অস্পষ্টতা
শেখ হাসিনা ভারতে, যুক্তরাষ্ট্রের ভিসা নিয়ে অস্পষ্টতা
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ অন্যদের ভিসা নিয়ে প্রশ্ন ওঠার মধ্যে যুক্তরাষ্ট্র বলেছে, মার্কিন আইন অনুযায়ী ভিসার তথ্যগুলো গোপন রাখা হয়।
মঙ্গলবার (৬ আগস্ট) মার্কিন ভিসানীতিসহ বিভিন্ন বিষয় নিয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন ঢাকার মার্কিন দূতাবাসের মুখপাত্র।
তিনি বলেন, ‘মার্কিন আইন অনুসারে ভিসার তথ্য গোপনীয়। আমরা কারও ভিসার বিষয়ে বিস্তারিত আলোচনা করি না।’
যুক্তরাষ্ট্র শেখ হাসিনা, তার বোন, সাবেক সরকারের মন্ত্রী, উপদেষ্টা ও কর্মকর্তাদের মার্কিন ভিসা বাতিল করেছে- এমন তথ্য জানার জন্য অনেক সাংবাদিক মার্কিন কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করেছেন।
গত ৫ আগস্ট কারফিউ উপেক্ষা করে ঢাকায় জড়ো হয়ে শেখ হাসিনাকে পদত্যাগ ও দেশ ছাড়তে বাধ্য করেন বিক্ষোভকারীরা। বর্তমানে তিনি ভারতে অবস্থান করছেন।
আরও পড়ুন: ‘রাজনৈতিক শূন্যতা’ পূরণে অবিলম্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের আহ্বান ড. দেবপ্রিয়র
ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর মঙ্গলবার রাজ্যসভায় বাংলাদেশের পরিস্থিতি নিয়ে 'স্বতঃপ্রণোদিত বিবৃতি'য় বলেন, 'আমাদের বুঝতে পেরেছি যে, নিরাপত্তা প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা দৃশ্যত পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। খুব অল্প সময়ের নোটিশে তিনি এই মুহূর্তে ভারতে আসার অনুমতি চেয়েছেন। আমরা একই সঙ্গে বাংলাদেশের কর্তৃপক্ষের কাছ থেকে ফ্লাইট ক্লিয়ারেন্সের জন্য একটি অনুরোধ পেয়েছি। গতকাল সন্ধ্যায় তিনি দিল্লিতে পৌঁছেছেন।’
এদিকে বিভিন্ন জল্পনা-কল্পনার মধ্যে যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয় মঙ্গলবার সকালে এনডিটিভিকে জানিয়েছে, ব্রিটিশ অভিবাসন আইন অনুযায়ী কোনো ব্যক্তি আশ্রয় বা অস্থায়ী আশ্রয়ের জন্য সে দেশে যেতে পারেন না।
আরও পড়ুন: শেখ হাসিনার আশ্রয় নিয়ে জল্পনা-কল্পনা, নিয়ম স্পষ্ট করল যুক্তরাজ্য
৪ মাস আগে
আরপিও নিয়ে 'অস্পষ্টতা' দূর করতে ডাকা ইসির সভা হঠাৎ স্থগিত
সম্প্রতি সংশোধিত গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) নিয়ে 'অস্পষ্টতা' দূর করতে ২০ জুলাই নির্বাচন বিশেষজ্ঞ, নাগরিক সমাজ ও গণমাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা করতে চেয়েছিল নির্বাচন কমিশন (ইসি)।
গত ১৩ জুলাই ইসি সচিব জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত আমন্ত্রণপত্র সংশ্লিষ্টদের কাছে পাঠানো হয়। কিন্তু হঠাৎ করে নির্বাচন কমিশন ওই সভা স্থগিত করে।
আরও পড়ুন: একতরফাভাবে আগামী নির্বাচন করতে আরপিও সংশোধন করেছে সরকার: গণতন্ত্র মঞ্চ
নির্বাচন কমিশনের জনসংযোগ পরিচালক শরিফুল আলম গণমাধ্যমকে বলেন, আরপিও বিষয়ে সুচিন্তিত মতামত ও পরামর্শ পেতে আগামী ২০ জুলাই অনুষ্ঠিতব্য বৈঠক অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে।
কমিশন সকল আমন্ত্রিতদের চিঠি ও ফোনে সভা স্থগিত করার কথা জানিয়েছে। গত ৪ জুলাই জাতীয় সংসদে গণপ্রতিনিধিত্ব আদেশের (আরপিও) সংশোধনী বিল-২০২৩ পাস হয়।
আরও পড়ুন: আরপিও সংশোধনী বিল মড়ার ওপর খাড়ার ঘা: টিআইবির উদ্বেগ
ইভিএম ব্যবহারের সুযোগ রেখে আরপিও সংশোধনের অধ্যাদেশে রাষ্ট্রপতির সই
১ বছর আগে