বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস
বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে ডিএসএ বাতিলের দাবি টিআইবি’র
বিশ্ব সংবাদপত্র স্বাধীনতা দিবস উপলক্ষে আবারও ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের আহ্বান জানিয়েছে সুশীল সমাজের পর্যবেক্ষণ সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।
সরকারকে গণমাধ্যমকর্মীদের জীবনের নিরাপত্তা সহ সকল মৌলিক অধিকার নিশ্চিত করার জন্য একটি অনুকূল পরিবেশ তৈরি করার আহ্বান জানিয়েছে বিশ্বব্যাপী দুর্নীতির বিরুদ্ধে লড়াই করা সংগঠন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ।
মঙ্গলবার সংগঠনটির পরিচালক (আউটরিচ অ্যান্ড কমিউনিকেশন) শেখ মঞ্জুর ই আলমের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনটি এ দাবি জানায়।
টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, সরকারের উচিত গণমাধ্যমের জন্য একটি অনুকূল পরিবেশ নিশ্চিত করা, যাতে তারা দেশের চতুর্থ স্তম্ভ হিসেবে কোনো বাধা ছাড়াই তাদের দায়িত্ব পালন করতে পারে।
আরও পড়ুন: সাংবাদিক শামসকে মুক্তি দিন, ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করুন: টিআইবি
তিনি বলেন, দেশে গণমাধ্যমের সংখ্যা উল্লেখযোগ্য হারে বাড়লেও অন্যদিকে নির্ভীক সাংবাদিকতাও কমেছে।
তিনি বলেন, ক্ষমতায় থাকা ব্যক্তিদের ছত্রছায়ায় রাষ্ট্রীয় ব্যবস্থা ব্যবহার করে হয়রানি, হামলা ও মামলা-মোকদ্দমার মাধ্যমে তাদের বাধা দেওয়া হচ্ছে।
টিআইবির নির্বাহী পরিচালক উল্লেখ করেন যে বাংলাদেশ ‘২০২২ ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইনডেক্স’-এ ১০টি স্থান পিছিয়ে ১৮০টি দেশের মধ্যে ১৬২তম স্থানে রয়েছে। রিপোর্টার্স উইদাউট বর্ডারস এর ২০২৩ সূচক এই সপ্তাহে প্রকাশের জন্য নির্ধারিত হয়েছে, এটির ফরাসি সংক্ষিপ্ত আরএসএফ (রিপোর্টার্স সানস ফ্রন্টিয়ার্স ) নামেও পরিচিত৷
ইফতেখারুজ্জামান অভিযোগ করেন যে ডিএসএ আইনের অধীনে দায়ের করা প্রতি চারটি মামলার মধ্যে একটিতে সাংবাদিকদের জড়িত করার জন্য দুর্ব্যবহার করা হয়েছে।
তিনি যোগ করেন, গণমাধ্যমকর্মীদের ওপর হামলা, ন্যায়বিচারের অভাব এবং ডিএস এ’র ভয়ের কারণে সাংবাদিকরা এখন সেলফ সেন্সরশিপে জড়িত।
আরও পড়ুন: ডিজিটাল নিরাপত্তা আইন সংশোধন সমাধান নয়, অবিলম্বে বাতিল করুন: টিআইবি
১ বছর আগে