বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
ফারদিন হত্যা মামলা: নারাজি দিতে সময়ের আবেদন বাবার
বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী ফারদিন নূর পরশের মৃত্যুর মামলায় গোয়েন্দা পুলিশের (ডিবি) দেয়া চূড়ান্ত প্রতিবেদনের ওপর নারাজি দিতে সময় চেয়ে আবেদন করেছেন মামলার বাদী পরশের বাবা নুর উদ্দিন রানা।
মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. শান্ত ইসলাম মল্লিকের আদালতে আসামি আমাতুল্লাহ বুশরার অব্যাহতি চেয়ে ডিবির দেয়া চূড়ান্ত প্রতিবেদনের ওপর শুনানির দিন ধার্য ছিল। তবে, এদিন বাদীপক্ষের আইনজীবী হেমায়েত উদ্দিন হীরন নারাজি দেয়ার জন্য সময়ের আবেদন করেন। আদালত আবেদন মঞ্জুর করে আগামী ১৬ মার্চ পরবর্তী তারিখ ধার্য করেন।
এদিন ফারদিনের বান্ধবী আমাতুল্লাহ বুশরা আদালতে হাজিরা দেন। তার পক্ষে স্থায়ী জামিন চেয়ে শুনানি করেন অ্যাডভোকেট হাবিবুর রহমান। শুনানি শেষে আদালত আগামী ধার্য তারিখ পর্যন্ত জামিনের আদেশ দেন।
৬ ফেব্রুয়ারি বুশরার অব্যাহতি চেয়ে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবির পরিদর্শক ইয়াসিন শিকদার।
আরও পড়ুন: বুয়েট ছাত্র ফারদিন হত্যা মামলায় বান্ধবী বুশরা গ্রেপ্তার
নিখোঁজের তিন দিন পর নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদী থেকে গত ৭ নভেম্বর রাতে বুয়েটের ছাত্র ফারদিন নূর পরশের লাশ উদ্ধার করে নৌ পুলিশ।
পরে ৯ নভেম্বর রাতে তার বাবা নুর উদ্দিন রানা বাদী হয়ে রামপুরা থানায় মামলা করেন। মামলায় নিহতের বান্ধবী বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী বুশরাসহ অজ্ঞাত কয়েকজনকে আসামি করা হয়।
মামলা দায়েরের পর ফারদিনের বান্ধবী আমাতুল্লাহ বুশরাকে গ্রেপ্তার করে পুলিশ। ১০ নভেম্বর তার ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
১৬ নভেম্বর রিমান্ড শেষে জামিন আবেদন নামঞ্জুর করে বুশরাকে কারাগারে পাঠানো হয়। পরে ৮ জানুয়ারি জামিন পান বুশরা।
আরও পড়ুন: ফারদিন হত্যা মামলা ডিবিতে হস্তান্তর
ফারদিন হত্যা মামলা: তদন্ত প্রতিবেদন ১৪ ফেব্রুয়ারি
১ বছর আগে
বুয়েটে ২ দিনব্যাপী 'রোবো কার্নিভাল' শুরু
'বিল্ড রোবট ফর স্মার্ট বাংলাদেশ' স্লোগানকে সামনে রেখে স্মার্ট বাংলাদেশ গড়তে বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বুয়েট) শিক্ষার্থীদের রোবট তৈরিতে উদ্বুদ্ধ করতে দুই দিনব্যাপী 'রোবো কার্নিভাল' শুরু হয়েছে।
শুক্রবার (১৯ জানুয়ারি) সকাল ১০টার দিকে ইসিই ভবনে দুই দিনব্যাপী এ কার্নিভাল শুরু হয়।
এতে প্রধান অতিথি হিসাবে ছিলেন বুয়েটের উপাচার্য ড. সত্য প্রসাদ মজুমদার।
দেশের বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের প্রায় ৫০০ শিক্ষার্থী ১২৫টি দলে বিভক্ত হয়ে দুই দিনব্যাপী কার্নিভালে অংশ নিচ্ছে।
এছাড়া রোবটিক্সের বিভিন্ন সেগমেন্ট যেমন ধুলো সংগ্রহ রোবট প্রতিযোগিতা, এবং ফায়ার ফাইটার রোবট প্রতিযোগিতা সম্পর্কে শিক্ষার্থীদের শেখাতে এবং অনুপ্রাণিত করার জন্য কার্নিভালের আয়োজন করা হয়েছে।
আরও পড়ুন: ক্যান্সার খুঁজতে দেহের ভিতর সাঁতার কাটবে রোবট
অগ্নিনির্বাপক রোবট এবং ট্র্যাশ কালেক্টর রোবট প্রতিযোগিতা ছাড়াও, একটি প্রকল্প প্রদর্শনী অংশ, রোবোটিক্স সিমুলেশন সফ্টওয়্যারের ওপর একটি কর্মশালা এবং প্রতিযোগীদের জন্য একটি রোবোটিক্স অলিম্পিয়াডের ব্যবস্থা করা হয়েছে।
গোপালগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্র তরিকুল ইসলাম তানভীর, যিনি একটি 'ভূমিকম্প ডিজিটাল নিরাপত্তা ব্যবস্থা' তৈরি করেছেন।
তিনি তার প্রকল্প সম্পর্কে বলেন, ‘আমরা জানি যে ভূমিকম্প হলে অনেক মানুষ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায়। আমি যে নিরাপত্তা ব্যবস্থা তৈরি করেছি। কোনো ভূমিকম্প হলে বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার আশঙ্কা কমবে।’
তিনি বলেন, এই নিরাপত্তা ব্যবস্থা স্বয়ংক্রিয়ভাবে ভূমিকম্পের কম্পন শনাক্ত করতে পারে। এছাড়া বিদ্যুৎ লাইন এবং জল সরবরাহের লাইনগুলি কেটে দেয়ার সঙ্গে সঙ্গে ব্যবহারকারীকে ভূমিকম্প সম্পর্কে সতর্ক করার জন্য স্বয়ংক্রিয় কল পাঠায়।
তিনি আরও বলেন, এই সিস্টেমটি প্রতিটি আবাসিক বাড়ি এবং শিল্প সেক্টরে ইনস্টল করা যেতে পারে। এছাড়া ডিভাইসটি জেলা সরবরাহ লাইনে ইনস্টল করা থাকে। তবে আলাদাভাবে পৃথক বাড়ি বা শিল্প কারখানায় সিস্টেমটি ইনস্টল করার দরকার নেই।
প্রাথমিক পর্যায়ে, বুয়েটের শিক্ষার্থীরা প্রকল্পগুলির প্রাথমিক পরীক্ষা এবং উপস্থাপনা নেয় এবং পরে বুয়েটের শিক্ষকরা সেই প্রকল্পগুলি মূল্যায়ন করেন।
আরও পড়ুন: অ্যামেকা: বিশ্বের সর্বাধুনিক মানবিক রোবট
টেসলার রোবট ‘অপটিমাস’ দেখালেন ইলন মাস্ক
১ বছর আগে