চোরাই মোটরসাইকেল
চট্টগ্রামে ২৪টি চোরাই মোটরসাইকেল জব্দ, গ্রেপ্তার ৪
চট্টগ্রামের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ২৪টি চোরাই মোটরসাইকেল জব্দ করা হয়েছে। এছাড়া চুরির ঘটনায় জড়িত থাকার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (২৬ মার্চ) সকালে সিএমপির ডিসি দক্ষিণ বিভাগের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন-সাতকানিয়া উপজেলার দক্ষিণ তুলাতলী বণিক পাড়ার মিঠন ধর (২৯), সন্দ্বীপ উপজেলার চুম মাঝির বাড়ির ছেলে মো. বাবর (৩৫), কালাপানিয়া ফয়েত আলী হাজী বাড়ির মো. শাহেদ (২৬) ও জুরি ধরের বাড়ির মো. রিপন (৪০) এবং লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ইব্রাহীম সওদাগর বাড়ির মো. খোরশেদ আলম (২৯)।
জেলার সন্দ্বীপ সহ নগরীর কয়েক স্থানে অভিযান চালিয়ে এসব মোটরসাইকেল উদ্ধার ও তাদের গ্রেপ্তার করা হয়।
আরও পড়ুন: নেত্রকোণায় খুনের ১৫ বছর পর যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
প্রেস ব্রিফিংয়ে সিএমপির উপপুলিশ কমিশনার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান জানান, শনিবার (২৫ মার্চ) নগরের কোতোয়ালি থানার পুরাতন রেলস্টেশনের পাশে গ্রামীণ মাঠ রাস্তার ওপর একটি চোরাই মোটরসাইকেলসহ মিঠন ধর ও মো. বাবরকে গ্রেপ্তার করা হয়।
তাদের দেয়া তথ্যে সন্দ্বীপ উপজেলায় অভিযান চালিয়ে মো. শাহেদ ও মো. রিপনকে ২৩টি চোরাই মোটরসাইকেলসহ গ্রেপ্তার করা হয়। পরে খোরশেদ আলম নামে চক্রের আরেক সদস্যকে কোতোয়ালি থানার ব্রিজঘাট এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির বলেন, মিঠন ও বাবরের দেয়া স্বীকারোক্তি অনুযায়ী ২৫ মার্চ সন্দ্বীপ থানা এলাকায় অভিযান চালিয়ে শাহেদ ও রিপনকে গ্রেপ্তার করা হয়।
১ বছর আগে