জাতীয় পার্টির প্রার্থী তাপস
সরকার ও ইসি জনগণের সঙ্গে ডিজিটাল নাটক মঞ্চায়ন করেছে: জাতীয় পার্টির প্রার্থী তাপস
বরিশাল সিটি নির্বাচনে (বিসিসি) জাতীয় পার্টি মনোনীত লাঙ্গল প্রতীকের পরাজিত প্রার্থী প্রকৌশলী ইকবাল হোসেন তাপস নির্বাচন প্রসঙ্গে বলেছেন, সরকার ও নির্বাচন কমিশনার (ইসি) জনগণের সঙ্গে ডিজিটাল নাটক মঞ্চায়ন করেছে। এই সরকারের অধীনে বিএনপি নির্বাচন বর্জন করে তারা সঠিক সিদ্ধান্ত নিয়েছে।
তিনি বলেন, নির্বাচনের ফলাফল পর্দার পিছনে বসে করেছে। ইসি জনগণের সঙ্গে যে প্রতারণা করেছে তা মেনে নিতে না পারার কারণে আমি সিইসির পদত্যাগসহ এই প্রহসনের নির্বাচন প্রত্যাখ্যান করছি।
মঙ্গলবার (১৩ জুন) বেলা ১১টায় নগরীর অক্সফোর্ড মিশনরোডে লাঙ্গল প্রতীকের প্রধান নির্বাচনী কার্যলয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
আরও পড়ুন: ডেইলি স্টারকে মেয়র তাপসের ১০০ কোটি টাকা ক্ষতিপূরণের নোটিশ
তিনি বলেন, অনুষ্ঠিত সিটি নির্বাচনে প্রশাসন কেন্দ্র রিটানিং অফিসারসহ প্রিজাইডিং অফিসাররা আমার এজেন্ডদের নির্ধারিত সময়ে কেন্দ্রে প্রবেশের ক্ষেত্রে বিভিন্ন তালবাহানা ও কালক্ষেপণ করেছে। তারা আমার নির্বাচনী কার্যক্রম ক্ষতিগ্রস্ত করেছে। আমি এ সংক্রান্ত অভিযোগ করে শুরু থেকে নির্বাচনের দিন পর্যন্ত কোনো প্রতিকার পাইনি।
এসময় ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থীর ওপর হামলার ঘটনার বিষয়টি ন্যাক্কারজনক জানিয়ে প্রতিবাদ ও দ্রুত বিচারের দাবি জানান তাপস।
এ সময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, লাঙ্গল প্রতীকের প্রধান নির্বাচন পরিচালনাকারী শিক্ষক নেতা অধ্যাপক মহসিন-উল-ইসলাম হাবুল, জেলা জাতীয় পার্টি সদস্য সচিব অ্যাড. এম.এ জলিল, মহানগর জাতীয় পার্টি নেতা আকতার হোনেস শপ্রু প্রমুখ।
আরও পড়ুন: মেয়র তাপসের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা: শুনানি ১৪ আগস্ট
মেয়র তাপসের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা
১ বছর আগে