কাবিননামা
ব্রাহ্মণবাড়িয়ায় প্রেসের গোডাউনে নকল নিকাহনামা-রেজিস্ট্রার
ব্রাহ্মণবাড়িয়ায় একটি প্রেসের গোডাউন থেকে নকল নিকাহনামা (কাবিননামা) ও রেজিস্ট্রার বই উদ্ধারের করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (১৭ জানুয়ারি) দুপুরে জেলা শহরের মসজিদ রোডের ভূঁইয়া ম্যানশন-২ এর ২য় তলায় মেঘনা আর্ট প্রেসের গোডাউন থেকে এগুলো উদ্ধার করা হয়।
আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় আইনজীবী সমিতির আদালত বর্জন প্রত্যাহার
ভ্রাম্যমাণ আদালতে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল আহমেদ। এ সময় প্রেসের মালিককে দেড় লাখ টাকা জরিমানা করা হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক হেলেনা পারভীন জানান, বাল্যবিয়ে প্রতিরোধের অংশ হিসেবে এই অভিযান। নিবন্ধিত আমাদের যে কাজীরা আছেন, তারা আমাদের নির্দিষ্ট নিকাহনামা ও রেজিস্ট্রারে বিবাহ নিবন্ধিত করে থাকেন। তারা সরকারের অনুমোদন ছাড়া নিকাহনামা ও রেজিস্ট্রারগুলো ছাপিয়ে আসছিল।
তিনি আরও জানান, যারা কাজী নন তারা এসব নকল কাগজগুলো ব্যবহার করছেন। এই ক্ষেত্রে বাল্যবিবাহের ঝুঁকিটা অনেক বেশি থাকে। তাই অভিযান চালিয়ে রেজিস্ট্রার ও নিকাহনামাগুলো জব্দ করা হয়েছে। এছাড়া প্রেসের মালিককে দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে।
তিনি আরও জানান, তাদের সতর্ক করে দেয়া হয়েছে, যদি ভবিষ্যতে এমন কিছু তারা পুনরায় করে প্রেস সিলগালা করে দেয়া হবে।
এ বিষয়ে জানতে চাইলে ব্রাহ্মণবাড়িয়া জেলা কাজী সমিতির সভাপতি মাওলানা শাহ ইয়াহ ইয়া মাসউদ বলেন, একজন নিকাহ রেজিস্ট্রার তার রেজিস্ট্রেশন যেন বাদ না যায় সে কারণে বাল্যবিয়ে করান না। আমরা খুঁজে খুঁজে বের করেছি কোথায় কোথায় কিভাবে বাল্যবিয়ে সম্পাদিত হয়।
এই লক্ষ্যে আমরা জেলা প্রশাসক, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা রেজিস্ট্রারের সঙ্গে কথা বলে বিভিন্ন পদক্ষেপ নিয়েছি।
এর উৎসটা বের করতে গিয়ে দেখা যায় মেঘনা প্রেস নকল নিকাহনামা ও রেজিস্ট্রারসহ বিভিন্ন কাগজ বানিয়ে গোপনে বিক্রয় করে।
আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় ছুরিকাহত এসআই বিপদমুক্ত নয়: চিকিৎসক
ব্রাহ্মণবাড়িয়ায় যুবকের ছুরিকাঘাতে এসআই আহত
১ বছর আগে