উদ্বোধনী অধিবেশন
কাতার ইকোনমিক ফোরামের উদ্বোধনী অধিবেশনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা মঙ্গলবার সকালে দোহায় তৃতীয় কাতার ইকোনমিক ফোরামের উদ্বোধনী অধিবেশনে যোগ দেন।
ফোরামটি ২৩-২৫ মে লুসাইল শহরের ফেয়ারমন্ট এবং র্যাফেলস হোটেলে অনুষ্ঠিত হচ্ছে।
কাতারের আমির তামিম বিন হামাদ আল থানির আমন্ত্রণে ফোরামে যোগ দিতে শেখ হাসিনা সোমবার দোহায় পৌঁছান।
বিশ্বব্যাপী চলমান বহুমুখী চ্যালেঞ্জ ও সংকট এবং এর ফলে উদ্ভূত বিরূপ অর্থনৈতিক পরিণতি মোকাবিলায় আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে একটি সমাধান খুঁজে বের করাই এই ফোরামের মূল উদ্দেশ্য।
পরে তিনি কাতার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সামনে ভাষণ দেবেন, কাতারের প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন আব্দুল রহমান বিন জসিম আল থানি, রুয়ান্ডার প্রেসিডেন্ট পল কাগামে, কাতারের জ্বালানিবিষয়ক প্রতিমন্ত্রী সাদ বিন শেরিদা আল কাবি এবং সৌদি বিনিয়োগমন্ত্রী খালিদ এ. আল-ফালিহ’র সঙ্গে পৃথকভাবে বৈঠক করবেন এবং কাতার ইকোনমিক ফোরাম গালা ডিনারে যোগ দেবেন।
আরও পড়ুন: কাতার ইকোনমিক ফোরামে যোগ দিতে দোহা পৌঁছেছেন প্রধানমন্ত্রী
তিন মাসের মধ্যে প্রধানমন্ত্রীর দ্বিতীয় কাতার সফর আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের দৃশ্যমান উপস্থিতির চিহ্ন বহন করে: মোমেন
১ বছর আগে
তাইওয়ান সমস্যার সমাধান চীনাদেরই করতে হবে: ২০তম সিপিসি সম্মেলনে শি জিনপিং
চীনের প্রেসিডেন্ট শি জিনপিং রবিবার বলেছেন, চীনের কমিউনিস্ট পার্টি (সিপিসি) নতুন যুগে তাইওয়ান সমস্যার সমাধানের জন্য এর সামগ্রিক নীতি বাস্তবায়ন করবে এবং জাতীয় পুনর্মিলনের কারণকে অবিচলভাবে এগিয়ে নেবে।
সিপিসি ২০তম জাতীয় কংগ্রেসের উদ্বোধনী অধিবেশনে শি জিনপিং বলেন, ‘তাইওয়ান সমস্যার সমাধান চীনাদেরই একটি বিষয়, আর বিষয়টি চীনাদেরই সমাধান করতে হবে।’
তিনি বলেন, ‘আমরা সর্বোচ্চ আন্তরিকতা ও প্রচেষ্টার সঙ্গে শান্তিপূর্ণ পুনর্মিলনের জন্য প্রচেষ্টা চালিয়ে যাব। কিন্তু আমরা ক্ষমতা প্রয়োগ পরিত্যাগ করার প্রতিশ্রুতি দিচ্ছি না এবং প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণের অধিকার আমাদের আছে। এটি শুধুমাত্র বহিরাগত শক্তি ও 'তাইওয়ানের স্বাধীনতা' চাওয়া কিছু বিচ্ছিন্নতাবাদী এবং তাদের বিচ্ছিন্নতাবাদী কার্যকলাপের হস্তক্ষেপের জন্য নির্দেশিত। এটা কোনোভাবেই আমাদের তাইওয়ানের দেশবাসীকে লক্ষ্য করে নয়।’
জিনপিং বলেন, ইতিহাসের চাকা চীনের পুনর্মিলন এবং চীনা জাতির পুনরুজ্জীবনের দিকে ঘুরছে। আমাদের দেশের সম্পূর্ণ পুনর্মিলন অবশ্যই উপলব্ধি করতে হবে এবং এটি নিঃসন্দেহে বাস্তবায়িত হতে পারে!
আরও পড়ুন: চীনের কমিউনিস্ট পার্টির সম্মেলন শুরু: শি জিনপিং ৩য় মেয়াদেও দায়িত্ব পাচ্ছেন
তিনি আরও বলেন, ‘আমরা সবসময় আমাদের তাইওয়ানের স্বদেশীদের প্রতি শ্রদ্ধা ও যত্ন দেখিয়েছি এবং তাদের সুবিধা দেয়ার জন্য কাজ করেছি। আমরা তাইওয়ান প্রণালী জুড়ে অর্থনৈতিক ও সাংস্কৃতিক বিনিময় এবং সহযোগিতার প্রচার চালিয়ে যাব।’
প্রেসিডেন্ট শি বলেন, ‘আমরা এই প্রণালীর উভয় তীরের জনগণকে চীনা সংস্কৃতি প্রচার করতে ও ঘনিষ্ঠ বন্ধন তৈরি করতে একসঙ্গে কাজ করার জন্য উৎসাহিত করব।’
আরও পড়ুন: চীনের হুমকির মধ্যেই তাইওয়ান পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের স্পিকার
তাইওয়ানকে কখনো ছুড়ে ফেলবে না যুক্তরাষ্ট্র: পেলোসি
২ বছর আগে
চীনের কমিউনিস্ট পার্টির সম্মেলন শুরু: শি জিনপিং ৩য় মেয়াদেও দায়িত্ব পাচ্ছেন
চীনে প্রতি পাঁচ বছরে একবার অনুষ্ঠিত কমিউনিস্ট পার্টির সম্মেলন রবিবার শুরু হয়েছে। এই সম্মেলনেই প্রেসিডেন্ট শি জিনপিং দলটির তৃতীয় মেয়াদেও দায়িত্ব নিতে যাচ্ছেন বলে আশা করা হচ্ছে। ফলে এক ধরনের বিতর্কের সূত্রপাত হয়েছে। কারণ এ ধরনের নজির সাম্প্রতিক সময়ে দেখা যায়নি। এতে মাও সেতুংয়ের পর তিনিই শক্তিধর চীনা রাজনীতিবিদ হিসেবে প্রতিষ্ঠিত হচ্ছেন।
উদ্বোধনী অধিবেশনে শি একটি দীর্ঘ ভাষণ দেবেন বলে আশা করা হচ্ছে। তবে চীনের কঠোর একদলীয় নীতি, সমালোচনার অসহিষ্ণুতা এবং কোয়ারেন্টাইন ও ভ্রমণ নিষেধাজ্ঞাসহ কোভিড-১৯ বিষয়ে কঠোর অবস্থানে কিছুটা পরিবর্তন দেখা যেতে পারে।
বেশিরভাগ চীনের রাজনৈতিক সভাগুলোর মতো এবারও এ সংক্রান্ত সামান্য তথ্য অন্যরা জানতে পেড়েছে। বাকিটা জানা যাবে সম্মেলনের বন্ধ-দরজা অধিবেশনের কয়েকদিন পর।
আরও পড়ুন: ‘কিছু ভুল বোঝাবুঝি বাংলাদেশ-চীন সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করতে পারে’
সামনাসামনি বৈঠকে কতটা আগে থেকে সিদ্ধান্ত নেয়া হয়েছে এবং কতটা এখনও নেয়া হয়নি তা অজানা অবস্থায় আছে।
পার্টির ৯ কোটি ৬০ লাখ সদস্যের মধ্যে দুই হাজারেরও বেশি সদস্য বেইজিংয়ের কেন্দ্রস্থলে হল্কিং গ্রেট হল অব দ্য পিপল-এ সপ্তাহব্যাপী সভায় যোগ দিচ্ছেন।
আরও পড়ুন: চীনে করোনা কোয়ারেন্টাইন বাস দুর্ঘটনার কবলে, নিহত ২৭
বন্যায় চীনে লোহার খনিতে ১৪ জনের মৃত্যু, নিখোঁজ ১
২ বছর আগে