পুলিশের গাড়ি
পাকিস্তানে পোলিও কর্মসূচির কর্মীদের নিরাপত্তায় নিয়োজিত পুলিশের গাড়িতে বোমা হামলা, আহত ৯
পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে পাকিস্তানি তালেবানের সাবেক শক্ত ঘাঁটিতে রাস্তার পাশে পুতে রাখা বোমা দিয়ে নিরপত্তাকর্মীদের গাড়িতে হামলায় ছয় কর্মকর্তা ও তিন বেসামরিক নাগরিক আহত হয়েছেন।
নিরাপত্তা কর্মীদের গাড়িটি পোলিও টিকাদান কর্মসূচি পরিচালনাকারী স্বাস্থ্যকর্মীদের সুরক্ষায় নিয়োজিত কর্মকর্তাদের বহন করছিল।
খাইবার পাখতুনখোয়া প্রদেশের জেলা দক্ষিণ ওয়াজিরিস্তানে সোমবার (৯ সেপ্টেম্বর) এই হামলায় কোনো পোলিও কর্মসূচি বাস্তবায়নকারী কর্মী আহত হয়নি বলে জানিয়েছেন স্থানীয় পুলিশ কর্মকর্তা তাহরির সরফরাজ।
আরও পড়ুন:পাকিস্তানে ৪ আত্মঘাতী বোমা হামলাকারী নিহত
তিনি বলেন, এখন পর্যন্ত কেউ হামলার দায় স্বীকার করেনি। তবে পুলিশকে লক্ষ্য করেই এই হামলা চালানো হয়েছে।
পাকিস্তানে পোলিও রোধ প্রচারণা প্রতিনিয়ত সহিংসতার শিকার হয়ে আসছে। পোলিও টিকাদান কর্মসূচিকে শিশুদের বন্ধ্যাকরণের একটি পশ্চিমা ষড়যন্ত্র দাবি করে সন্ত্রাসীরা টিকাদানকারী দল এবং তাদের সুরক্ষার জন্য নিযুক্ত পুলিশকে লক্ষ্য করে হামলা চালিয়ে আসছে।
পাকিস্তান ৩ কোটি শিশুকে পোলিও টিকা দেওয়ার অভিযান শুরুর কয়েক ঘণ্টা পর সর্বশেষ এ হামলার ঘটনা ঘটল। জানুয়ারি থেকে পাকিস্তানে ১৭টি নতুন হামলার খবর পাওয়া গেছে। এসব ঘটনা দেশটিতে পোলিও নির্মূলের কয়েক দশকের প্রচেষ্টাকে বিপন্ন করেছে।
পাকিস্তান ও প্রতিবেশী আফগানিস্তানই একমাত্র দেশ যেখানে পোলিওর বিস্তার কখনোই বন্ধ হয়নি।
সম্ভাব্য প্রাণঘাতী, পক্ষাঘাতগ্রস্ত রোগটি বেশিরভাগ ৫ বছরের কম বয়সী শিশুদের আক্রমণ করে এবং সাধারণত দূষিত পানির মাধ্যমে রোগটি ছড়িয়ে পড়ে।
আরও পড়ুন: পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরানের মুক্তির দাবিতে সমাবেশ
৩ মাস আগে
জামালপুরে পুলিশের গাড়িতে ট্রেনের ধাক্কা, ১ কনস্টবল নিহত
জামালপুরে পুলিশ ভ্যানে ট্রেনের ধাক্কায় এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। রবিবার ভোর পৌণে ৫টার দিকে জামালপুর-দেওয়ানগঞ্জ রেলপথের জামালপুর শহরের শেখেরভিটা রেলক্রসিংয়ে দুর্ঘটনাটি ঘটে।
এতে আহত একজনকে আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহত পুলিশ সদস্য আহসান হাবিব (৩২) ঘটনাস্থলেই মারা যান।
জামালপুর রেলওয়ে থানার ওসি মাহবুবুর রহমান জানান, ময়মনসিংহ থেকে ছেড়ে আসা দেওয়ানঞ্জগামী ২৫৫নং লোকাল ট্রেনটি দুর্ঘটনার সময় জামালপুর শহরের শেখেরভিটা রেলক্রসিং অতিক্রমকালে পুলিশের টহলরত ভ্যানকে ধাক্কা দেয়। এতে ভ্যানটি দুমড়ে মুচড়ে রাস্তার পাশে ছিটকে পড়ে। ভ্যানে থাকা পুলিশ কনস্টেবল আহসান হাবিব ঘটনাস্থলেই মারা যান।
আরও পড়ুন: ট্রেনের ধাক্কায় প্রাণ গেল স্কুলছাত্রের
এ সময় গুরুতর আহত হন পুলিশ কনস্টেবল আরিফুল ইসলাম। তাকে আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহব্বত কবীর জানান, নিহত পুলিশ কনস্টেবল আহসান হাবিব জামালপুর সদর থানায় কর্মরত ছিলেন। তার বাড়ি নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলার রাজনগর গ্রামে। তার পিতার নাম নজরুল ইসলাম।
খবর পেয়ে রবিবার সকাল সাড়ে ৮টার দিকে দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন জামালপুর পুলিশ সুপার মো. কামরুজ্জামান।
আরও পড়ুন: রাজধানীর খিলক্ষেতে ট্রেনের ধাক্কায় এনজিও কর্মী নিহত
১ বছর আগে
সিরাজগঞ্জে পুলিশের গাড়িতে ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার ৬
সিরাজগঞ্জ সদর উপজেলার কড্ডার মোড় এলাকায় পুলিশের গাড়িতে ছিনতাইয়ের ঘটনায় ছয় ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার দুপুরে সিরাজগঞ্জের পুলিশ সুপার আরিফুর রহমান মণ্ডল বিপিএম (বার) পিপিএম (বার) নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- সিরাজগঞ্জ সদর উপজেলার রায়পুর উত্তর পাড়ার আব্দুল লতিফ খানের ছেলে তুষার আহম্মেদ ওরফে ইউসুফ খাঁন (২২), চন্ডিদাসগাঁতী গ্রামের ভাড়াটিয়া মৃত নুরু মিয়ার ছেলে ওয়াজেদ আলী (৩৪), চর-মালশাপাড়া মহল্লার জাহাঙ্গীর আলমের ছেলে আব্দুল লতিফ খান (২১), পূর্ব মোহনপুর গ্রামের বাবু কশাইয়ের ছেলে ইনামুল হক আশিক (১৯), সয়াধানগড়া মহল্লার কিসমত আলীর শেখের ছেলে আব্দুল মোতালেব (২৬), চক শিয়ালকোল গ্রামের মৃত ফটিক শেখের ছেলে সোহেল রানা (২৮)।
আরও পড়ুন: সিলেটে মাদরাসাছাত্রকে হোটেলে আটকে নির্যাতন, গ্রেপ্তার ২
পুলিশ সুপার জানান, মঙ্গলবার (১২ অক্টোবর) রাত আড়াইটার দিকে সোনাতলা থানার একদল পুলিশ ঢাকা থেকে একটি মামলার ভুক্তভোগীকে উদ্ধার করে মাইক্রোবাসে করে বগুড়া যাচ্ছিল। এ সময় সাদা রংয়ের মাইক্রোবাসাটি উল্লেখিত এলাকায় পৌঁছলে ছিনতাইকারী চক্র এলোপাঁথারি ঢিল ছুঁড়লে মাইক্রোবাসের গ্লাস ভেঙ্গে যাওয়ায় চালক রাস্তার পাশে গাড়ি থামিয়ে দেয়। এ সময় কয়েকজন ছিনতাইকারী মাইক্রোবাসে থাকা পুলিশের ওপর অতর্কিত হামলা চালিয়ে পুলিশের ব্যবহৃত হ্যান্ডকাপ, ওয়াকিটকি, পুলিশের পোশাক, দুটি মোবাইল ফোন, নগদ টাকা ও র্স্বনের গহনা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। এ ঘটনার দুদিন পর বগুড়ার সোনাতলা থানার এসআই আব্দুল খালেক বাদী হয়ে অজ্ঞাত আসামি করে বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানায় বৃহস্পতিবার রাতে মামলা দায়ের করেন।
তিনি আরও জানান,এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে সিরাজগঞ্জ ও ঢাকার গাজীপুরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৭২ ঘন্টার মধ্যে তাদের গ্রেপ্তার করতে সক্ষম হয়েছ পুলিশ।
ছিনতাইকারী দলের সর্দার তুষারের নেতৃত্বে জেলার বিভিন্ন স্থানে তারা বেশ কিছুদিন ধরে ছিনতাই ও ডাকাতি করে আসছিল বলে সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়েছে।
গ্রেপ্তার আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রস্তুতি চলছে বলেও জানিয়েছেন তিনি।
আরও পড়ুন: চট্টগ্রামে ৪ মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার
সোনারগাঁ থেকে ২ হাজার৭৯০ পিস ইয়াবা জব্দ, গ্রেপ্তার১
২ বছর আগে