সহযোগী সংগঠন
আ. লীগের সহযোগী সংগঠনের সমাবেশ এলাকা জনসমুদ্রে পরিণত
সারাদেশ থেকে আওয়ামী লীগের ৩ সংগঠনের লাখ লাখ নেতা-কর্মী শান্তি সমাবেশে যোগ দিয়েছে। রাজধানীর বায়তুল মোকাররমের দক্ষিণ গেট ও আশপাশের এলাকায় জনসমুদ্রে পরিণত হয়েছে।
দেশাত্মবোধক গান পরিবেশনার মধ্য দিয়ে শুরু হয় এই শান্তি সমাবেশ।
আরও পড়ুন: নয়াপল্টনের জনসভায় স্ট্রোক করে বিএনপি নেতার মৃত্যু
১ বছর আগে
আ.লীগের সহযোগী সংগঠনের সমাবেশের জন্য মঞ্চ প্রস্তুত
নগরীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটে আওয়ামী লীগের সহযোগী সংগঠন ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের যুব মহাসমাবেশের মঞ্চ তৈরি করা হয়েছে।
বিএনপি বৃহস্পতিবারের পরিবর্তে শুক্রবার সমাবেশ করার সিদ্ধান্ত নেওয়ার পর এই সিদ্ধান্ত নেয় আওয়ামী লীগ।
বৃহস্পতিবার সন্ধ্যায় ঘটনাস্থল পরিদর্শন করে ইউএনবি দেখতে পায় সেখানে ২০ থেকে ২২ জন কর্মী কাজ করছেন এবং মঞ্চের পেছনে কাজ করছেন ১০ থেকে ১৫ জন কর্মী।
ডেকোরেশনের দায়িত্বে থাকা টোটাল সলিউশনের স্বত্বাধিকারী মোজাম্মেল হক জানান, মঞ্চটি হবে ৬৪ ফুট লম্বা ও ২৮ ফুট চওড়া। বিকেল থেকেই মঞ্চ তৈরি করছেন আমাদের কর্মীরা।
আরও পড়ুন: আ.লীগের নেতৃত্বে দেশের উন্নয়ন সমৃদ্ধি তুলে ধরুন: নেতা-কর্মীদের প্রতি প্রধানমন্ত্রী
আওয়ামী লীগের তিন সহযোগী সংগঠনের শান্তি সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাড. কামরুল ইসলাম, জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম ও সাংগঠনিক সম্পাদক মির্জা আজম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু জানান, ঢাকা বিভাগের তিন থেকে পাঁচ লাখ ছাত্র-যুবক এখানে জড়ো হবেন। এটা আরো বাড়তে পারে।
তিনি আরও বলেন, ‘আগত অতিথিদের জন্য পর্যাপ্ত পানির ব্যবস্থা করা হবে। ইতোমধ্যে অনেক জেলা থেকে নেতাকর্মীরা এসেছেন। আমি তাদের খাবারের ব্যবস্থা করছি। সমাবেশে পর্যাপ্ত পানি, খাবার ও পানীয় ও চিকিৎসার ব্যবস্থা থাকবে। । যারা অসুস্থ তাদের জন্য স্বেচ্ছাসেবক লীগের ২০ জন ডাক্তারের একটি টিম গঠন করেছি।’
স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বলেন, প্রস্তুতি প্রায় শেষ, আমি মনে করি শুক্রবার লক্ষাধিক তরুণ-শিক্ষার্থীর গণসমাবেশ হবে।
বৃহস্পতিবার বিকেলে বঙ্গবন্ধু এভিনিউস্থ ছাত্রলীগের কার্যালয়ে সমাবেশ সংক্রান্ত এক সংবাদ সম্মেলনে ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন, যুবলীগের সাধারণ সম্পাদক মইনুল হোসেন খাঁন নিখিল ও স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু উপস্থিত ছিলেন।
যুবলীগের সাধারণ সম্পাদক মইনুল হোসেন খান নিখিল বলেন, সমাবেশ আমাদের প্রত্যাশার চেয়েও বড় হবে।
তিনি আশা প্রকাশ করেন, ‘অনুষ্ঠানে শুধু নেতা-কর্মী-সমর্থকরাই যোগ দেবেন না, মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী গণমানুষ স্বতঃস্ফূর্তভাবে যোগ দেবেন।
এর আগে শুক্রবার ২৩টি শর্তে বিএনপি ও আওয়ামী লীগের তিন সহযোগী সংগঠনকে যথাক্রমে নয়াপল্টন ও বায়তুল মোকাররমে সমাবেশের অনুমতি দেওয়া হয়েছে।
আরও পড়ুন: আ.লীগ ও বিএনপির জন্য শর্ত একই: শুক্রবারের সমাবেশ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী
১ বছর আগে
আ. লীগের অভ্যন্তরীণ মতবিনিময় সভা আজ
আওয়ামী লীগের সকল সহযোগী সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক, ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর এবং ঢাকা জেলা আওয়ামী লীগের সঙ্গে মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় গুলিস্তানের বঙ্গবন্ধু এভিনিউয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে।
গত বৃহস্পতিবার আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় যে সভায় সভাপতিত্ব করবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
এতে সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে সভায় উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়।
আরও পড়ুন: যুবলীগের ‘তারুণ্যের জয়যাত্রা’ সমাবেশ ২৭ জুলাই
সংবিধান অনুযায়ী নির্বাচন হবে: ওবায়দুল কাদের
১ বছর আগে
ঢাকাসহ সারা দেশে বিএনপির শোকমিছিল আজ
মঙ্গলবার দলের পদযাত্রার সময় লক্ষ্মীপুরে কৃষকদল নেতা নিহতের প্রতিবাদে আজ (বৃহস্পতিবার) ঢাকাসহ দেশব্যাপী ‘শোকমিছিল’ করবে বিএনপি।
মঙ্গলবার দল ও জোটের শরিকদের পদযাত্রায় হামলার প্রতিবাদ জানাতেও আজকের কর্মসূচির আয়োজন করা হয়েছে।
বিকাল ৩টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শোকমিছিল বের করবে বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।
বুধবার রাজধানীর উত্তরার আবদুল্লাহপুর থেকে যাত্রাবাড়ী অভিমুখে দ্বিতীয় দিনের পদযাত্রা শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস এ কর্মসূচি ঘোষণা করেন।
পরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, দেশের সব মহানগর ও জেলা শহরে শোকমিছিল বের করা হবে।
তিনি বলেন, বিকাল ৩টায় নয়াপল্টন থেকে একটি শোকমিছিল বের করে শান্তিনগর, মালিবাগ ও মৌচাক হয়ে মগবাজারে গিয়ে শেষ হবে।
আরও পড়ুন: ১০ দফা দাবি এক দফায় পরিণত, শেখ হাসিনার পদত্যাগ: ফখরুল
তিনি বলেন, সরকারের পদত্যাগসহ এক দফা দাবিতে শুক্রবার জুমার নামাজের পর সারা দেশের মসজিদে মুসল্লিদের মাঝে লিফলেট বিতরণ করবেন দলের নেতা-কর্মীরা।
এক দফা আন্দোলনের অংশ হিসেবে মঙ্গলবার ও বুধবার রাজধানীসহ সারা দেশে পদযাত্রা কর্মসূচি পালন করে বিএনপি।
মঙ্গলবারের কর্মসূচিতে দেশের বিভিন্ন স্থানে পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষে অন্তত একজন নিহত ও কয়েকশ’ মানুষ আহত হন।
একই দিন রাজধানীর মিরপুর সরকারি বাঙলা কলেজের সামনে বিএনপির পদযাত্রায় হামলার ঘটনা ঘটে।
১২ জুলাই বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আওয়ামী লীগকে ক্ষমতা থেকে অপসারণ করে 'নিরপেক্ষ' সরকারের অধীনে আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে 'এক দফা' আন্দোলনের আনুষ্ঠানিক ঘোষণা দেন।
আরও পড়ুন: আর নিপীড়ন সহ্য নয়, উপযুক্ত জবাব দিন: মির্জা আব্বাস
এক দফা আন্দোলন: আবদুল্লাহপুর থেকে যাত্রাবাড়ী পর্যন্ত বিএনপির দ্বিতীয় দিনের পদযাত্রা শুরু
১ বছর আগে