মরদেহ দাফন
দক্ষিণ আফ্রিকায় দুর্বৃত্তের গুলিতে নিহত বাংলাদেশি ব্যবসায়ীর মরদেহ দেশে দাফন
দক্ষিণ আফ্রিকায় গত ২২ ফেব্রুয়ারি দুর্বৃত্তদের গুলিতে নিহত এক বাংলাদেশি ব্যবসায়ীর মরদেহ সোমবার সকালে দাগনভূঞা উপজেলার জগৎপুর গ্রামে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
এর আগে রবিবার রাত ২টার দিকে তার মরদেহ ঢাকায় পৌঁছায়।
নিহত ওমর ফারুক ওরফে মানিক আজম সজল (৪৩) ফেনীর দাগনভূঞা উপজেলার মৃত নুরুল আমিনের ছেলে।
দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসান ইমাম জানান, নিহত ওমর ফারুক গত ১৮ বছর ধরে দক্ষিণ আফ্রিকার একজন ব্যবসায়ী ছিলেন এবং তিনি সেখানকার রাজ্যের বাংলাদেশি কমিউনিটির সাবেক সাধারণ সম্পাদকও ছিলেন।
ওমর ফারুকের মা কোহিনুর বেগম জানান, টাকার লেনদেন নিয়ে স্থানীয় এক দোকানদারের সঙ্গে ফারুকের বিরোধ চলে আসছিল। সে দোকানদারকে পাঁচ লাখ টাকা দেয়ার কথা বললেও ১০ হাজার টাকা কম দিয়েছিল।
ছেলের হত্যার বিচার দাবি করে তিনি অভিযোগ করেন, টাকার জন্য দোকানদার ফারুককে হত্যা করেছে।
আরও পড়ুন: চট্টগ্রামে বাবার লাশ দাফনে বাঁধা সন্তানদের!
মুন্সীগঞ্জে পুলিশ-বিএনপি সংঘর্ষে নিহত শাওনের লাশ দাফন
১ বছর আগে