প্রিমাকভ রিডিংস ইন্টারন্যাশনাল ফোরাম
প্রিমাকভ রিডিংস ইন্টারন্যাশনাল ফোরামের উদ্বোধন মস্কোয়
নবম আন্তর্জাতিক বৈজ্ঞানিক ও বিশেষজ্ঞ ফোরাম প্রিমাকভ রিডিংসের উদ্বোধন হয়েছে।
সোমবার (২৭ নভেম্বর) রাশিয়ার মস্কোর ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে আনুষ্ঠানিকভাবে এ ফোরামের উদ্বাধন হয়।
রাজনীতিবিদ, কূটনীতিক, বিশেষজ্ঞ ও ব্যবসায়িক প্রতিনিধিদের অংশগ্রহণে অনুষ্ঠানে আলোচনার মূল বিষয় হলো পোস্ট-গ্লোবালাইজেশন হরাইজনস।
এই বছর ফোরামে আর্মেনিয়া, আজারবাইজান, বাংলাদেশ, চীন, কিউবা, মিশর, ফিনল্যান্ড, ভারত, ইরান, কাজাখস্তান, নাইজেরিয়া, উগান্ডা, মার্কিন যুক্তরাষ্ট্র, উজবেকিস্তানসহ বিশ্বের ৩১টি দেশের ৮০ জন আন্তর্জাতিক নিরাপত্তা, বিশ্ব রাজনীতি ও অর্থনীতি বিষয়ে বিশেষজ্ঞ উপস্থিত থাকবেন।
আয়োজকরা জানিয়েছে, রুশ ও বিদেশি বিজ্ঞানী ও বিশেষজ্ঞ সম্প্রদায়ের ১৩০০ জনের বেশি প্রতিনিধি, সরকারি সংস্থা এবং রাজনৈতিক ও ব্যবসায়িক ব্যক্তিত্ব ফোরামে অংশ নেওয়ার কথা রয়েছে।
প্রথমবারের মতো অনুষ্ঠানে দুজন রাষ্ট্রপ্রধান উপস্থিত থাকবেন। একজন হলো উগান্ডার বর্তমান প্রেসিডেন্ট ইওওয়েরি কাগুতা মুসেভেনি এবং দক্ষিণ আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট (১৯৯৯-২০০৮) থাবো এমবেকি।
আসন্ন ফোরামের আরেকটি বিশেষত্ব হলো প্রথমবারের মতো প্রিমাকভ রিডিংয়ে রাশিয়া-আফ্রিকা শীর্ষক অধিবেশন অনুষ্ঠিত হবে।
প্রিমাকভ রিডিংয়ের দুই দিনে আটটি অধিবেশন অনুষ্ঠিত হবে এবং রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ এতে বক্তৃতা করবেন।
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য ও গণমাধ্যম বিভাগের পরিচালক মারিয়া জাখারোভা ২২ নভেম্বর এক ব্রিফিংয়ে বলেন, ‘তিনি পক্ষাপাতহীন বহুমেরুর বৈশ্বিক ব্যবস্থা প্রতিষ্ঠা সম্পর্কে রাশিয়ার দৃষ্টিভঙ্গি উপস্থাপন করার পরিকল্পনা করেছেন।’
আরও পড়ুন: ৯ম ইন্টারন্যাশনাল সায়েন্টিফিক অ্যান্ড এক্সপার্ট ফোরামে ভাষণ দেবেন রুশ পররাষ্ট্রমন্ত্রী
ফোরামে অংশগ্রহণকারীদের মধ্যে স্বাগত বক্তব্য দেবেন রাশিয়ান ফেডারেশনের প্রেসিডেন্টের সহকারী ও প্রিমাকভ রিডিংস অর্গানাইজিং কমিটির প্রধান ইউরি উশাকভ, রাশিয়ান ফেডারেশনের ফেডারেশন কাউন্সিলের ডেপুটি স্পিকার কনস্ট্যান্টিন কোসাচেভ, প্রিমাকভ ন্যাশনাল রিসার্চ ইনস্টিটিউট অব ওয়ার্ল্ড ইকোনমি অ্যান্ড ইন্টারন্যাশনাল রিলেশনসের (আইএমইএমও) প্রেসিডেন্ট আলেকজান্ডার ডিনকিন এবং রাশিয়ার চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট সের্গেই ক্যাটারিন।
আলেকজান্ডার ডিনকিন বলেন, ‘গত ৩০ বছরে আমরা যে বিশ্বায়ন দেখেছি তার চালিকাশক্তি শেষ হয়ে গেছে। নতুন বিশ্বায়নের দিকে এগিয়ে যাওয়ার প্রথম পদক্ষেপ ছিল নয়াদিল্লিতে জি২০ বৈঠক। তবে ভবিষ্যৎ কেমন হবে তা বলা মুশকিল। কোভিড-১৯ মহামারির পরিণতি, ইউক্রেন ও মধ্যপ্রাচ্যের সংকট, চীন ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনা, জ্বালানি ঝুঁকি এবং নিরাপত্তা চ্যালেঞ্জ; যেমন জলবায়ু ও অভিবাসন সংকট প্রভৃতি বিষয়গুলো পরবর্তী বৈশ্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণ করবে। তাই এগুলোই চলতি বছরের প্রিমাকভ রিডিংয়ের কেন্দ্রবিন্দু।’
আলোচনায় বৈশ্বিক জ্বালানি বাজারের জন্য রাজনৈতিক ঝুঁকি, রাশিয়া এবং মধ্য এশিয়া ও দক্ষিণ ককেশাসের দেশগুলোর সহযোগিতা, চীন-আমেরিকান সম্পর্ক এবং গ্লোবাল সাউথের উন্নয়নের উপর দৃষ্টি নিবদ্ধ করছে।
অংশগ্রহণকারীরা বাল্টিক অঞ্চলে শক্তির ভারসাম্য এবং রাশিয়া, মধ্যপ্রাচ্য ও আফ্রিকার দেশগুলোর মধ্যে সম্পর্কের বিকাশের সম্ভাবনার বিষয়েও আলোচনা হবে বলে আশা করা হচ্ছে।
এই বছর ফোরামটি অনলাইন ও সশরীরে দুইভাবেই অনুষ্ঠিত হচ্ছে। কিছু বিদেশি বক্তা ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে বক্তব্য রাখেন।
আইএমইএমও আরএএস ইউটিউব চ্যানেলে সবাই আলোচনা দেখতে পারবেন।
আরও পড়ুন: সরকারবিরোধী বিক্ষোভের পরিকল্পনা নিয়ে ঢাকায় বিরোধী দলীয় নেতার সঙ্গে বৈঠক করেছেন মার্কিন রাষ্ট্রদূত: রাশিয়া
রাশিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূতের সঙ্গে গভর্নর সের্গেইভিচের বৈঠক অনুষ্ঠিত
১১ মাস আগে