চকলেট কারখানা
যুক্তরাষ্ট্রে চকলেট কারখানায় বিস্ফোরণে নিহত ২, নিখোঁজ ৯
যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়ায় শুক্রবার একটি চকলেট কারখানায় বিস্ফোরণে দুইজন নিহত এবং নয়জন নিখোঁজ রয়েছেন।
ওয়েস্ট রিডিং পুলিশ বিভাগের প্রধান ওয়েন হোলবেন বলেন, আরএম পামার কোং প্ল্যান্টের বিস্ফোরণটিতে আরও বেশ কয়েকজন আহত হয়েছেন।
বিকাল ৫টার ঠিক আগে বিস্ফোরণে বাতাসে কালো ধোঁয়ার কুণ্ডলী ছড়িয়ে পড়ে, যার ফলে একটি ভবন ধ্বংস হয়ে যায় এবং অ্যাপার্টমেন্টসহ পার্শ্ববর্তী একটি ভবন ক্ষতিগ্রস্ত হয়।
টাওয়ার হেলথের মুখপাত্র জেসিকা বেজলার জানান, শুক্রবার সন্ধ্যায় আটজনকে রিডিং হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ওয়েস্ট রিডিং বরোর মেয়র সামান্থা কাগ বিস্ফোরণস্থল সম্পর্কে বলেন, ‘এটি প্রায় নিয়ন্ত্রণে চলে এসেছে।’
আরও পড়ুন: যুক্তরাষ্ট্রের প্রাপ্তবয়স্কদের ১০ শতাংশের মাঝে দেশটির ব্যাংকগুলোতে উচ্চ আস্থা রয়েছে: এপি- এনওআরসি জরিপ
কাগ বলেন, বিস্ফোরণস্থল থেকে লোকজনকে সরিয়ে নেয়ার নির্দেশ দেয়া হয়নি।
তবে ওয়েস্ট রিডিং বরো’র ম্যানেজার ডিন মারে বলেন, ক্ষতিগ্রস্ত অ্যাপার্টমেন্ট ভবন থেকে কিছু বাসিন্দাকে সরিয়ে নেয়া হয়েছে।
প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে বলা হয়েছে, তারা ১৯৪৮ সাল থেকে 'চকোলেট নভেলিটি' তৈরি করে আসছে এবং এখন ওয়েস্ট রিডিং হেডকোয়ার্টারে ৮৫০ জন কর্মী রয়েছে।
আরও পড়ুন: যুক্তরাষ্ট্র থেকে ২২০টি টমাহক ক্ষেপণাস্ত্র কিনবে অস্ট্রেলিয়া
১ বছর আগে