প্রেসিডেন্ট মাসাতসুগু আসাকাওয়া
বাংলাদেশের শিক্ষা খাতে ৩ বছরে ২ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে এডিবি
এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) প্রেসিডেন্ট মাসাতসুগু আসাকাওয়া শিক্ষামন্ত্রী ডা. দীপু মনিকে বলেছেন, বাংলাদেশের শিক্ষা খাতে আগামী তিন বছরে এডিবি দুই বিলিয়ন ডলার বিনিয়োগ করবে।
শুক্রবার (২৫ নভেম্বর) এডিবি অফিসে মাসাতসুগু আসাকাওয়ার সঙ্গে বৈঠক করেন দীপু মনি ।
বৈঠকে শিক্ষামন্ত্রী ও এডিবি প্রেসিডেন্ট সংস্থাটির অর্থায়নে বাংলাদেশের শিক্ষা খাতে চলমান প্রকল্প নিয়ে আলোচনা করেন।
তারা বাংলাদেশের শিক্ষা খাতে এডিবি’র অর্থায়নে ভবিষ্যত প্রকল্প নিয়েও আলোচনা করেন। এর আগে ২৪ নভেম্বর দীপু মনি এডিবি আয়োজিত ‘হাউ টু রিকভার লার্নিং লসেস ফ্রম কোভিড-১৯ স্কুল ক্লোজারস’ সেমিনার, ‘আইএফএফইডি (ইন্টারন্যাশনাল ফিনান্স ফ্যাসিলিটি ফর এডুকেশন) উদ্যোগ ও এডিবি এডুকেশন সেক্টর ডিরেকশনাল গাইড’ এবং এডিবি’র কর্মকর্তাদের সঙ্গে ‘স্ট্রাটেজিক থ্রাস্টস ফর বাংলাদেশ এডুকেশন সেক্টর অপারেশন’ নিয়ে আলোচনায় অংশ নেন।
দীপু মনি কোভিড-১৯ এর সময়ে বাংলাদেশে যথেষ্ট সহায়তার জন্য; বিশেষ করে বাজেট সহায়তা ও ভ্যাকসিন সংগ্রহে অর্থায়নের জন্য এডিবিকে ধন্যবাদ জানান।
তিনি উন্নয়নে বাংলাদেশের অর্জন, স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে একটি উন্নত দেশে পরিণত হওয়ার পরিকল্পনা তুলে ধরেন।
আরও পড়ুন: জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বাংলাদেশকে সহায়তা করবে জাতিসংঘ ও এডিবি: পরিবেশমন্ত্রী
তিনি এডিবি প্রেসিডেন্টকে বলেন, বাংলাদেশ সরকার শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়।
এডিবি’র অবদানের কথা স্বীকার করার করে দীপু মনি বাংলাদেশের শিক্ষা খাতে, বিশেষ করে আইসিটি ও কারিগরি শিক্ষায় সংস্থাটির আরও সহায়তা কামনা করেন।
শিক্ষামন্ত্রী ইন্টারন্যাশনাল ফাইন্যান্স ফ্যাসিলিটি ফর এডুকেশন (আইএফএফইডি) থেকে বর্ধিত অর্থের জন্য অনুরোধ করেন। এডিবি হচ্ছে আইএফএফইডি-এর একটি বাস্তবায়নকারী অংশীদার।
তিনি আরও উল্লেখ করেন যে বাংলাদেশ সরকার কোভিড-১৯ এর প্রভাব থেকে পুনরুদ্ধার করে ঝুঁকিপূর্ণ মানুষের জীবনযাত্রার উন্নতির জন্য জিডিপির ৬ দশমিক ২৩ শতাংশ মূল্যের বিশাল উদ্দীপনা কর্মসূচি বাস্তবায়ন করছে।
তিনি বলেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে জ্বালানি, সার ও খাদ্যের দাম বৃদ্ধিতে অর্থনীতির ওপর আরও চাপ সৃষ্টি করেছে। দীপু মনি কাউন্টারসাইক্লিকাল সাপোর্ট সুবিধাসহ বাংলাদেশকে এডিবি এর সহায়তার জন্য অনুরোধ করেন।
এডিবি প্রেসিডেন্ট মাসাতসুগু আসাকাওয়া শিক্ষামন্ত্রীকে স্বাগত জানান এবেং গুসি শান্তি পুরস্কার প্রাপ্তির জন্য অভিনন্দন জানান।
এসময় মাসাতসুগু বাংলাদেশের অগ্রগতি ও অর্জনের; বিশেষ করে সামাজিক খাত, নারী শিক্ষা ও নারীর ক্ষমতায়নের প্রশংসা করেন।
আরও পড়ুন: জিডিপি অনুপাতে বাংলাদেশ বিশ্বের সবচেয়ে কম ঋণ থাকা দেশের মধ্যে অন্যতম: এডিবিকে অর্থমন্ত্রী
এডিবি প্রেসিডেন্ট মানসম্পন্ন শিক্ষায় সকল শিশুর সুষম প্রবেশাধিকার, শিক্ষা খাতে প্রযুক্তির পরিবর্তনকে কাজে লাগানোর ও উন্নয়নে জলবায়ু পরিবর্তন মোকাবিলার ওপর জোর দেন।
তিনি দেশীয় সম্পদ বৃদ্ধির গুরুত্বও উল্লেখ করেন। ইন্টারন্যাশনাল ফাইন্যান্স ফ্যাসিলিটি ফর এডুকেশন (আইএফএফইডি) এ চ্যাম্পিয়ন হওয়ার জন্য তিনি শিক্ষামন্ত্রী ড. দীপু মনিকে অভিনন্দন জানান এবং বলেন যে বাংলাদেশের শিক্ষা খাতে আগামী তিন বছরে দুই বিলিয়ন ডলার বিনিয়োগ করবে এডিবি।
তিনি সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়ে বলেন, বাংলাদেশ ও এডিবির মধ্যে সহযোগিতা জোরদার হবে।
শিক্ষামন্ত্রী এসময় শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে যে ব্যাপক উন্নয়ন ঘটছে তা দেখার জন্য সরকারের পক্ষ থেকে এডিবি প্রেসিডেন্টকে শিগগিরই বাংলাদেশ সফরের জন্য আমন্ত্রণ জানান এবং মাসাতসুগু দীপু মনির আমন্ত্রণ গ্রহণ করেন।
তিনি ২০২৩ সালে বাংলাদেশে সফরে আসার কথা জানান।
আরও পড়ুন: এশিয়ায় খাদ্য সংকট মোকাবিলায় ১৪ বিলিয়ন ডলার দেবে এডিবি
২ বছর আগে