দেং সিজুন
ঢাকায় চীনা বিশেষ দূত, পররাষ্ট্র মন্ত্রণালয়ে বৈঠক অনুষ্ঠিত
এশীয় বিষয়ক চীনের বিশেষ দূত দেং সিজুন ঢাকায় দুটি পৃথক বৈঠক করেছেন এবং রোহিঙ্গা প্রত্যাবাসনসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেছেন।
একটি কূটনৈতিক সূত্র জানিয়েছে, চার মাসেরও কম সময়ের মধ্যে এটি তার দ্বিতীয় সফর এবং তিনি সোমবার (৩১ জুলাই) ঢাকায় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এবং পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে পৃথকভাবে বৈঠক করেছেন।
এবার বাংলাদেশে আসার আগে চীনের বিশেষ দূত মিয়ানমার সফর করেছেন। মঙ্গলবার তার ঢাকা ত্যাগের কথা রয়েছে।
তবে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের কোনো কর্মকর্তা বা স্বয়ং পররাষ্ট্রমন্ত্রীও এখন পর্যন্ত জিজুনের সফর সম্পর্কে কিছু জানাননি।
আরও পড়ুন: ঝিনজিয়াংয়ে বন্দিশিবির নেই, বিদেশি গণমাধ্যমসহ সবার জন্য উন্মুক্ত: চীন
এপ্রিলের শুরুতে চীনের বিশেষ দূতের সঙ্গে বৈঠকের পর রোহিঙ্গারা মিয়ানমারে ফিরতে শুরু করবে বলে পররাষ্ট্রমন্ত্রী মোমেন তার আশা পুনর্ব্যক্ত করেন।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, রোহিঙ্গা প্রত্যাবাসনের সুবিধার্থে অনেকেই কাজ করছেন। ‘আমার বলা উচিত তারা (চীন) একটি খুব ভাল উদ্যোগ নিয়েছে এবং তারা সেই অনুযায়ী কাজ করছে।’
পররাষ্ট্রমন্ত্রী বলেন, রোহিঙ্গাদের প্রত্যাবাসন শুরুর জন্য অতীতে দুবার চেষ্টা করা হলেও দুটিই ব্যর্থ হয়েছে।
মোমেন বলেন, চীনা পক্ষ বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে আলোচনার সুযোগ দেয় এবং আশা প্রকাশ করে যে রোহিঙ্গারা নিজ দেশে ফিরতে শুরু করবে।
আরও পড়ুন: চীনের ঝিনজিয়াংয়ে 'বন্দিশিবিরের' দাবি ভিত্তিহীন: বাংলাদেশের গণমাধ্যম প্রতিনিধি দলকে অঞ্চলটির বৃহত্তম মসজিদের ইমাম
ঢাকা-বেইজিং কৌশলগত সম্পর্ককে নতুন উচ্চতায় নিতে হবে: চীনা রাষ্ট্রদূত
১ বছর আগে