বেতন বৃদ্ধি
চট্টগ্রাম ইপিজেডে শ্রমিক বিক্ষোভ
বেতন বৃদ্ধির দাবিতে চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (সিইপিজেড) প্যাসিফিক জিন্স লিমিটেড এবং জে জে মিলস প্রাইভেট লিমিটেড নামের দুটি কারখানার শ্রমিকরা কাজ বন্ধ করে বিক্ষোভ করেছেন।
মঙ্গলবার (৯ জানুয়ারি) দুই কারখানার কয়েক হাজার শ্রমিক আন্দোলন শুরু করেন। পরে মালিক পক্ষ এসে বেতন বৃদ্ধির আশ্বাস দেওয়ায় শ্রমিকরা কাজে ফিরে গেছে।
আরও পড়ুন: চট্টগ্রামে বাসে আগুন, প্রতিবাদে ছাত্রলীগের বিক্ষোভ
আন্দোলনরত শ্রমিকদের দাবি, সরকার নির্ধারিত বেতনের চেয়ে ও অন্যান্য কারখানার তুলনায় তাদের বেতন কম বাড়ানো হয়েছে।
জানা গেছে, পোশাক কারখানার শ্রমিকদের জন্য সর্বনিম্ন সাড়ে ১২ হাজার টাকা এবং সর্বোচ্চ ১৪ হাজার ৭৫০ টাকা বেতন নির্ধারণ করে নূন্যতম মজুরির খসড়া সুপারিশ প্রকাশ করেছে সরকার। যেখানে পাঁচটি গ্রেড রাখা হয়েছে।
আন্দোলনকারী শ্রমিকদের একজন কামাল উদ্দিন বলেন, তাদের কারখানায় নতুন বেতন কাঠামো পাচ্ছেন নতুন যোগ দেওয়া শ্রমিকরা। কিন্তু পুরনো শ্রমিকরা এই নতুন বেতন কাঠামোর আওতাভুক্ত হচ্ছেন না। ফলে পুরোনোদের বেতন এবং নতুন যোগদানকারীদের বেতনের পার্থক্য হচ্ছে হাজার থেকে এক হাজার ২০০ টাকা।
আরও পড়ুন: পটুয়াখালীতে নির্বাচন বর্জনের প্রচারণায় ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও লিফলেট বিতরণ
১১ মাস আগে
ঢামেক হাসপাতালে আহত পোশাক শ্রমিকের মৃত্যু
গাজীপুরের কোনাবাড়ীতে বেতন বৃদ্ধির দাবিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সংঘর্ষে গত বুধবার (৮ নভেম্বর) আহত হওয়া আরও এক পোশাক শ্রমিক ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল রাতে মারা গেছেন।
ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ ও ইন্সপেক্টর বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত জালাল উদ্দিন (৪২) গাজীপুরের কোনাবাড়ী এলাকার ইসলাম গার্মেন্টসের সুপারভাইজার ছিলেন।
এ নিয়ে গত কয়েকদিনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সংঘর্ষে এক নারীসহ ৩ পোশাক শ্রমিক নিহত হয়েছেন।
আরও পড়ুন: পুলিশ ও পোশাক শ্রমিকদের সংঘর্ষে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এক ঘণ্টা যান চলাচল বন্ধ
এর আগে গত বুধবার ন্যূনতম মজুরি (বাড়িয়ে ২৩ হাজার টাকা) বাড়ানোর দাবিতে বেশ কয়েকটি কারখানার শ্রমিকরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে কয়েকজন শ্রমিক আহত হন।
পরে জালালকে উন্নত চিকিৎসার জন্য ঢামেক হাসপাতালে নেওয়া হয় এবং গতকাল রাতে তার মৃত্যু হয়।
ওই দিন সংঘর্ষের পর ঢামেক হাসপাতালে নেওয়ার পথে আঞ্জুয়ারা খাতুন (৩০) নামে এক পোশাক শ্রমিকের মৃত্যু হয়।
গত ৩০ অক্টোবর গাজীপুরের ভোগড়ায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে পুলিশের সঙ্গে সংঘর্ষে পোশাক কর্মী রাসেল হাওলাদার নিহত হন।
রাসেলের সহকর্মীদের দাবি, পুলিশের গুলিতে তার মৃত্যু হয়েছে। কিন্তু পুলিশ অভিযোগ প্রত্যাখ্যান করেছে।
আরও পড়ুন: নতুন মজুরি ডিসেম্বর থেকেই বাস্তবায়ন করবে পোশাক শিল্প
পোশাক কারখানার নিরাপত্তা জোরদারে ঢাকা ও আশপাশের এলাকায় ৪৪ প্লাটুন বিজিবি মোতায়েন
১ বছর আগে
বেতন বৃদ্ধির দাবিতে সাভারে পুলিশ-পোশাকশ্রমিক সংঘর্ষে আহত ১৫
ন্যূনতম ২৩ হাজার টাকা মূল বেতনের দাবিতে সাভারের হেমায়েতপুরে আন্দোলনরত পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে।
এ ঘটনায় অন্তত ১৫ শ্রমিক আহত হয়েছেন। সোমবার (৩০ অক্টোবর) হেমায়েতপুরের পদ্মার মোড়ে সংঘর্ষের ঘটনাটি ঘটে।
আরও পড়ুন: বেতন বৃদ্ধির দাবিতে গাজীপুরে পোশাক শ্রমিকদের বিক্ষোভ
সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা জানান, ন্যূনতম ২৩ হাজার টাকা মূল বেতনের দাবিতে বেশ কয়েকটি পোশাক কারখানায় শ্রমিকরা হামলা চালায়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কাঁদানে গ্যাস নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে।
তিনি আরও জানান, সংঘর্ষের সময় ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ ছাড়া সংঘর্ষকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে।
ওসি জানান, সহিংসতা এড়াতে সাভার ও আশুলিয়ায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
আরও পড়ুন: বেতন বৃদ্ধির দাবিতে গাজীপুরে শ্রমিকদের সড়ক অবরোধ
বেতন বৃদ্ধির দাবিতে পোশাক শ্রমিকদের সাতরাস্তা অবরোধ
১ বছর আগে
বেতন বৃদ্ধির দাবিতে গাজীপুরে শ্রমিকদের সড়ক অবরোধ
বেতন বৃদ্ধির দাবিতে গাজীপুর শহরের মৌচাকের তেলিরচালায় পাঁচটি পোশাক কারখানার শ্রমিকরা সড়ক অবরোধ করায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে আজ চার ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল।
মৌচাক থানার পরিদর্শক শহীদুল ইসলাম জানান, পূর্বাণী গ্রুপের পোশাক কারখানার শ্রমিকরা ন্যূনতম ২৩ হাজার টাকা বেতনের দাবিতে সকাল ১০টায় তেলিরচালায় বিক্ষোভ মিছিল করে।
আরও পড়ুন: নীলক্ষেত অবরোধ করে ঢাবি অধিভুক্ত ৭ কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ
পরে হাইড্রক্সাইড সোয়েটার ফ্যাক্টরি ও এসপিএস অ্যাপারেলসহ চারটি কারখানার শ্রমিকরা তাদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কাঁদানে গ্যাস নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়।
শ্রমিকরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে।
ব্যস্ত ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে চার ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।
আরও পড়ুন: বকেয়া বেতনের দাবিতে গাজীপুরে পোশাক শ্রমিকদের মহাসড়ক অবরোধ
সিলেটে গোলাপগঞ্জ থানার ওসিকে প্রত্যহারের দাবিতে সড়ক অবরোধ
১ বছর আগে