আর্ল আর মিলার
আগামী নির্বাচনে বাংলাদেশ বিদেশি পর্যবেক্ষকদের জন্য উন্মুক্ত থাকবে: পররাষ্ট্রমন্ত্রী
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিদেশি পর্যবেক্ষকদের জন্য বাংলাদেশ উন্মুক্ত থাকবে।
বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বাংলাদেশে নিযুক্ত বিদায়ী মার্কিন রাষ্ট্রদূত আর্ল আর মিলার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এ কথা বলেন।
নির্বাচনের অবাধ ও সুষ্ঠু প্রকৃতি এবং উচ্চ ভোটার উপস্থিতির ওপর জোর দিয়ে পররাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রদূত মিলারকে চলমান ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের পাশাপাশি নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের বিষয়ে অবহিত করেন।
আরও পড়ুন: শান্তি মিশনে সরকারি কর্মকর্তাদের পাঠানোর প্রস্তাবে মন্ত্রণালয়ের সায়
তারা দুই বন্ধুত্বপূর্ণ দেশের মধ্যে বিদ্যমান চমৎকার দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও এগিয়ে নিয়ে যেতে এবং প্রশিক্ষণ কর্মসূচির আয়োজনসহ মানবাধিকারের ক্ষেত্রে দু’দেশের মধ্যে সহযোগিতার উপায় নিয়েও আলোচনা করেন।
জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের মানবিক কার্যক্রমে সবচেয়ে বড় দাতা হওয়ায় যুক্তরাষ্ট্রকে ধন্যবাদ জানান ড. মোমেন। এ সময় জাতিসংঘের সঙ্গে স্বাক্ষরিত সমঝোতা স্মারক অনুযায়ী যুক্তরাষ্ট্রকে ভাসানচরে মানবিক কার্যক্রমে অংশগ্রহণের আহ্বান জানান তিনি।
বাংলাদেশ যুক্তরাষ্ট্র থেকে যে টিকা সহায়তা পেয়েছে তার কথা বিশেষভাবে উল্লেখ করেন পররাষ্ট্রমন্ত্রী।
আরও পড়ুন: পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেনকে নববর্ষের শুভেচ্ছা ব্লিনকেনের
কোভ্যাক্স সুবিধার আওতায় বাংলাদেশ এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র থেকে করোনার ২৮ মিলিয়ন টিকা পেয়েছে এবং অদূর ভবিষ্যতে আরও পাবে।
সরকার ও জনগণের কাছ থেকে উষ্ণ আতিথেয়তা পাওয়ায় বাংলাদেশের সময়টা তার কর্মজীবনের সেরা সময়। সব ধরনের সহযোগিতা ও সমর্থনের জন্য ড. মোমেন ও পররাষ্ট্র মন্ত্রণালয়কে ধন্যবাদ জানান বিদায়ী রাষ্ট্রদূত।
তিনি রোহিঙ্গা ইস্যুতে শুধু মানবিক সহায়তার মাধ্যমে নয়, প্রত্যাবাসনের মাধ্যমে রাজনৈতিক নিষ্পত্তির জন্য যুক্তরাষ্ট্রের জোরালো সমর্থন পুনর্ব্যক্ত করেন।
এ সময় মিলার আশাবাদ ব্যক্ত করেন তার উত্তরসূরি দু’দেশের অর্থনৈতিক সহযোগিতাকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে যথেষ্ট অবদান রাখবেন।
আরও পড়ুন: আওয়ামী লীগ সরকার কখনই লবিস্ট নিয়োগ করেনি, করার পরিকল্পনাও নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
২ বছর আগে
ঢাকা-ওয়াশিংটন সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছাবে: বিদায়ী মার্কিন রাষ্ট্রদূত
ঢাকা-ওয়াশিংটন সম্পর্ক ‘নতুন উচ্চতা’য় পৌঁছাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বিদায়ী মার্কিন রাষ্ট্রদূত আর্ল আর মিলার।
তিনি বলেন, শিগগিরই ওয়াশিংটন থেকে উচ্চপর্যায়ের একটি প্রতিনিধি দল বাংলাদেশ সফরে আসবে। দুই দেশের সম্পর্ক আরও উচ্চ পর্যায়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে পারস্পরিক স্বার্থের বিভিন্ন বিষয়ে আলোচনার প্রস্তুতি শুরু করেছে ওই প্রতিনিধি দল।
বুধবার প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা অধ্যাপক গওহর রিজভী'র সঙ্গে বিদায়ী সাক্ষাতের সময় মিলার এসব কথা বলেন।
আরও পড়ুন: রোহিঙ্গা প্রত্যাবাসনে চেষ্টা অব্যাহত রাখবে তুরস্ক: ত্রাণ প্রতিমন্ত্রী
তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়ে উপদেষ্টার দপ্তরে বিকাল ৪টা ৩০ মিনিট থেকে ০৫টা ৩০ মিনিট পর্যন্ত বৈঠক করেন। এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন ঢাকাস্থ আমেরিকা দূতাবাসের ডেপুটি চীফ অব মিশন মিস হেলেন লাফেইভ ও রাজনৈতিক শাখা প্রধান মি. আর্তুরো হাইনস।
আলোচনায় যুক্তরাষ্ট্রের বিদায়ী রাষ্ট্রদূত বাংলাদেশে প্রায় তিন বছর দুই মাস অবস্থানকালে দুই দেশের সম্পর্ক উন্নয়নের যেসব বিষয়গুলোর ওপর গুরুত্ব দিয়েছিলেন সেগুলো নিয়ে আলোচনা করেন। উপদেষ্টা গওহর রিজভীও ব্যাবসা-বিনিয়োগ, শিক্ষা-সংস্কৃতি, প্রতিরক্ষা ও দুর্যোগ ব্যাবস্থাপনায় দুই দেশের মধ্যে চমৎকার সম্পর্ক রয়েছে বলে উল্লেখ করেন।
আরও পড়ুন: সন্ত্রাস দমন ও নিরাপত্তা সহযোগিতায় ঢাকা-আঙ্কারা সমঝোতা স্মারক সই
রোহিঙ্গা সংকট মোকাবিলায় বাংলাদেশ একা নয়: সোলাইমান সয়লু
২ বছর আগে
কাল আসছে ফাইজারের আরও ২৫ লাখ ডোজ
কোভ্যাক্স সুবিধার আওতায় আগামীকাল সোমবার (২৭ সেপ্টেম্বর) রাত সোয়া ১০টায় যুক্তরাষ্ট্র থেকে ফাইজারের আরও ২৫ লাখ টিকা দেশে আসবে।
রবিবার (২৬ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
এতে বলা হয়, সোমবার রাতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আমেরিকার ফ্লোরিডা অঙ্গরাজ্য থেকে ন্যাশনাল এয়ার লাইন্স কার্গো বিমানে কোভ্যাক্স সুবিধার আওতায় ২৫ লাখ ডোজ টিকা দেশে এসে পৌঁছবে।
টিকাগুলো গ্রহণ করতে বিমান বন্দরে বাংলাদেশে নিযুক্ত আমেরিকার রাষ্ট্রদূত আর্ল আর মিলার, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলমসহ স্বাস্থ্যখাতের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন।
এর আগে কোভ্যাক্স সুবিধার আওতায় যুক্তরাষ্ট্রের মাধ্যমে প্রথম দফায় ১ লাখ ৬২০ ডোজ এবং দ্বিতীয় দফায় ১০ লাখ ৩ হাজার ৮৬০ ডোজ টিকা দেশে এসেছে। আগামীকাল আরও ২৫ লাখ ডোজ আসলে এনিয়ে ফাইজারের মোট ৩৬ লাখ ৪ হাজার ৪৮০ ডোজ ভ্যাকসিন দেশে এসে পৌঁছবে।
পড়ুন: ৫ থেকে ১১ বছর বয়সী শিশুদের মধ্যে কাজ করছে ফাইজারের টিকা!
এর আগে অ্যাস্ট্রেজেনেকা, সিনোফার্মা, মডার্না টিকাসহ ক্রয়কৃত ও কোভ্যাক্স সুবিধার আওতায় মোট টিকা দেশে এসেছে ৪ কোটি ৯৪ লাখ ২৯ হাজার ৯৪০ ডোজ। এর মধ্যে (২৫ সেপ্টেম্বর পর্যন্ত) প্রথম ডোজ মোট ২ কোটি ৪১ লাখ ৯৭ হাজার ৫৯৮ জনকে এবং ১ কোটি ৬০ লাখ ৩৩ হাজার ৯৭১ জনকে দ্বিতীয় ডোজ টিকা দেয়া হয়েছে।
এছাড়াও চীনের সিনোফার্ম এর ৬ কোটি ডোজ টিকা ক্রয়ের চুক্তি অনুযায়ী এ মাস থেকেই প্রতি মাসে ২ কোটি ডোজ করে ভ্যাকসিন দেশে আসার প্রক্রিয়া চলমান রয়েছে।
পাশাপাশি বিশ্ব স্বাস্থ্য সংস্থার মাধ্যমে আরও সাড়ে ১০ কোটি ডোজ ভ্যাকসিনসহ মোট ২৪ কোটি ডোজ ভ্যাকসিন ক্রয়ের প্রক্রিয়াও চলমান রয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
পড়ুন: ফাইজারের আরও ১০ লাখ টিকা দেশে
১৮ বছরের কম বয়সী শিক্ষার্থীরা পাবে ফাইজার-মডার্নার টিকা
৩ বছর আগে
করোনা মোকাবিলায় আরও ৩০০ ভেন্টিলেটর ক্রয় করা হবে: স্বাস্থ্যমন্ত্রী
করোনা মোকাবিলায় আরও ৩০০ ভেন্টিলেটর ক্রয় করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।
৩ বছর আগে
ঢাকা সিটি নির্বাচন বিশ্বাসযোগ্য হবে বলে আশাবাদী যুক্তরাষ্ট্র
ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচন ‘উৎসবমুখর, অবাদ, বিশ্বাসযোগ্য ও অংশগ্রহণমূলক’ হবে বলে আশা প্রকাশ করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল আর মিলার।
৪ বছর আগে
সিলেটে বিনিয়োগের উপায় নিয়ে কাজ চলছে: মার্কিন রাষ্ট্রদূত
সিলেট, ০৪ সেপ্টেম্বর (ইউএনবি)- বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল আর মিলার জানিয়েছেন, মার্কিন কোম্পানিগুলোর সিলেটে বিনিয়োগ এবং সিলেটের কোম্পানিগুলোর যুক্তরাষ্ট্রে বিনিয়োগের উপায় নিয়ে তারা কাজ করছেন।
৫ বছর আগে
রোহিঙ্গাদের ফেরত পাঠাতে যুক্তরাষ্ট্র চাপ অব্যাহত রাখবে: রাষ্ট্রদূত
কুড়িগ্রাম, ২৪ আগস্ট (ইউএনবি)- রোহিঙ্গাদের ফেরত পাঠাতে যুক্তরাষ্ট্র চাপ অব্যাহত রাখবে বলে শনিবার জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল আর মিলার।
৫ বছর আগে