বাংলাদেশ মহিলা সমিতি বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ
চট্টগ্রামে এক স্কুলেই ১০৭ শিক্ষার্থী ডেঙ্গু আক্রান্ত!
চট্টগ্রাম মহানগরীর বাংলাদেশ মহিলা সমিতি বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজে (বাওয়া) ১০৭ শিক্ষার্থী ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে।
নগরীর বাগমনিরাম ওয়ার্ডের দামপাড়া এলাকার বাওয়া স্কুল কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, গত ২০ জুলাই থেকে শিক্ষার্থীরা ডেঙ্গুতে আক্রান্ত হয়। বিষয়টি অত্যন্ত উদ্বেগজনক বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
অভিভাবকদের ধারণা, শিক্ষার্থীরা বিদ্যালয়ে মশার কামড় খেয়ে ডেঙ্গু আক্রান্ত হয়েছে।
বিদ্যালয়টিতে দুই শিফটে প্রায় সাড়ে ৭ হাজার শিক্ষার্থী রয়েছে। শিক্ষক আছেন ১৪২ জন। ডেঙ্গু আক্রান্ত শিক্ষার্থীরা বিদ্যালয়টির প্রাক-প্রাথমিক থেকে দশম শ্রেণির। এর মধ্যে মর্নিং শিফটের শিক্ষার্থী রয়েছে ৬৮ জন ও ডে শিফটের শিক্ষার্থী ৩৯ জন। সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে নবম শ্রেণির মর্নিং শিফটে ১৪ শিক্ষার্থী।
বিদ্যালয়টির ভারপ্রাপ্ত অধ্যক্ষ আরিফ উল হাছান চৌধুরী বলেন, মর্নিং শিফটের ৬৮ শিক্ষার্থীর মধ্যে ২০ জন এরই মধ্যে সুস্থ হয়েছে। বাকিরা চিকিৎসাধীন। পাশাপাশি ছয় শিক্ষক ও এক আয়াও ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। শিক্ষকদের মধ্যে চারজন সুস্থ হয়েছেন। দু’জন চিকিৎসাধীন। এক মাসের মধ্যে তারা সবাই ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন।
বিদ্যালয়টির সহকারী প্রধান শিক্ষক খাদিজা বেগম বলেন, ডে শিফটের ৩৯ শিক্ষার্থী ডেঙ্গু আক্রান্ত। তারা চিকিৎসা নিচ্ছে। তাই বিদ্যালয়ে আসছে না।
আরও পড়ুন: চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে পুলিশ সদস্যের মৃত্যু
অভিভাবকদের অভিযোগ, বিদ্যালয়ের বিভিন্ন স্থানে পানি জমে আছে। পাশ দিয়ে গেছে নালা। সেটিও আবর্জনায় ভর্তি। বিদ্যালয়ের শৌচাগার অপরিচ্ছন্ন। বিভিন্ন স্থানে ময়লা জমে আছে। তাদের দাবি, দিনের একাংশ সন্তানরা বিদ্যালয়ে কাটায়। এখানে তাদের মশা কামড়াতে পারে।
চট্টগ্রাম জেলা সিভিল সার্জন মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী বলেন, এক বিদ্যালয়ের এত শিক্ষার্থী ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার বিষয়টি উদ্বেগজনক। বিদ্যালয়টিতে পরিচ্ছন্নতা অভিযান চালানোর পাশাপাশি মশার ওষুধ ছিটানো জরুরি।
বিদ্যালয়ে মশকনিধনের নিয়মিত ওষুধ ছিটানো হয়েছে বলে দাবি করেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ জানিয়েছেন, মশা যেকোনো জায়গা থেকে কামড়াতে পারে। বিদ্যালয়ে দুদিন আগেও মশা মারার ওষুধ ছিটানো হয়েছে। শিক্ষার্থীদের নিয়ে সচেতনতামূলক সভা করা হয়েছে। শিক্ষকেরাও শ্রেণিকক্ষে ডেঙ্গু সম্পর্কে নানা পরামর্শ দিচ্ছেন।
১৫ নম্বর বাগমনিরাম ওয়ার্ডের কাউন্সিলর গিয়াস উদ্দিন জানান, ইতোমধ্যে মশার ওষুধ ছিটানো হয়েছে।
আরও পড়ুন: দক্ষিণ সিটির ৩ হাসপাতালে বৃহস্পতিবার থেকে বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষা
বাংলাদেশে ডেঙ্গু আক্রান্তের হারের উর্ধ্বগতি, দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান ডব্লিউএইচও’র
১ বছর আগে