সাংস্কৃতিক খাত
বাজেট ২০২৩-২৪: সাংস্কৃতিক খাতে ৬৯৯ কোটি টাকা বরাদ্দ
অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বৃহস্পতিবার তার বাজেট বক্তৃতায় দেশের সাংস্কৃতিক খাতে ৬৯৯ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করেন।
এর মধ্যে ৪৩৭ কোটি টাকা পরিচালন ব্যয়ে এবং ২৬২ কোটি টাকা উন্নয়নে প্রস্তাব করা হয়েছে। প্রস্তাবিত বাজেটে আগের অর্থবছরের প্রস্তাবিত বাজেটের চেয়ে ৬২ কোটি টাকা বৃদ্ধি পেয়েছে।
২০২১-২২ অর্থবছরের জন্য, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রস্তাবিত বাজেট ছিল ৬৩৭ কোটি টাকা, যা পরে সংশোধন করে ৬৬২ কোটি টাকা করা হয়।
বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী বলেন, সরকার বাঙালি সংস্কৃতির অসাম্প্রদায়িক ঐতিহ্য রক্ষায় নিরন্তর কাজ করে যাচ্ছে এবং ভাষা, সাহিত্য, চারুকলা, সঙ্গীত ও নাটকসহ আরও অনেক কিছুর উন্নয়নে উদ্যোগ নিচ্ছে।
সরকারের বিভিন্ন কর্মকাণ্ড তুলে ধরে আ হ ম মুস্তফা কামাল বলেন, ‘আমরা দেশের সাতটি জাতিগোষ্ঠীর ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি সংরক্ষণ ও চর্চার জন্য বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছি এবং ঐক্যবদ্ধ সাংস্কৃতিক বিকাশের লক্ষ্যে কাজ করছি। গবেষক, চিন্তাবিদ ও সৃজনশীল মননের অবদানের স্বীকৃতিস্বরূপ নিয়মিত পুরস্কার/ফেলোশিপ দেওয়া হচ্ছে।’
এছাড়া দরিদ্র সাংস্কৃতিক কর্মী ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানকে আর্থিক সহায়তা প্রদানের কার্যক্রমও অব্যাহত রয়েছে বলে তিনি উল্লেখ করেন।
মন্ত্রী তার বক্তব্যে বলেন, জাতীয় সংস্কৃতি ও সাংস্কৃতিক ঐতিহ্যের বিকাশ, গবেষণা, প্রদর্শন, মুক্তিযুদ্ধ ও সমসাময়িক শিল্প ও সাহিত্যের প্রকাশনা, প্রত্নতাত্ত্বিক নিদর্শন শনাক্তকরণ, খনন, পুনরুদ্ধার, সংরক্ষণ ও প্রদর্শন, ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ, ভাষা শহীদদের স্মৃতিসহ সৃজনশীল সৃষ্টির কপিরাইট সংরক্ষণ, দিবস ও বাংলা নববর্ষকে ব্যাপকভাবে উৎসাহিত করা হয়।
আরও পড়ুন: বাজেট ২০২৩-২৪: ভ্রমণ কর বাড়বে
'স্মার্ট বাংলাদেশে মাথাপিছু আয় ১২,৫০০ ডলার, দারিদ্র্যসীমার ৩ শতাংশের কম হবে'
বাজেট অবাস্তব, এভাবে মূল্যস্ফীতি রোধ করা সম্ভব নয়: সিপিডি
১ বছর আগে