সংস্কৃতিচর্চা কেন্দ্র
আজ রাধারমণ সংগীত উৎসব
সুরসাধক রাধারমণ দত্তের লোকসংগীত উৎসব এর এক যুগপূর্তি আয়োজনে রাধারমণ সংস্কৃতিচর্চা কেন্দ্রে শুক্রবার বিকেল ৫টায় শুরু হবে এ উৎসব।
উদ্বোধন করবেন প্রবীণ লোকশিল্পী যশোদা রানী সূত্রধর।
আরও পড়ুন: ইত্যাদির দেশের গানে ৫ সংগীত তারকা
এ উৎসবে হাওয় বেষ্টিত অঞ্চলের ১৫জন লোকমহাজনের গান নিয়ে দেশের বাউল শিল্পিগণ যেমন-সুনিল কর্মকার, রনেশ ঠাকুর, আবদুর রহমান, সিরাজউদ্দিন, বসিরউদ্দিন সরকার, সিরাজউদ্দিন খান পাঠান, অন্ধ বাউল গোলাপ মিয়া, হারুন মিয়া, সূর্যলাল দাস, আমীর আলী, স্বরূপ দত্ত দয়াল মুনি, যোবায়ের বখত, বাউলানী শাহানা আক্তার, রুবি আক্তার, কাজল রেখা এবং গৌরি শর্মা প্রমুখ।
এছাড়া দেশের বরেণ্য শিল্পী আকরামুল ইসলাম, চন্দনা মজুমদার, শাহনাজ বেলি, সেলিম চৌধুরী, আবুবকর সিদ্দিক, আণিমা মুক্তি গোমেজ সহ ঢাকার অনেক শিল্পী অংশ নেবেন।
প্রথমদিন প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন প্রতিমন্ত্রী কে এম খালিদ এবং শেষের দিন অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।
আরও পড়ুন: রবীন্দ্রনাথ ও জাতীয় সংগীত নিয়ে আপত্তিকর মন্তব্য, গায়ক নোবেলকে আইনি নোটিশ
২ বছর আগে