গ্লোবাল
বাংলাদেশসহ ১৪২ দেশে যুক্তরাজ্যের ভিসা সেবা দেবে ভিএফএস গ্লোবাল
বিদেশিদের যুক্তরাজ্যের ভিসা ও নাগরিকত্ব পরিষেবার দেওয়ার বৈশ্বিক চুক্তি পেয়েছে দেশটির সরকারের অংশীদার ভিএফএস গ্লোবাল।
বিশ্বের শীর্ষস্থানীয় ভিসা, পাসপোর্ট ও নাগরিক সেবা প্রদানকারী প্রতিষ্ঠান হিসেবে জয়ের দীর্ঘ সারির সর্বশেষ পুরস্কার এটি।
আরও পড়ুন: ওমানের ভিসা পুনারায় চালুর ব্যাপারে আশাবাদী বাংলাদেশ
২০২৪ সালে ভিএফএস গ্লোবাল বাংলাদেশসহ আফ্রিকা ও মধ্যপ্রাচ্য, আমেরিকা, অস্ট্রেলিয়া এবং ইউরোপ, এশিয়া ও এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ১৪২টি দেশে যুক্তরাজ্যের জন্য ২৪০টি ভিসা ও সিটিজেনশিপ অ্যাপ্লিকেশন সার্ভিস (ভিসিএএস) কেন্দ্র স্থাপন করবে।
এসব কেন্দ্র সব ধরনের ভিসা আবেদনের পাশাপাশি কিছু জায়গায় যুক্তরাজ্যের পাসপোর্টের আবেদনও গ্রহণ করবে।
সম্মিলিতভাবে, নতুন এসব কেন্দ্র প্রতি বছর ৩ দশমিক ৮ মিলিয়ন আবেদনকারীকে সেবা দেবে বলে ধারণা করা হচ্ছে।
ভিএফএস গ্লোবালের প্রতিষ্ঠাতা ও সিইও জুবিন কারকারিয়া বলেন, ‘আমরা এই চুক্তি জিততে পেরে এবং বিদেশে যুক্তরাজ্যের সমস্ত ভিসা গ্রাহকদের পরিষেবা দেওয়ার সুযোগ পাওয়ায় রাষ্ট্রের সংশ্লিষ্ট কার্যালয়ের সঙ্গে আমাদের অংশীদারিত্ব বাড়াতে পেরে আনন্দিত।’
কারকারিয়া আরও বলেন, ‘আমরা নতুন জায়গায় কার্যক্রম শুরু করতে পেরে আনন্দিত। একই সঙ্গে গ্রাহকদের নির্বিঘ্ন, সহজ ও সুরক্ষিত ভিসা ও পাসপোর্ট প্রত্যাশীদের জন্য কাজ করতে পেরে উচ্ছ্বসিত। সব দেশের গ্রাহকদের শ্রেষ্ঠ মানের সেবা প্রদানে আমাদের নিবেদিত প্রচেষ্টার প্রমাণ এই জয়।’
ভিএফএস গ্লোবাল নতুন গ্রাহক ওয়েবসাইট ও ব্যক্তিগত পর্যায়ে অভিজ্ঞতা প্রদানের মাধ্যমে গ্রাহকদের ভ্রমণ উন্নত করতে এবং সুবিধা বাড়ানোর জন্য বিনিয়োগ করবে।
ভিএফএস গ্লোবাল শক্তিশালী পরিচয় পরীক্ষা বজায় রাখতে এবং ভিসা ও পাসপোর্ট আবেদন প্রক্রিয়ার সততা নিশ্চিত করতে তার সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করবে।
সারাবিশ্বে ভ্রমণকারীদের জন্য জনপ্রিয় গন্তব্য যুক্তরাজ্য। এর মধ্যে ভারত, চীন, নাইজেরিয়া ও তুরস্ক থেকে সবচেয়ে বেশি আবেদন করা হয়।
ভিএফএস গ্লোবাল অস্ট্রেলিয়ার সঙ্গে গ্লোবাল বায়োমেট্রিক কালেকশন সার্ভিস ম্যান্ডেট এবং সুইডেনের সঙ্গে গ্লোবাল ভিসা সার্ভিস চুক্তি নবায়নের পরপরই এই জয় অর্জন করেছে।
আরও পড়ুন: কানাডার নাগরিকদের জন্য পুনরায় ই-ভিসা চালু করল ভারত
চট্টগ্রামে ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারের স্থানান্তর
১১ মাস আগে
দ্বিতীয় গ্লোবাল সাউথ সামিটে যোগ দেবেন প্রধানমন্ত্রী
ভারত শুক্রবার(১৭ নভেম্বর) ভার্চুয়াল ফরম্যাটে দ্বিতীয় ভয়েস অব গ্লোবাল সাউথ সামিটের (ভিওজিএসএস) আয়োজন করবে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সকালে ঢাকা থেকে ভার্চুয়ালি এই সামিটে যোগ দেবেন।
দ্বিতীয় ভিওজিএসএস ১০টি সেশনে অনুষ্ঠিত হবে।
উদ্বোধনী এবং সমাপনী অধিবেশনগুলো রাষ্ট্র / সরকার প্রধান পর্যায়ে অনুষ্ঠিত হবে এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এটির উদ্বোধন করবেন।
উদ্বোধনী নেতাদের অধিবেশনের প্রতিপাদ্য ছিল‘একসঙ্গে, সবার বিকাশে, সবার আস্থা’ এবং সমাপনী নেতাদের অধিবেশনের প্রতিপাদ্য ছিল ‘দক্ষিণ বিশ্ব: একসঙ্গে সবার ভবিষ্যৎ’।
২০২৩ সালের ১২-১৩ জানুয়ারি ভার্চুয়াল ফরম্যাটে প্রথম ভয়েস অব গ্লোবাল সাউথ সামিটের (ভিওজিএসএস) আয়োজন করেছিল ভারত।
এই অনন্য উদ্যোগটি গ্লোবাল সাউথের ১২৫টি দেশকে তাদের দৃষ্টিভঙ্গি এবং অগ্রাধিকারগুলো একটি সাধারণ প্ল্যাটফর্মে বিনিময়ের জন্য একত্রিত করেছে।
জি-২০ প্রেসিডেন্সির সময় ভারত গ্লোবাল সাউথের উদ্বেগগুলো যথাযথভাবে গ্রহণ করে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশ্বিক চ্যালেঞ্জগুলোর সমাধান খুঁজে বের করার ক্ষেত্রে গ্লোবাল সাউথের অগ্রাধিকারগুলো যথাযথভাবে বিবেচনা করা হয় তা নিশ্চিত করতে কাজ করেছে।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দ্বিতীয় ভিওজিএসএস ভারতের সভাপতিত্বকালে বিভিন্ন জি-২০ বৈঠকে অর্জিত মূল ফলাফলগুলো গ্লোবাল সাউথের দেশগুলোর সঙ্গে বিনিময় করে নেওয়ার দিকে মনোনিবেশ করবে।
আরও পড়ুন: কূটনীতিকরা স্টেশন ছাড়ার বিষয়ে কোনো তথ্য জনসম্মখে প্রকাশ করা হয় না: পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র
এতে বলা হয়েছে, বৈশ্বিক উন্নয়নের কারণে সৃষ্ট চ্যালেঞ্জগুলোও নিয়ে আলোচনার সম্ভাবনা রয়েছে। এছাড়াও, এই শীর্ষ সম্মেলন আরও অন্তর্ভুক্তিমূলক, প্রতিনিধিত্বমূলক এবং প্রগতিশীল বিশ্ব ব্যবস্থার আমাদের অভিন্ন আকাঙ্ক্ষার দিকে সৃষ্ট গতি বজায় রাখার উপায়গুলো নিয়ে আলোচনার জন্য একটি প্ল্যাটফর্ম হিসাবে কাজ করবে।
এ ছাড়া ‘ইন্ডিয়া অ্যান্ড দ্য গ্লোবাল সাউথ: এমার্জিং টুগেদার ফর এ বেটার ফিউচার’ শীর্ষক পররাষ্ট্রমন্ত্রীদের অধিবেশন, 'মানবসম্পদের ভবিষ্যত প্রস্তুত করা' শীর্ষক শিক্ষামন্ত্রীদের অধিবেশন, 'জনকেন্দ্রিক উন্নয়নে অর্থায়ন' শীর্ষক অর্থমন্ত্রীদের অধিবেশন, 'জলবায়ু সহনশীলতা ও জলবায়ু অর্থায়নের জন্য টেকসই সমাধান' শীর্ষক পরিবেশ মন্ত্রীদের অধিবেশনসহ ৮টি মন্ত্রী পর্যায়ের অধিবেশন অনুষ্ঠিত হবে।
আরও পড়ুন: বাংলাদেশিরা নিজেদের ভবিষ্যৎ নির্ধারণ করবে: ভারত
১ বছর আগে