ত্রিদেশীয় সফর
‘আমি আপনাদের সঙ্গে আছি’: সাংবাদিকদের উদ্দেশে প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তিনি অতীতের মতো সবসময় সাংবাদিকদের পাশে থাকবেন।
তিনি বলেন, ‘আমাকে বলুন, আমি আপনাদের (সাংবাদিকদের) জন্য কি করতে পারি? আমি সবসময় আপনাদের সঙ্গে আছি।’
সোমবার ত্রিদেশীয় সফর উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের কল্যাণ ও মহার্ঘভাতা ঘোষণা প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
তার সরকারি বাসভবন গণভবনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
আরও পড়ুন: দেশবিরোধী ষড়যন্ত্রকারীদের নস্যাৎ করতে দেশের উন্নয়নের গতি অব্যাহত রাখুন: প্রধানমন্ত্রী
জাপান, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে ১৫ দিনের সরকারি সফর শেষে ৯ মে লন্ডন থেকে দেশে ফেরেন শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী বলেন, তার বাবা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কিছুদিন সাংবাদিক হিসেবে কাজ করায় সাংবাদিকদের প্রতি তার বিশেষ সহানুভূতি রয়েছে।
তিনি বলেন, তার সরকার সাংবাদিকদের কর্মসংস্থান সৃষ্টি এবং তাদের উন্নতি নিশ্চিত করার লক্ষ্যে বেসরকারি খাতে বেশ কয়েকটি টেলিভিশন চ্যানেল ও সংবাদপত্রের অনুমোদন দিয়েছে।
প্রধানমন্ত্রী বলেন, বর্ধিত মূল্যস্ফীতির সঙ্গে সামঞ্জস্য রেখে ২০১৫ সালে তার সরকার সরকারি কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতা ঘোষণা করে। তবে সরকারি কর্মচারী হওয়ায় তারা এ সুবিধা পাচ্ছে।
তিনি বলেন, কিন্তু সংবাদপত্র ও টিভি চ্যানেল চলছে ব্যক্তিমালিকানায়।
তিনি আরও বলেন, মিডিয়া হাউসের মালিকরা এ লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।
প্রধানমন্ত্রী বলেন, এ বিষয়ে সরকার কী করতে পারে তা তিনি জানেন না।
প্রধানমন্ত্রী সাংবাদিক নেতাদের কাছে জানতে চেয়েছেন যে তার সরকার তাদের জন্য কী করতে পারে এবং তিনি এসময় তাদের পাশে থাকার আশ্বাস দেন।
গণমাধ্যমের মালিকরা ধনী এবং তাদের আলাদা ব্যবসা রয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, সাংবাদিকদের বেতন বৃদ্ধির জন্য তারা প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারেন।
আরও পড়ুন: নির্বাচনকালীন সরকার বিরোধী দলের এমপিদের সংসদে অন্তর্ভুক্ত করতে পারে: প্রধানমন্ত্রী
সাম্প্রতিক ত্রিদেশীয় সফর নিয়ে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী
১ বছর আগে