নির্ভরতা
কয়লা-এলএনজি'র ওপর নির্ভরতা বাড়িয়ে পরিচ্ছন্ন জ্বালানির বিরুদ্ধে কাজ করছে সরকার: সিপিডি
কয়লা ও এলএনজি আমদানির ওপর নির্ভরতা বাড়িয়ে সরকার পরিচ্ছন্ন জ্বালানি রূপান্তরের বিপরীত পথে চলতে শুরু করেছে বলে মন্তব্য করেছে থিংক ট্যাংক সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)।
বৃহস্পতিবার (১৬ নভেম্বর) রাজধানীর ধানমন্ডিতে সিপিডি কার্যালয়ে 'বিদ্যুৎ ও জ্বালানি খাতে বর্তমান পরিবর্তন' শীর্ষক ত্রৈমাসিক সংবাদ সম্মেলনে সিপিডির গবেষণা পরিচালক ড. খোন্দকার গোলাম মোয়াজ্জেম এ মন্তব্য করেন।
অনুষ্ঠানে বিদ্যুৎ ও জ্বালানি খাতের ওপর মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিপিডির সহযোগী গবেষক হেলেন মশিয়াত প্রীতি।
ড. মোয়াজ্জেম বলেন, কয়লা জীবাশ্ম জ্বালানির সবচেয়ে খারাপ উৎস, বাংলাদেশে এর ব্যবহার বাড়ছে কারণ সরকার জ্বালানি রূপান্তরের বিপরীত দিকে যাত্রা শুরু করেছে।
তিনি বলেন, 'জাতীয় ও আন্তর্জাতিকভাবে কয়লা নির্ভরতা কমানোর কথা বলা হচ্ছে। কিন্তু কয়লার ব্যবহার ও কয়লার জন্য ব্যয় দিন দিন বাড়ছে।’
তিনি আরও বলেন, ‘জুন, জুলাই এবং আগস্ট মাসে লোডশেডিং অব্যাহত ছিল। ট্রান্সমিশন ও ডিস্ট্রিবিউশন সিস্টেমের ত্রুটির কারণে লোডশেডিং বাড়ছে। জ্বালানি খাতে অনেক বিল বকেয়া রয়েছে। জ্বালানি আমদানির অসম্ভাব্যতাও আমি দেখতে পাচ্ছি।’
আরও পড়ুন: ঝুঁকিপূর্ণ ৮৫৬টি পোশাক কারখানায় নজরদারির সুপারিশ সিপিডির
অন্যদিকে অভ্যন্তরীণ গ্যাস উৎপাদন পরিহার করে সরকার এলএনজি আমদানির দিকে ঝুঁকছে এবং এলএনজি অবকাঠামো উন্নয়ন বাড়ছে। এর ফলে ঋণ ও বিল পরিশোধে সরকারের ওপর চাপ বাড়ছে বলে জানান ড. মোয়াজ্জেম হোসেন।
তিনি বলেন, 'দেশীয় গ্যাসের উৎপাদন বাড়ানোর সুযোগ থাকলেও তা করা হচ্ছে না। গ্যাস ক্ষেত্র উন্নয়নে বরাদ্দকৃত অর্থ এলএনজি আমদানির জন্য ঋণ নেওয়া হচ্ছে। সরকারের ৪৬টি কূপ খননের লক্ষ্য মাত্রা রয়েছে, যা পূরণ করতে হবে।’
নবায়নযোগ্য জ্বালানি প্রসঙ্গে ড. মোয়াজ্জেম বলেন, সরকার নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনে আগ্রহী হলেও নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনে জড়িত প্রতিষ্ঠানগুলোর দক্ষতা নিয়ে প্রশ্ন রয়েছে।
আরও পড়ুন: বায়ু দূষণ গুরুতর স্বাস্থ্য উদ্বেগের কারণ: সিপিডি
তিনি বলেন, ‘দক্ষতা বৃদ্ধি না করলে দেশি-বিদেশি বিনিয়োগের সম্ভাবনা কাজে লাগানো যাবে না। প্রতিযোগিতামূলক বাজার তৈরি না করলে বিদ্যুতের উচ্চ মূল্য গ্রাহকদের ওপর চাপ বাড়াবে।’
তিনি বলেন, নবায়নযোগ্য জ্বালানি মাঝারি ও দীর্ঘমেয়াদে সবচেয়ে লাভজনক হলেও গত তিন মাসে এর অগ্রগতি প্রত্যাশার চেয়ে অনেক কম।
অন্যদিকে ক্যাপাসিটি চার্জের নামে প্রতিনিয়ত মার্কিন ডলার অপচয় হচ্ছে। এক ডলার সঞ্চয় রাখার লড়াইয়ে এলএনজি ও কয়লা আমদানিতে ডলার খরচ হচ্ছে।
সিপিডি বলছে, বাংলাদেশে গ্যাস থেকে কার্বন নিঃসরণ বেড়েছে। কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদন থেকে কার্বন নিঃসরণও বেড়েছে। গত ১১ বছরে তা বেড়েছে ৬৮ শতাংশ। বায়ুদূষণের কারণে মানুষের আয়ু কমে যাচ্ছে।
আরও পড়ুন: আরএমজি শিল্পে ন্যূনতম ১৭ হাজার ৫৬৮ টাকা মজুরির সুপারিশ সিপিডির
১ বছর আগে
আস্থা ও নির্ভরতায় শীপ ইন্টারন্যাশনাল হাসপাতালের প্রথম বছরপূর্তি
রোগীর সেবায় আন্তরিকতা ও দায়বদ্ধতার প্রত্যয় নিয়ে ১৮ জুন ২০২৩ রাজধানীর উত্তরায় অবস্থিত শীপ ইন্টারন্যাশনাল হাসপাতালের প্রথম বছরপূর্তি অনুষ্ঠান সম্পন্ন হয়।
রোগীদের দীর্ঘায়ু কামনা করে পবিত্র কোরআন তেলওয়াত, দোয়া আয়োজনের মধ্যে দিয়ে শীপ ইন্টারন্যাশনাল হাসপাতালের প্রথম বছরপূর্তি অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়।
আরও পড়ুন: ডুয়াউক’র বর্ণিল আয়োজনে উদযাপিত ঢাবি’র শত বছর পূর্তি
এ সময় উপস্থিত ছিলেন- শীপ ইন্টারন্যাশনাল হাসপাতালের ডেপুটি চেয়ারম্যান ও সিএফও হিদেও কোজিমা এবং মেডিকেল উপদেষ্টা, কার্ডিওলজি বিভাগের প্রধান এবং চিফ কনসালটেন্ট প্রফেসর ডা. সৈয়দ আলী আহসান, শীপ ইন্টারন্যাশনাল হাসপাতালের পরিচালক ফুতোশি কোনো, পরিচালক জনাব হিরোশি কুমাজাকি, জাপানিজ কার্ডিয়াক সার্জন ডা. কাজুইউকি ইশিবাশি, সার্জারি ডিপার্টমেন্টের চিফ কনসালটেন্ট ও করডিনেটর প্রফেসর ডা. ফিরোজ কাদেরসহ অন্যান্য চিকিৎসক, নার্স ও অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা।
এদের উপস্থিতিতে কেক কাটা হয় ও হাসপাতালের বিভিন্ন বিভাগে রোগীর সেবায় অবদানের জন্য এবং কর্মীদের অংশগ্রহণে বিভিন্ন খেলাধুলায় বিজয়ীদের পুরষ্কৃত করা হয়।
অনুষ্ঠানে শীপ ইন্টারন্যাশনাল হাসপাতালের ডেপুটি চেয়ারম্যান ও সিএফও হিদেও কোজিমা বলেন, শীপ ইন্টারন্যাশনাল হাসপাতাল এক বছর অতিক্রম করেছে।
তিনি বলেন, আন্তর্জাতিক মানের স্বাস্থ্যসেবা প্রদানের লক্ষ্য নিয়ে শীপ ইন্টারন্যাশনাল হাসপাতাল যাত্রা শুরু করেছিলো, আমরা সেখানে সফলতা পেয়েছি।
আরও পড়ুন: বসুন্ধরার স্পন্সরশিপের কারণে ফেডারেশনের ৫০ বছর পূর্তি বয়কট করল ৩ ফিল্ম সোসাইটি
এছাড়া চিকিৎসার প্রয়োজনে রোগীরা আমাদের ওপর আস্থা রেখেছে।
তিনি তার বক্তব্যে বলেন, জাপানি মানসম্পন্ন স্বাস্থ্যসেবা প্রদানের মাধ্যমে প্রাইভেট হেলথ সেক্টরে আমরা নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হিসেবে কাজ করে যাচ্ছি।
তিনি আরও বলেন, আমাদের চিকিৎসক ও নার্সদের দলগত ও স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের মাধ্যমে রোগীকে সেবা প্রদান সত্যিই প্রশংসার দাবীদার।
এছাড়া ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।
শীপ ইন্টারন্যাশনাল হাসপাতালের মেডিকেল উপদেষ্টা, কার্ডিওলজি বিভাগের প্রধান এবং চিফ কনসালটেন্ট প্রফেসর ডা. সৈয়দ আলী আহসান বলেন, আমাদের উৎকর্ষ মানসম্পন্ন জরুরি সেবার জন্যে ইতিমধ্যে আমরা পরিচিতি লাভ করেছি।
তিনি বলেন, আমরা আন্তর্জাতিক মানের হার্ট সেন্টার চালু করেছি। আমাদের ডায়ালাইসিস সেন্টার, মা ও শিশু বিভাগ সহ অন্যান্য সব ডিপার্টমেন্টকে আধুনিক যন্ত্রপাতি সম্বলিত দৃঢ় পরিষেবা কেন্দ্র হিসেবে গড়ে তুলেছি, যা ভবিষ্যতে আমরা আরও আধুনিক ও সম্প্রসারিত করবো ইনশাআল্লাহ।
এছাড়া অনুষ্ঠানে অন্যান্য পরিচালকগণ, চিকিৎসকগণ ও ডিপার্টমেন্ট প্রধানগণ বক্তব্য রাখেন। এ সময়ে হাসপাতালের চেয়ারম্যান জনাব হিরোইউকি কোবায়াশি এর শুভেচ্ছা বার্তাও পাঠ করে শোনানো হয়।
অনুষ্ঠান শেষে রোগী ও তাদের পরিজন এবং বিভিন্ন কর্পোরেট মেম্বারগণ ফ্রি স্বাস্থ্যসেবা গ্রহণসহ এবং জাপানিজ ফুড ফেস্টিভ্যাল, ম্যাজিক শো, গেম শো এর মত নানা আয়োজনে অংশগ্রহণ করেন।
আরও পড়ুন: ঐতিহাসিক শান্তি চুক্তির ২৫ বছর পূর্তি: বিশিষ্ট নাগরিকরা বলছেন প্রত্যাশা অপূর্ণ রয়ে গেছে
১ বছর আগে