দারুচিনি
বাজারে মসলার দামের ঊর্ধ্বগতি, ঈদুল আজহার আগে বিপাকে ক্রেতারা
এক বছরে প্রায় সব মসলার দাম দ্বিগুণ হয়েছে। তাই ঈদুল আজহার আগে ভোক্তারা বিশেষ চাপে পড়েছেন। কেননা ঈদুল আজহায় অন্যান্য সময়ের চেয়ে অনেক বেশি মশলা ব্যবহার করা হয়।
প্রয়োজনীয় মসলার পর্যাপ্ত মজুদ ও আমদানি থাকা সত্ত্বেও পাইকারি ও খুচরা উভয় পর্যায়ে ব্যবসায়ীরা পেঁয়াজ, আদা, রসুন, এলাচ, দারুচিনি, লবঙ্গ, জিরা, হলুদ ও ধনিয়ার দাম বাড়িয়েছেন।
কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) এর ভাইস-প্রেসিডেন্ট এসএম নাজের হোসেন ইউএনবিকে বলেন, নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম এমনিতেই বেড়েছে এবং মসলার দাম বৃদ্ধির ফলে নিম্নবিত্ত ও মধ্যবিত্ত আয়ের মানুষদের ওপর চাপ আরও বাড়বে।
ঈদে চাহিদা মেটাতে মশলার পর্যাপ্ত মজুদ থাকলেও যথাযথ মনিটরিংয়ের অভাবে ব্যবসায়ীরা বেশি লাভের জন্য নির্বিচারে দাম বাড়াচ্ছেন বলেও অভিযোগ করেন তিনি।
আরও পড়ুন: ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সংস্কার কাজ বন্ধ থাকবে ১০ দিন
এবার কোরবানি ঈদে ঝড় তুলবে ‘টাইটানিক’
ওভারটাইম ও ঈদ বোনাসের দাবিতে গাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ
১ বছর আগে