যান চলাচল শুরু
৩ দিন পর ঢাকা–ময়মনসিংহ মহাসড়ক যান চলাচল শুরু
তিন মাসের বকেয়া বেতনের দাবিতে টানা তিনদিন পর ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে অবরোধ প্রত্যাহার করেছে গাজীপুর মহানগরের মোগরখাল এলাকার টিএন্ডজেড গ্রুপের পাঁচটি কারখানার শ্রমিকরা।
সোমবার (১১ নভেম্বর) দুপুর ২টার দিকে তারা অবরোধ প্রত্যাহার করলে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
আরও পড়ুন: গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
এর আগে শনিবার (৯ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে এই অবরোধ শুরু হয়।
গাজীপুর শিল্প পুলিশের সহকারী পুলিশ সুপার মোশাররফ হোসেন বলেন, সোমবার দুপুরের দিকে শিল্প মন্ত্রণালয়ের সচিব শ্রমিকদের অডিও বার্তা দিয়ে তাদের পাওনা পরিশোধের আশ্বাস দেন। প্রাথমিক পর্যায়ে তাদের পাওনার ৬ কোটি টাকার ব্যবস্থা করবে সরকার।
বাদবাকি পাওনা দিয়ে পরিশোধের ব্যাপারে শ্রম মন্ত্রণালয়ে শ্রমিক ও মালিক পক্ষের বৈঠক হবে।
তিনি বলেন, গাজীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. এরশাদ মিয়ার নেতৃত্বে শ্রমিকদের ৫ সদস্যের টিম মন্ত্রণালয়ে বৈঠক করতে যাবেন। সেখানেই আলাপ-আলোচনা করে বকেয়া মেটানোর চূড়ান্ত ফয়সালা হবে।
গাজীপুর শিল্প পুলিশের সহকারী পুলিশ সুপার আরও বলেন, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ, সেনাবাহিনীর সদস্য, বিজেপি সদস্য ও শিল্প পুলিশের উপস্থিতিতে শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দেওয়া হয়। এরপরই দীর্ঘ যানজটে থাকা যানবাহন আস্তে আস্তে চলতে শুরু করে।
আরও পড়ুন: বকেয়া বেতনের দাবিতে সিলেটে চা শ্রমিকদের কর্মবিরতি, উৎপাদনে ধস
বকেয়া বেতনের দাবিতে সিলেটে আন্দোলনে শ্রমিকরা, চা উৎপাদনে ধস
১ সপ্তাহ আগে
রাজশাহী বিভাগের পরিবহন ধর্মঘট প্রত্যাহার, যান চলাচল শুরু
বিএনপির রাজশাহী বিভাগীয় গণসমাবেশ শেষ হওয়ার আগেই পরিবহন ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে।
শনিবার (৩ ডিসেম্বর) বিকালে রাজশাহী বিভাগীয় কমিশনার ও সড়ক পরিবহন নেতাদের যৌথ বৈঠকে প্রশাসনের পক্ষ থেকে আশ্বাস দিলে বিকাল ৪টার দিকে ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেন পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের নেতারা।
এরপর থেকে বগুড়ায় যানবাহন চলাচল শুরু হয়েছে।
আরও পড়ুন: বিএনপির সমাবেশ শেষ হওয়ার পরপরই খুলনায় পরিবহন ধর্মঘট প্রত্যাহার
রাজশাহী বিভাগীয় পরিবহন মালিক শ্রমিক যৌথ কমিটির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, শনিবার দুপুর ৩টা-৪টা পর্যন্ত রাজশাহী বিভাগীয় কমিশনারের সঙ্গে তার কার্যালেয়ে বৈঠক হয়েছে। ওই বৈঠকে মহাসড়কে নসিমন, করিমন, সিএনজিচালিত অটোরিকশা বন্ধসহ চারটি দাবি এক মাসের মধ্যে পূরণ করার আশ্বাস দেয়া হয়েছে।
বাকি দাবিগুলো পর্যায়ক্রমে পূরণ করা হবে বলে জানানো হয়েছে। এই আশ্বাসের পরিপ্রেক্ষিতে পরিবহন ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে।
মহাসড়কে নসিমন, করিমন চলাচল বন্ধসহ ১০ দফা দাবিতে ৩০ নভেম্বর রাজশাহী বিভাগের আট জেলায় পরিবহন ধর্মঘটের ডাক আসে। ১ ডিসম্বের থেকে বাস চলাচল বন্ধ করে দেন পরিবহন মালিকরা। এরপর বিআরটিসি বাস, সিএনজিচালিত অটেরিকশা বন্ধ করা হয়। তবে বিকল্প পথে ট্রেন, মোটরসাইকেলসহ বিভিন্নভাবে বিএনপি নেতাকর্মীরা রাজশাহীর সমাবেশে যোগ দেন।
বিএনপি নেতারা দাবি করেন, বিএনপির সমাবেশ বাধাগ্রস্ত করতেই পরিবহন ধর্মঘট ডাকা হয়।
আরও পড়ুন: হবিগঞ্জে পরিবহন ধর্মঘট প্রত্যাহার
চট্টগ্রামে লাইটার জাহাজ শ্রমিকদের ধর্মঘট প্রত্যাহার
১ বছর আগে