বাংলাদেশ-মায়ানমার সীমান্তে মৌদক পর্বতশ্রেণীতে অবস্থিত।
এর চারপাশে আছে থানচি, বান্দরবান, বাংলাদেশ এবং মায়ানমারের চিন রাজ্য। ২০০৭ সালে প্রথম বাংলাদেশি অভিযাত্রিক দল এই পাহাড়ে উঠতে সক্ষম হয়। দলটির নেতৃত্বে ছিলেন ইয়াহিয়া খান এবং পরবর্তীতে এভারেস্ট পর্বতারোহী সজল খালেদ তাদের সঙ্গে যোগ দেন। ২০১১ সালে দুটি প্রবাসী দলের রেকর্ড থেকে সাকা হাফং এর উচ্চতা পাওয়া যায় ৩,৪৮৮ ফুট এবং ৩,৪৬১ ফুট।
২ বছর আগে