যান চলাচল শুরু
রাজশাহী বিভাগের পরিবহন ধর্মঘট প্রত্যাহার, যান চলাচল শুরু
বিএনপির রাজশাহী বিভাগীয় গণসমাবেশ শেষ হওয়ার আগেই পরিবহন ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে।
শনিবার (৩ ডিসেম্বর) বিকালে রাজশাহী বিভাগীয় কমিশনার ও সড়ক পরিবহন নেতাদের যৌথ বৈঠকে প্রশাসনের পক্ষ থেকে আশ্বাস দিলে বিকাল ৪টার দিকে ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেন পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের নেতারা।
এরপর থেকে বগুড়ায় যানবাহন চলাচল শুরু হয়েছে।
আরও পড়ুন: বিএনপির সমাবেশ শেষ হওয়ার পরপরই খুলনায় পরিবহন ধর্মঘট প্রত্যাহার
রাজশাহী বিভাগীয় পরিবহন মালিক শ্রমিক যৌথ কমিটির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, শনিবার দুপুর ৩টা-৪টা পর্যন্ত রাজশাহী বিভাগীয় কমিশনারের সঙ্গে তার কার্যালেয়ে বৈঠক হয়েছে। ওই বৈঠকে মহাসড়কে নসিমন, করিমন, সিএনজিচালিত অটোরিকশা বন্ধসহ চারটি দাবি এক মাসের মধ্যে পূরণ করার আশ্বাস দেয়া হয়েছে।
বাকি দাবিগুলো পর্যায়ক্রমে পূরণ করা হবে বলে জানানো হয়েছে। এই আশ্বাসের পরিপ্রেক্ষিতে পরিবহন ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে।
মহাসড়কে নসিমন, করিমন চলাচল বন্ধসহ ১০ দফা দাবিতে ৩০ নভেম্বর রাজশাহী বিভাগের আট জেলায় পরিবহন ধর্মঘটের ডাক আসে। ১ ডিসম্বের থেকে বাস চলাচল বন্ধ করে দেন পরিবহন মালিকরা। এরপর বিআরটিসি বাস, সিএনজিচালিত অটেরিকশা বন্ধ করা হয়। তবে বিকল্প পথে ট্রেন, মোটরসাইকেলসহ বিভিন্নভাবে বিএনপি নেতাকর্মীরা রাজশাহীর সমাবেশে যোগ দেন।
বিএনপি নেতারা দাবি করেন, বিএনপির সমাবেশ বাধাগ্রস্ত করতেই পরিবহন ধর্মঘট ডাকা হয়।
আরও পড়ুন: হবিগঞ্জে পরিবহন ধর্মঘট প্রত্যাহার
চট্টগ্রামে লাইটার জাহাজ শ্রমিকদের ধর্মঘট প্রত্যাহার
১ বছর আগে