বসবাসযোগ্য
‘শিগগিরই নরসিংদী কারাগার সংস্কার করা হবে’
শিগগিরই নরসিংদী কারাগার সংস্কার করে বন্দিদের বসবাসযোগ্য করা হবে বলে জানিয়েছেন ঢাকা বিভাগীয় কমিশনার মো. সাবিরুল ইসলাম।
তিনি বলেন, ‘দ্রুত ক্ষয়ক্ষতি নিরূপণ করে কারাগারটি ব্যবহার যোগ্য করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
শনিবার (২৭ জুলা) সকালে নরসিংদী জেলা কারাগার পরিদর্শন শেষে ঢাকা বিভাগীয় কমিশনার এসব কথা বলেন।
আরও পড়ুন: বগুড়ায় কারাগারের ছাদ ফুটো করে পালানো মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৪ কয়েদি রাতেই গ্রেপ্তার
ঢাকা বিভাগীয় কমিশনার বলেন, ‘কারাগারে হামলা, ভাঙচুর ও অগ্নিকাণ্ডের পর থেকে সরকারের মন্ত্রীসহ সংশ্লিষ্টরা পরিদর্শন করেছেন।’
তিনি আরও বলেন, ‘ক্ষতির পরিমাণ নির্ণয় করতে কারাগারটি পরিদর্শন করলাম। খুব তাড়াতাড়ি ক্ষয়ক্ষতি নিরুপণ করে কারাগারটি ব্যবহার যোগ্য করতে সরকারের কাছে সুপারিশের পাশাপাশি প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
এসময় ঢাকা বিভাগীয় কমিশনার মো. সাবিরুল ইসলামের সঙ্গে ছিলেন অতিরিক্ত কারা মহাপরিদর্শক কর্নেল শেখ সুজাউর রহমান, র্যাব-১১ এর সিও লেফটেন্যান্ট কর্নেল তানভীর বাশার, নরসিংদী জেলা প্রশাসক ড. বদিউল আলম ও পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান।
এর আগে গত ১৯ জুলাই নরসিংদীর কয়েকটি সরকারি স্থাপনায় হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগের পাশপাশি জেলা কারাগারে থাকা ৮২৬ কারাবন্দিসহ ৮৫টি আগ্নেয়াস্ত্র ও গুলি লুট করে নেওয়া হয়।
আরও পড়ুন: খুলনা জেলা কারাগারের নিরাপত্তা জোরদার
বগুড়া কারাগার থেকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৪ কয়েদির পালানোর ঘটনায় ৩ কারারক্ষী বরখাস্ত
৪ মাস আগে
ঢাকা বিশ্বের ৭ম কম বসবাসযোগ্য শহর, যুদ্ধবিধ্বস্ত কিয়েভ থেকেও এর অবস্থান নিচে!
সর্বশেষ ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিটের (ইআইইউ) গ্লোবাল লাইভবিলিটি ইনডেক্স ২০২৩ অনুযায়ী, যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের রাজধানী কিয়েভ থেকেও দুই ধাপ নিচে বিশ্বের সপ্তম সবচেয়ে কম বসবাসযোগ্য শহর হিসেবে স্থান পেয়েছে ঢাকা।
তবে ইআইইউ’র প্রকাশিত সূচক অনুযায়ী,, স্বাস্থ্যসেবা ও শিক্ষার ক্ষেত্রে বাংলাদেশের রাজধানী ঢাকার স্কোর গত বছরের তুলনায় ব্যাপক উন্নতি করেছে।
ঢাকা সর্বমোট ১০০ এর মধ্যে ৪৩.৮ স্কোর করেছে, যা জিম্বাবুয়ের রাজধানী হারারে’র সমান।
সে হিসেবে ঢাকা এই সূচকে ১৭৩টি শহরের মধ্যে ১৬৭তম স্থানে রয়েছে।
ইআইইউ পাঁচটি ক্যাটাগরিতে ৩০টিরও বেশি গুণগত এবং পরিমাণগত বিবেচনা অনুযায়ী শহরগুলোকে তালিকাবদ্ধ করেছে। এগুলো হলো- স্থিতিশীলতা, স্বাস্থ্যসেবা, সংস্কৃতি ও পরিবেশ, শিক্ষা এবং অবকাঠামো।
একটি শহরের এই প্রত্যেকটি উপাদান গ্রহণযোগ্য, সহনীয়, অস্বস্তিকর, আপত্তিকর বা অসহনীয় হিসাবে রেট করা হয়েছে।
স্থিতিশীলতার পরিপ্রেক্ষিতে ঢাকা ১০০ এর মধ্যে ৫০ স্কোর করেছে; যা ২০২২ সালের তুলনায় হ্রাস পেয়েছে।
আরও পড়ুন: পরিবেশবান্ধব লাইফস্টাইল ব্র্যান্ড ‘বর্ণন’ এর যাত্রা শুরু
স্বাস্থ্যসেবা ও শিক্ষার পরিপ্রেক্ষিতে বাংলাদেশের রাজধানী স্কোরে ব্যাপক উন্নতি দেখেছে। ২০২২ সালে স্কোর ছিল ২৯.২ ও ৪১.৭; এর তুলনায় ঢাকা স্বাস্থ্যসেবা ও শিক্ষায় এই বছর যথাক্রমে ৪১.৭ ও ৭৫ স্কোর করেছে।
২০২২ সালে, ঢাকার সামগ্রিক স্কোর ১০০ এর মধ্যে ৩৯.২ ছিল।
তবে, ২০২৩ সালে শহরের সংস্কৃতি ও পরিবেশের (৪০.৫) এবং অবকাঠামো (২৬.৮) ক্ষেত্রে কোনো উন্নতি দেখা যায়নি।
যদিও ২০২৩ সালের ইআইইউ এর লাইভবিলিটি ইনডেক্সে অনেক এশিয়ান শহর স্বাস্থ্যসেবা এবং শিক্ষার ক্ষেত্রে ভাল স্কোর করেছে, তবে মধ্যপ্রাচ্য ও আফ্রিকার শহরগুলো কোভিড-১৯ মহামারি এবং পরবর্তী নানা প্রতিকূলতার কারণে গত বছর থেকে পিছিয়ে গেছে।
রিপোর্টটিতে দেখা যায়, সমীক্ষায় ১৭২টি শহরে (কিয়েভ বাদে) গড় স্কোর এখন ১০০ এর মধ্যে ৭৬.২-এ পৌঁছেছে, যা এক বছর আগে ছিল ৭৩.৩।
অস্ট্রিয়ার ভিয়েনা ১০০ এর মধ্যে ৯৮.৪ স্কোর নিয়ে বিশ্বের সবচেয়ে বাসযোগ্য শহর হিসেবে তার শীর্ষস্থান ধরে রেখেছে।
বিপরীতে, সিরিয়ার দামেস্ক ১০০-এর মধ্যে ৩০.৭ স্কোর নিয়ে বিশ্বের সবচেয়ে কম বসবাসযোগ্য শহরের স্থান পেয়েছে।
পশ্চিম ইউরোপীয় শহরগুলো ২০২৩ সালের র্যাঙ্কিংয়ে পিছিয়ে গেছে, কারণ শ্রমিক ধর্মঘট এবং অন্যান্য নাগরিক অস্থিরতা তাদের স্থিতিশীলতাকে প্রভাবিত করেছে।
২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের ফলে কিয়েভ এই বছরের শীর্ষ কম বসবাসযোগ্য শহরের তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে। যুদ্ধের কারণে এর স্থিতিশীলতা ও অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ায় শহরটি সূচকে ১৭৩টি শহরের মধ্যে ১৬৫তম স্থানে ছিল।
ইআইইউ রিপোর্টে দেখা যায়, ২০২২ সালে রাশিয়ার রাজধানী মস্কো ৯৬তম স্থানে নেমে আসার পর, এই বছরও তার অবস্থান স্থিতিশীল রয়েছে।
আরও পড়ুন: ১৬০ দেশ ভ্রমণের রেকর্ড গড়লেন নাজমুন নাহার
শীর্ষ ১০ সবচেয়ে বাসযোগ্য শহর
১. ভিয়েনা (৯৮.৪)
২. কোপেনহেগেন (৯৮.০)
৩. মেলবোর্ন (৯৭.৭)
৪. সিডনি (৯৭.৪)
৫. ভ্যাঙ্কুভার (৯৭.৩)
৬. জুরিখ (৯৭.১)
৭. ক্যালগারি (৯৬.৮)
৮. জেনেভা (96.8)
৯. টরন্টো (৯৬.৫)
১০. ওসাকা (৯৬.০)
শীর্ষ ১০ কম বাসযোগ্য শহর
১. দামেস্ক (৩০.৭)
২. ত্রিপোলি (৪০.১)
৩. আলজিয়ার্স (৪২.০)
৪. লাগোস (৪২.২)
৫. করাচি (৪২.৫)
৬. পোর্ট মোরসবি (৪৩.৪)
৭. ঢাকা (৪৩.৮)
৮. হারারে (৪৩.৮)
৯. কিইভ (৪৪.০)
১০. ডুয়ালা (৪৬.৪)
আরও পড়ুন: ইয়ুথ গ্লোবালের পৃষ্ঠপোষকতা পাচ্ছে শিল্প-সংস্কৃতির ১৪ প্লাটফর্ম
১ বছর আগে