শান্তিচুক্তির বর্ষপূর্তি
পার্বত্য শান্তি চুক্তির ২৬তম বার্ষিকী আজ
পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তির ২৬তম বার্ষিকী আজ শনিবার (২ ডিসেম্বর)।
শান্তিচুক্তির বর্ষপূর্তি উপলক্ষে ৩ পার্বত্য জেলায় বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই গুরুত্বপূর্ণ চুক্তির ২৬ বছর পূর্তি উপলক্ষে পৃথক বাণী দিয়েছেন। চুক্তির ২৬ বছর পূর্তি উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী পার্বত্য চট্টগ্রামের সকল জেলার জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন।
রাষ্ট্রপতি বলেন, পার্বত্য চট্টগ্রাম প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ এবং সম্ভাবনাময় স্থান। তিনি আশা প্রকাশ করেন, শান্তি চুক্তি পার্বত্য চট্টগ্রামের আর্থ-সামাজিক ও সাংস্কৃতিক উন্নয়নকে ত্বরান্বিত করবে।
আরও পড়ুন: পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়নের সমস্যা আলোচনার মাধ্যমে সমাধান হবে: মন্ত্রী উশৈসিং
প্রধানমন্ত্রী বলেন, ‘পার্বত্য চট্টগ্রামসহ সারা দেশে শান্তি বজায় রাখতে আমরা অঙ্গীকারবদ্ধ।’
তিনি আরও বলেন, ‘আমি আশা করি সকলের সম্মিলিত প্রচেষ্টায় পার্বত্য চট্টগ্রামবাসীর আর্থ-সামাজিক উন্নয়নের মাধ্যমে আমরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের শান্তিপূর্ণ, সুখী সোনার বাংলাদেশ গড়ে তুলতে সক্ষম হব।’
তিনি পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তির পূর্ণ বাস্তবায়নে সকলের সহযোগিতা কামনা করেন।
১৯৯৭ সালের ২ ডিসেম্বর পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (পিসিজেএসএস) শেখ হাসিনার নেতৃত্বাধীন তৎকালীন আওয়ামী লীগ সরকারের সঙ্গে শান্তি চুক্তি সই করে।
জাতীয় সংসদের তৎকালীন চিফ হুইপ আবুল হাসনাত আবদুল্লাহ সরকারের পক্ষে এবং জনসংহতি সমিতির পক্ষে জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা (সন্তু লারমা) চুক্তিতে সই করেন।
আরও পড়ুন: সরকার পার্বত্য শান্তি চুক্তিকে বস্তাবন্দী করে রেখেছে: ঊষাতন তালুকদার
১ বছর আগে