দায়িত্ব গ্রহণ
ইসাবের নবনির্বাচিত পরিচালনা পর্ষদের দায়িত্ব গ্রহণ
ইলেকট্রনিক্স সেফটি অ্যান্ড সিকিউরিটি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ইসাব) নবনির্বাচিত পরিচালনা পর্ষদ দায়িত্ব গ্রহণ করেছে।
বৃহস্পতিবার রাজধানীর গুলশান ক্লাবে আনুষ্ঠানিকভাবে ইসাবের নতুন সভাপতি মো. নিয়াজ আলী চিশতি এবং মহাসচিব জাকির উদ্দিন আহমেদ দায়িত্ব গ্রহণ করেন।
ইসাবের আগের কমিটির সভাপতি জহির উদ্দিন বাবর ও মহাসচিব এম মাহমুদুর রশিদ নতুন পরিচালনা পর্ষদের কাছে দায়িত্ব হস্তান্তর করেন।
নবনির্বাচিত পরিচালনা পর্ষদে রয়েছে জেষ্ঠ সহসভাপতি এসএম শাহজাহান সাজু, সহসভাপতি মতিন খান ও মোহাম্মদ ফয়সাল মাহমুদ, ইঞ্জিনিয়ার মো. মঞ্জুর আলম ও এম মাহমুদুর রশিদ।
এছাড়াও ইসাবের যুগ্ম মহাসচিব মো. মাহমুদ-ই-খোদা, সহকারী মহাসচিব ইঞ্জিনিয়ার মো. মাহাবুর রহমান, কোষাধ্যক্ষ মো. নূর-নবী, প্রচার সম্পাদক মো. নজরুল ইসলাম, পরিচালক মো. ওয়াহিদ উদ্দিন, ইঞ্জিনিয়ার মো. আল-এমরান হোসেন, মেজর মোহাম্মদ আশেক কামাল (অবসরপ্রাপ্ত) এবং মো. রফিকুল ইসলাম দায়িত্ব গ্রহণ করেছেন।
দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এফবিসিসিআইয়ের সিনিয়র সহসভাপতি মো. আমিন হেলালী।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, 'বাংলাদেশের অর্থনীতি দ্রুত এগিয়ে যাচ্ছে। সেই সঙ্গে অর্থনৈতিক কার্যক্রমও সম্প্রসারিত হচ্ছে। আমাদের এখন নিরাপদ, পরিবেশবান্ধব এবং টেকসই শিল্পায়নের দিকে অগ্রসর হতে হবে। শিল্প প্রতিষ্ঠানসহ বাসা-বাড়িতেও বৈদ্যুতিক এবং অগ্নি নিরাপত্তা নিশ্চিত করার মাধ্যমে সম্পদ ও জানমালের সুরক্ষা দিতে হবে। শুধু রপ্তানি খাত নয়, অভ্যন্তরীণ বাজারের জন্যও আমাদের কমপ্লায়েন্স হওয়া জরুরি। এক্ষেত্রে ইসাবের ব্যাপকভাকে কাজ করার সুযোগ রয়েছে।’
আরও পড়ুন: ব্র্যান্ড প্র্যাক্টিশনার্সের ফুড অ্যান্ড বেভারেজ মার্কেটিং ফেস্ট ৩.০ অনুষ্ঠিত
ইসাবের নতুন সভাপতি মো. নিয়াজ আলী চিশতি বলেন, টেকসই উন্নয়ন, শিল্পের বিকাশ এবং স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে অগ্নিনিরাপত্তা এবং সুরক্ষার কোন বিকপ্ল নেই।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পরিচালক (প্রশিক্ষণ, পরিকল্পনা ও উন্নয়ন) লেফটেন্যান্ট কর্নেল মো. রেজাউল করিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজিএমইএর সভাপতি ফারুক হাসান, বিকেএমইএর এক্সিকিউটিভ প্রেসিডেন্ট মোহাম্মাদ হাতেম, এফবিসিসিআইর পরিচালক ও ব্যবসায়ী নেতারা।
এর আগে ইসাবের নতুন সভাপতি মো. নিয়াজ আলী চিশতি সংগঠনটির বিদায়ী পরিচালনা পর্ষদে জ্যেষ্ঠ সহ-সভাপতির দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইর পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করছেন।
আরও পড়ুন: দেশের সেরা হাউজওয়্যার ব্র্যান্ডের স্বীকৃতি পেল আরএফএল
১০ মাস আগে
নর্থ বেঙ্গল জার্নালিস্ট ফোরামের নব নির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ
নর্থ বেঙ্গল জার্নালিস্ট ফোরাম (এনবিজেএফ)-এর নব নির্বাচিত কমিটি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছে।
শনিবার ( ২৪ জুন) জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম হলে দায়িত্ব হস্তান্তর,ফল উৎসব ও ভাওয়াইয়া-গম্ভীরা গানের আয়োজন করা হয়।
সংগঠনের সাবেক সভাপতি মোদাব্বের হোসেন নবনির্বাচিত কমিটির সভাপতি মোকাররম হোসেন ও সাধারণ সম্পাদক মুফদি আহমেদের কাছে দায়িত্ব হস্তান্তর করেন।
এ সময় সংগঠনের উপদেষ্টাদের অন্যতম, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি শফিকুল করিম সাবু ও এম এ আজিজ দায়িত্ব হস্তান্তরকালে মঞ্চে উপস্থিত ছিলেন।
অনাড়ম্বর এ আয়োজন শেষে ফল উৎসবের উদ্বোধন করেন শফিকুল করিম সাবু।
আয়োজনে সংগঠনের প্রতিষ্ঠাতা, উপদেষ্টা, সিনিয়র ও সাধারণ সদস্যরা ছাড়াও বিভিন্ন পর্যায়ের সাংবাদিক ও নেতারা যোগ দেন।
আরও পড়ুন: মুক্ত সাংবাদিকতা ও সাংবাদিকের নিরাপত্তা নিশ্চিতে হতাশাজনক ব্যর্থতার স্বাভাবিকতার দৃষ্টান্ত: টিআইবি
আমন্ত্রিত অতিথিদের মধ্যে ছিলেন প্রধানমন্ত্রীর সাবেক প্রেস সেক্রেটারি ও বাসস-এর প্রধান সম্পাদক আবুল কালাম আজাদ, বিএফইউজের সভাপতি ওমর ফারুক, সাবেক মহাসচিব আব্দুল জলিল ভূইয়া, সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক সুভাস চন্দ্র বাদল, জাতীয় প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি হাসান হাফিজ, যুগ্ম সম্পাদক আইয়ূব ভূইয়া, আশরাফ আলী, সদস্য ফরিদ হোসেন, সিনিয়র সাংবাদিক মোস্তাক মোবারকী,ভানু রঞ্জন চক্রবর্তী, আব্দুল মান্নান, চট্টগ্রাম বিভাগ সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক শাহীনুল ইসলাম চৌধুরী, গাজীপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি আতাউর রহমান প্রমুখ।
আয়োজনে ভাওয়াইয়া গান পরিবেশন করেন উত্তরাঞ্চলের খ্যাতিমান তরুন শিল্পী এ আর চৌধুরী পলাশসহ অন্যান্য শিল্পীরা।
আরও পড়ুন: সাংবাদিক রব্বানী হত্যা: সাংবাদিকদের ওপর হামলার জন্য দায়ী ব্যক্তিদের জবাবদিহিতায় সোচ্চার হওয়ার আহ্বান এমএফসি সদস্যদের
১ বছর আগে
দায়িত্ব নিয়েছে বিএসআরএফ’র নতুন কমিটি
সচিবালয় বিটে কর্মরত সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) এর নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটি দায়িত্ব গ্রহণ করেছে।
মঙ্গলবার (২০ জুন) সচিবালয়ে গণমাধ্যম কেন্দ্রে বিদায়ী কমিটির কাছ থেকে দায়িত্ব বুঝে নেয় নতুন কমিটি।
এ সময় বিদায়ী সভাপতি তপন বিশ্বাস বলেন, ‘আমি মনে করি আমরা সুনামের সঙ্গে সংগঠন পরিচালনা করেছি। আগামী কমিটিও সুনামের সঙ্গে সংগঠনকে পরিচালনা করবেন বলে আমি আশাবাদ ব্যক্ত করছি।’
নবনির্বাচিত কমিটির সভাপতি ফসিহ উদ্দীন মাহতাব বলেন, ‘এতদিন যারা দায়িত্বে ছিলেন, তাদের কর্মকাণ্ড বিশেষভাবে প্রশংসিত হয়েছে। সংগঠনকে আরও এগিয়ে নিয়ে যেতে আমি সব সদস্যের সহযোগিতা চাই।’
আরও পড়ুন: বিএসআরএফ’র সভাপতি ফসিহ উদ্দীন মাহতাব, সাধারণ সম্পাদক মাসউদুল হক
সদস্যদের উদ্দেশ্যে সাধারণ সম্পাদক মাসউদুল হক বলেন, ‘আপনাদের সহযোগিতায় গত দুই বছর নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করার চেষ্টা করেছি। একই পদে আপনারা আমাকে পুনরায় নির্বাচিত করেছেন। আগাগী দুই বছরও আপনাদের সহযোগিতা নিয়ে সংগঠনকে আরও অনেক দূর নিয়ে যেতে চাই৷’
এর আগে গত মঙ্গলবার (১৩ জুন) জাতীয় প্রেসক্লাবে সংগঠনটির কার্যকরী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়। পরে ফলাফল ঘোষণা করেন নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ও দৈনিক যুগান্তরের সম্পাদক সাইফুল আলম।
সংগঠনটির সভাপতি পদে নির্বাচিত হন প্রতিদিনের বাংলাদেশের ফসিহ উদ্দীন মাহতাব। সহ-সভাপতি পদে দৈনিক ইত্তেফাকের মুন্না রায়হান (এমএ জলিল মুন্না) বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হন।
সাধারণ সম্পাদক পদে বিজয়ী হন বার্তা সংস্থা ইউএনবির বিশেষ প্রতিনিধি মাসউদুল হক। যুগ্ম-সম্পাদক পদে আমার বার্তার বিশেষ প্রতিনিধি মেহদী আজাদ মাসুম, সাংগঠনিক সম্পাদক পদে বিজয়ী হন আমাদের সময়ের তাওহীদুল ইসলাম।
আরও পড়ুন: সাংবাদিক মাহবুব আলম লাবলুর বিরুদ্ধে মামলায় বিএসআরএফ’র উদ্বেগ
অর্থ সম্পাদক পদে বিটিভির মো. শফিউল্লাহ সুমন, দপ্তর সম্পাদক পদে ঢাকা পোস্টের শাহাদাত হোসেন রাকিব, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে ডিবিসির বিজন কুমার দাস বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হন।
প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক পদে নির্বাচিত হন আলোকিত বাংলাদেশের ফারুক আলম। কার্যনির্বাহী সদস্য পদে যথাক্রমে নির্বাচিত হন- সারাবাংলা ডটনেট-এর ঝর্ণা রায়, রাইজিংবিডি’র আসাদ আল মাহমুদ, আজকের পত্রিকা’র উবায়দুল্লাহ বাদল, যুগান্তরের মিজানুর রহমান চৌধুরী, জনকণ্ঠের মাহমুদ আকাশ, মাই টিভির মো. রাকিব হাসান, ডেইলি অবজার্ভারের মহসীনুল করিম লেবু ও আজকের পত্রিকার আয়নাল হোসেন।
আরও পড়ুন: অব্যাহতির পর রোজিনা ইসলামের বিরুদ্ধে বাদীর নারাজি দেয়ায় বিএসআরএফ’র উদ্বেগ
১ বছর আগে
কেসিসি নির্বাচন: নবনির্বাচিতদের দায়িত্ব গ্রহণে অপেক্ষা করতে হবে আরও ৪ মাস
খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে বিজয়ের পর শুভেচ্ছা ও অভিনন্দনের বন্যায় ভাসছেন পুননির্বাচিত মেয়র ও নবনির্বাচিত কাউন্সিলরা। তবে নির্বাচনে জয়ী হলেও এখনই দায়িত্ব বুঝে পাচ্ছেন না তারা।
তাই স্থানীয় সরকার আইন অনুযায়ী আরও ৪ মাস অপেক্ষা করতে হবে নবনির্বাচিতদের।
আরও পড়ুন: কেসিসি নির্বাচন: প্রস্তুত ইসি, বিজিবি মোতায়েন
আর ততদিন অর্থাৎ চলতি বছরের ১০ অক্টোবর পর্যন্ত বর্তমান কাউন্সিলররাই নিজ পদে থাকবেন। কাউন্সিলরদের মধ্যে যারা পরাজিত হয়েছেন এবং নির্বাচনে অংশ নেননি এমন ১৮ জন কাউন্সিলরও নিজ পদে থাকবেন ১০ অক্টোবর পর্যন্ত। ১১ অক্টোবর নির্বাচিত মেয়র ও কাউন্সিলরা দায়িত্ব বুঝে নেবেন।
স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন আইন -২০০৯) এর প্রথম অধ্যায়ের সিটি কর্পোরেশনের মেয়াদ সম্পর্কে বলা হয়েছে, ‘কর্পোরেশনের মেয়াদ উহা গঠিত হইবার পর উহার প্রথম সভা অনুষ্ঠিত হইবার তারিখ হইতে পাঁচ বৎসর হইবে’।
কেসিসি থেকে জানা গেছে, ২০১৮ সালের নির্বাচনে বিজয়ী হয়ে তালুকদার আবদুল খালেকের নেতৃত্বাধীন কেসিসির বর্তমান পরিষদ দায়িত্ব গ্রহণ করে ওই বছরের ২৫ সেপ্টেম্বর।
বর্তমান পরিষদের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয় ১১ অক্টোবর। অর্থাৎ চলতি পরিষদের মেয়াদ শেষ হবে চলতি বছরের ১০ অক্টোবর।
মেয়াদ শেষের পরই নতুন পরিষদ দায়িত্ব গ্রহণ করবেন।
আরও পড়ুন: কেসিসি নির্বাচন: এজেন্টদের ভোটকেন্দ্রে প্রবেশে বাধা দেওয়া হচ্ছে, জাপা মেয়র প্রার্থীর অভিযোগ
কেসিসি নির্বাচন: অধিকাংশ কেন্দ্র ফাঁকা, ১১টা পর্যন্ত ভোটগ্রহণ ১১%
১ বছর আগে