অসাধারণ বৈচিত্র্য
‘জীবজগতের অসাধারণ বৈচিত্র্য রক্ষায় আমাদেরকে দায়িত্বের কথা স্মরণ করতে হবে’
জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছেন, বিশ্ব বন্যপ্রাণী দিবস আজ (শুক্রবার)। এই গ্রহে জীবজগতের অসাধারণ বৈচিত্র্য রক্ষায় আমাদেরকে দায়িত্বের কথা স্মরণ করতে হবে। পাশাপাশি আমাদের শোচনীয় ব্যর্থতার কথাও স্বীকার করে নিতে হবে।
তিনি বলেন, ‘মানুষের কার্যকলাপের কারণে বন-জঙ্গল, আবাদি জমি, সাগর-মহাসাগর, নদী-খাল নষ্ট হচ্ছে, দূষিত হচ্ছে। বাসস্থান ধ্বংস, জীবাশ্ম জ্বালানির কারণে দূষণ ও জলবায়ু পরিবর্তনের ফলে ১০ লাখ প্রজাতি বিলুপ্তির ঝুঁকিতে রয়েছে। প্রকৃতির সঙ্গে এই সংঘাত আমাদের অবশ্যই বন্ধ করতে হবে।’
আনন্দের সংবাদ হিসেবে তিনি বলেন, সংকট নিরসনে আমাদের উপকরণ, জ্ঞান ও সমাধান রয়েছে। এ বছর বিপন্ন প্রজাতি বিষয়ক আন্তর্জাতিক বাণিজ্য সনদের ৫০তম বার্ষিকী। এই সনদ হাজারও প্রজাতির উদ্ভিদ ও প্রাণী সংরক্ষণে সহায়ক হয়েছে।
তিনি আরও বলেন যে গত বছরের কুনমিং-মন্ট্রিল বৈশ্বিক জীববৈচিত্র্য ফ্রেমওয়ার্কের বিষয়ে ঐকমত্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এই চুক্তি আমাদের গ্রহটার ক্ষত সারাতে সহায়ক হবে।
আরও পড়ুন: বিশ্ব বন্যপ্রাণী দিবস উপলক্ষে ইউএনডিপি’র ‘ক্লিক ফর ওয়াইল্ডলাইফ’ প্রচারাভিযান
এ বছর বন্যপ্রাণী দিবসের প্রতিপাদ্য হলো ‘বন্যপ্রাণী সংরক্ষণে অংশীদারিত্ব’। এটি বন্যপ্রাণী সংরক্ষণে প্রতিশ্রুতিকে বাস্তবে পরিণত করতে সরকার, নাগরিক সমাজ ও বেসরকারি খাতকে একযোগে কাজ করার গুরুত্বের ওপর আলোকপাত করে।
আন্তোনিও গুতেরেস বলেন, ‘গ্রিনহাউস গ্যাসের নিঃসরণ কমাতে, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে এবং জলবায়ু সহনশীল হয়ে উঠতে আমাদের এখনই আরও বড় ধরনের পদক্ষেপের প্রয়োজন। সর্বত্রই স্থানীয় জনগোষ্ঠী ও নৃগোষ্ঠীকে কাজের সম্মুখভাগ ও কেন্দ্রবিন্দুতে রাখতে হবে। কারণ তারাই আমাদের এই বিশ্বের জীববৈচিত্র্যের সবচেয়ে কার্যকর অভিভাবক।’
তিনি আরও বলেন, আজ ও প্রতিটা দিন- আসুন আমরা প্রাকৃতিক বাসস্থান সংরক্ষণে এবং সমগ্র জীবের জন্য সমৃদ্ধশালী ভবিষ্যত গঠনে নিজ নিজ জায়গা থেকে নিজের পুরো দায়িত্বটা পালন করি।
আরও পড়ুন: বাংলাদেশের প্রতি জাতিসংঘের অব্যাহত সমর্থন পুনর্ব্যক্ত করলেন আন্তোনিও গুতেরেস
১ বছর আগে