ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)
সরকার সব সময় আপনাদের পাশে আছে: ব্যবসায়ীদের প্রতি প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্ভাবনী ধারণা কাজে লাগিয়ে নতুন পণ্য ও রপ্তানির নতুন বাজার খুঁজে বের করতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন।
তিনি বলেন, ‘আমরা সব সময় আপনাদের (ব্যবসায়ীদের) পাশে আছি।’
শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে 'বিজনেস কনফারেন্স অন বিল্ডিং স্মার্ট বাংলাদেশ' অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বেসরকারি খাতের ভূমিকা নিয়ে তিন দিনব্যাপী এ সম্মেলনের আয়োজন করে দেশের শীর্ষ বাণিজ্য সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)।
আরও পড়ুন: ক্যান্টিনে কাজ করা ১১ বছরের রাব্বির দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী
বিদেশি বিনিয়োগকারী, শীর্ষ করপোরেট, সেক্টরভিত্তিক অ্যাসোসিয়েশন এবং শীর্ষ ব্যবসায়ী নেতৃরা, এফবিসিসিআই'র চেম্বার ও অ্যাসোসিয়েশনের সাধারণ পরিষদের সদস্যরা সম্মেলনে যোগ দেন।
শেখ হাসিনা বলেন, ‘আওয়ামী লীগ কখনই ব্যবসায়ীদের রাজনৈতিক সংশ্লিষ্টতা দেখে বিচার করে না। ব্যবসায়ীদের রাজনৈতিক সংশ্লিষ্টতা আমাদের কাছে গুরুত্বপূর্ণ নয়। আমরা সব সময় দেশের মানুষের কল্যাণের কথা ভাবি।’
এ প্রসঙ্গে তিনি উল্লেখ করেন, রাজনৈতিক সংশ্লিষ্টতা নির্বিশেষে সরকার সবাইকে সুযোগ দিয়েছে, যা দেশের মানুষের জন্য কল্যাণকর।
এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন তার স্বাগত বক্তব্যে বর্তমান আওয়ামী লীগ সরকারের অধীনে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের কথা তুলে ধরে বলেন, দেশের উন্নয়ন ও অগ্রগতি অব্যাহত রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্ব প্রয়োজন।
তিনি বলেন, ‘দেশের ব্যবসা, উন্নয়ন ও অগ্রগতির জন্য শেখ হাসিনাকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে হবে।’
অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান ফজলুর রহমান মঞ্চে উপস্থিত ছিলেন এবং স্বাগত বক্তব্য রাখেন এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন।
আরও পড়ুন: স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী ও সংগঠকের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
সকল ব্যবসায়ী নেতারা তাদের বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রতি বিশ্বাস ও আস্থা প্রকাশ করেন।
তারা আরও বলেন, বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন ও অগ্রগতির জন্য আগামী দিনগুলোতে শেখ হাসিনার নেতৃত্ব প্রয়োজন।
ব্যবসায়ী নেতারা বিগত সাড়ে ১৪ বছরে বাংলাদেশের আর্থ-সামাজিক অবস্থার অভূতপূর্ব পরিবর্তন ঘটানো বর্তমান সরকারের উন্নয়ন কর্মকান্ড বিশেষ করে মেগা প্রকল্পসমূহ তুলে ধরেন।
এর আগে প্রধানমন্ত্রী বাংলাদেশ বিজনেস সামিট ২০২৩ এর ফলাফলের ওপর তৈরি প্রতিবেদন উন্মোচন করেন।
সম্মেলনের শুরুতে এফবিসিসিআই'র ৫০ বছর এবং দেশের অর্থনীতি ও উন্নয়নে এফবিসিসিআইয়ের অবদানের ওপর একটি থিম সঙ পরিবেশন করা হয়। বাংলাদেশ বিজনেস সামিট-২০২৩ এর ফলাফলের ওপর একটি অডিও-ভিজ্যুয়ালও প্রদর্শন করা হয়।
আরও পড়ুন: ঢাকার বাইরেও পয়ঃনিষ্কাশন ব্যবস্থা পৌঁছে দিন: প্রধানমন্ত্রী
১ বছর আগে
সুদের সীমা তুলে নেয়ার বিপক্ষে ব্যবসায়ী নেতারা
দেশের ব্যবসায়ী নেতারা সুদের হারের সীমা তুলে নেয়ার বিপক্ষে দাবি জানিয়েছেন। কারণ হিসেবে তারা বিনিয়োগে প্রভাব পড়ার কথা বলেছেন।
তারা বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গেও একমত হয়েছেন যিনি জোর দিয়ে বলেছেন যে সীমা তুলে নেয়ার এটি সঠিক সময় নয়।
বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার এক সম্মেলনে বক্তৃতাকালে বলেন, সুদের সীমা প্রত্যাহারের জন্য একটি ভালো সময়ের অপেক্ষায় রয়েছে তারা।
ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) সভাপতি মো. জসিম উদ্দিন এই হার বৃদ্ধির বিরোধিতা করেছেন।
শুক্রবার তিনি বলেন, ‘হঠাৎ করে সুদের হার বাড়লে বিনিয়োগকারীরা বিপাকে পড়বেন। উৎপাদন খাতের বিনিয়োগকারীদের একটি প্রতিযোগিতামূলক বিশ্ব বাজারে তাদের পণ্য বিক্রি করতে হবে।’
আরও পড়ুন: মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়াল বাংলাদেশ ব্যাংক
তিনি ইউএনবিকে বলেন, অন্যান্য অনেক প্রতিযোগিতামূলক দেশের তুলনায় বাংলাদেশে সুদের হার এখনও বেশি, যা সুদের হার বাড়ানোর আগে বিবেচনায় নিতে হবে।
বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) নির্বাহী সভাপতি মোহাম্মদ হাতেম বলেন, গ্যাস সংকটের কারণে উদ্যোক্তারা লোকসানে পড়ছেন।
তিনি আরও বলেন, বাংলাদেশকে সিদ্ধান্ত নিতে হবে যে তারা বিনিয়োগ আনতে চায় কি না। উচ্চ সুদের হার অনেক ক্ষেত্রেই অনিশ্চয়তা তৈরি করবে, যা ইতোমধ্যে মহামারি ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে হয়েছে।
আরও পড়ুন: মূল সুদের হার বাড়াল শ্রীলঙ্কার কেন্দ্রীয় ব্যাংক
বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট স্টাডিজ (বিআইডিএস) আয়োজিত তিন দিনব্যাপী বার্ষিক উন্নয়ন সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে সুদের সীমা বিষয়টি উঠে আসে।
অনুষ্ঠানে বক্তৃতাকালে বাংলাদেশ ব্যাংকের গভর্নর জানান, কেন্দ্রীয় ব্যাংক ইতোমধ্যেই ভোক্তা ঋণের সুদের হার শিথিল করেছে।
বৈদেশিক মুদ্রার বিনিময় হার সম্পর্কে রউফ বলেন, বাংলাদেশ ব্যাংক বাজার শক্তিকে তা নির্ধারণ করতে দিবে।
আরও পড়ুন: পোশাক শিল্প উন্নয়ন তহবিলে ঋণের সুদের হার কমাল বাংলাদেশ ব্যাংক
২ বছর আগে