কার্যকর ভূমিকা
রোহিঙ্গা প্রত্যাবাসন: লন্ডনের কাছে আরও কার্যকর ভূমিকা চায় ঢাকা
রোহিঙ্গাদের প্রত্যাবাসনের প্রচেষ্টাকে সফল করতে যুক্তরাজ্যকে (ইউকে) আরও শক্তিশালী ও কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানিয়েছে বাংলাদেশ।
পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন সোমবার বিকালে নবনিযুক্ত ব্রিটিশ পররাষ্ট্র, কমনওয়েলথ ও উন্নয়ন বিষয়ক মন্ত্রী জেমস ক্লিভারলির সঙ্গে টেলিফোনে আলাপকালে এ অনুরোধ জানান।
রোহিঙ্গা ইস্যুতে বিভিন্ন ফোরামে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস দিয়েছেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী।
আরও পড়ুন: মিয়ানমারে মাইন বিস্ফোরণে রোহিঙ্গা কিশোর নিহত
মোমেন রোহিঙ্গা ইস্যুতে সবসময় বাংলাদেশের পাশে থাকার জন্য তাকে ধন্যবাদ জানান।
জেমস ২০২২ সালের ৬ সেপ্টেম্বর ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিযুক্ত হন। তিনি এর আগে শিক্ষামন্ত্রী ছিলেন।
জেমস রানি এলিজাবেথের রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দেয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
ফোনালাপের সময় তারা যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশিদের উন্নয়ন, বাংলাদেশ-যুক্তরাজ্য দ্বিপক্ষীয়, বাণিজ্য, বিনিয়োগ সম্পর্ক এবং বহুপক্ষীয় ক্ষেত্রে সহযোগিতার বিষয়ে আলোচনা করেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের মতে, ইউক্রেনের চলমান সংঘাত এবং এর ফলে খাদ্য ও জ্বালানি সংকট নিয়ে আলোচনা করা হয়েছে।
এ প্রসঙ্গে মোমেন উল্লেখ করেন, সাধারণ মানুষ, বিশেষ করে উন্নয়নশীল দেশের মানুষ সংঘাতের কারণে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে।
তিনি শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমে সংকট নিরসনে উদ্যোগ নেয়ার ওপর গুরুত্বারোপ করেন।
জলবায়ু ইস্যুতে বাংলাদেশের ভূমিকারও প্রশংসা করেন জেমস।
দুই পররাষ্ট্রমন্ত্রী সার্বিক দ্বিপক্ষীয় সম্পর্কে সন্তোষ প্রকাশ করেন এবং তা আরও জোরদার করার আশাবাদ ব্যক্ত করেন।
আরও পড়ুন: রোহিঙ্গা ও স্থানীয় জনগণের জন্য ইইউ’র ৬.২ মিলিয়ন ইউরো সহায়তা অনুমোদন
রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী
২ বছর আগে