কোয়েস্ট-২ প্রকল্প
ইউসেপ বাংলাদেশের কোয়েস্ট-২ প্রকল্পের উদ্বোধন
ঝরে পড়া শিক্ষার্থী ও অনগ্রসর তরুণদের মানসম্মত কারিগরি শিক্ষা প্রদানের মাধ্যমে দক্ষ করে কর্মসংস্থান ও আত্মকর্মসংস্থানের ব্যবস্থা করতে কোয়েস্ট-২ নামক প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে ইউসেপ বাংলাদেশ।
সোমবার (২০ মার্চ) মিরপুরের ইউসেপ বাংলাদেশ প্রধান কার্যালয়ে ডিপার্টমেন্ট অব ফরেন অ্যাফেয়ার্স অ্যান্ড ট্রেড এর অর্থায়নে ইউসেপ বাংলাদেশ-এর উদ্যোগে গৃহীত প্রকল্প কোয়ালিটি এডুকেশন অ্যান্ড স্কিলস ফর ট্র্যান্সফরমেশন (কোয়েস্ট)-২ এর উদ্বোধনী অনুষ্ঠান আয়োজিত হয়।
এই উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ান হাইকমিশনার জেরেমি ব্রুয়ার।
আরও পড়ুন: যমুনা নদী সংকীর্ণকরণ প্রকল্প বাতিলের দাবি বিএনপির
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রম অধিদপ্তরের মহাপরিচালক খালেদ মামুন চৌধুরী এনডিসি।
এছাড়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইউসেপ বাংলাদেশের চেয়ারপার্সন মোহাম্মদ আলাউদ্দিন।
অনুষ্ঠানে প্রধান সমন্বয়ক ছিলেন ইউসেপ বাংলাদেশের নির্বাহী পরিচালক ও মাননীয় প্রধানমন্ত্রীর সাবেক মুখ্য সচিব ড. মো. আবদুল করিম।
প্রধান অতিথি অস্ট্রেলিয়ান হাইকমিশনার জেরেমি ব্রুয়ার ১৯৭২ সাল থেকে কারিগরি শিক্ষার প্রসারে অসামান্য অবদানের জন্য ইউসেপ বাংলাদেশের প্রশংসা করেন।
তিনি নারী ও প্রতিবন্ধী ব্যক্তিসহ সুবিধাবঞ্চিত শিশু ও যুবকদের জীবন উন্নয়নে সামগ্রিক কার্যক্রমের জন্য ইউসেপ বাংলাদেশকে ধন্যবাদ জানান।
অস্ট্রেলিয়ান হাইকমিশনের ডিপার্টমেন্ট অব ফরেন অ্যাফেয়ার্স অ্যান্ড ট্রেড এর অর্থায়নে ইউসেপ বাংলাদেশের গৃহিত প্রকল্প ‘কোয়ালিটি এডুকেশন অ্যান্ড স্কিলস ফর ট্রান্সফরমেশন’ (কোয়েস্ট) প্রকল্পের প্রধান উদ্দেশ্যগুলো হলো-অনগ্রসর পরিবার, মেয়ে, প্রতিবন্ধী মানুষ এবং সংখ্যালঘুদের জন্য মানসম্মত শিক্ষা গ্রহণে সমান সুযোগ নিশ্চিত করা এবং সংস্থা হিসেবে ইউসেপ বাংলাদেশকে স্থায়ীত্বশীল উন্নয়নের মাধ্যমে দৃঢ়ভিত্তির ওপর প্রতিষ্ঠা করা।
ইউসেপ বাংলাদেশের শিক্ষার্থীদের পরিবেশনায় মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠানটি সমাপ্ত হয়।
আরও পড়ুন: রোহিঙ্গা প্রত্যাবাসনে বাংলাদেশ-মিয়ানমার পাইলট প্রকল্পের আলোচনায় ‘সম্পৃক্ত নয়’ ইউএনএইচসিআর
ত্রিপক্ষীয় মহাসড়ক প্রকল্পে বাংলাদেশকে অন্তর্ভুক্তকরণে একমত ভারত ও থাইল্যান্ড
১ বছর আগে