গ্যাস ব্যবহার
সার কারখানা স্থাপন করে ভোলার গ্যাস ব্যবহার করা যায় কি না মূল্যায়ন করুন: প্রধানমন্ত্রী
সার কারখানা স্থাপন করে ভোলার গ্যাস ব্যবহার করা যায় কি না সে বিষয়ে সম্ভাব্যতা যাচাই করতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার (১১ ডিসেম্বর) প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠকে সভাপতিত্বকালে এ নির্দেশনা দেন তিনি।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন সাংবাদিকদের ব্রিফ করেন।
আরও পড়ুন: বিশিষ্ট ৫ নারীর হাতে বেগম রোকেয়া পদক ২০২৩ তুলে দিলেন প্রধানমন্ত্রী
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ মন্ত্রিসভাকে জানান, সিলেট গ্যাসক্ষেত্রের ১০ নম্বর কূপের প্রথম স্তরে জ্বালানি পাওয়া গেছে এবং পরীক্ষামূলকভাবে উত্তোলনে ঘণ্টায় ৩৫ ব্যারেল (ব্যারেলে ১৫৯ লিটারের সমান) তেলের প্রবাহ লক্ষ্য করা গেছে।
মাহবুব হোসেন বলেন, ভোলা থেকে সিলিন্ডারের মাধ্যমে বিভিন্ন শিল্পে গ্যাস সরবরাহ করা হয়, যা পরিমাণের দিক থেকে খুবই নগণ্য, তাই ভোলায় পাওয়া গ্যাসের সর্বোত্তম ব্যবহার কীভাবে নিশ্চিত করা যায় তা নিয়েও বৈঠকে আলোচনা হয়।
এ প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী সেখানে সার কারখানা স্থাপন করা যায় কি না, তা খতিয়ে দেখার জন্য মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন।
এছাড়া জামালপুরের মাদারগঞ্জে ১০০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনে একটি জয়েন্ট ভেঞ্চার কোম্পানি গঠনের প্রস্তাব অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
চীনের সিআরইসি ইন্টারন্যাশনাল রিনিউয়েবল এনার্জি কোম্পানি লিমিটেড (সিআইআরই) এবং বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ও আরইবির মালিকানাধীন বি-আর পাওয়ারজেন লিমিটেডের (বিআরপিএল) যৌথ অংশীদারিত্বে ৩৫০ একর জমির ওপর 'মাদারগঞ্জ সোলার পাওয়ার কোম্পানি' নামে কোম্পানিটি স্থাপন করা হবে।
প্রস্তাবিত কোম্পানির বিআরপিএলের ৩০ শতাংশ ইক্যুইটি শেয়ার থাকবে এবং চীনা কোম্পানির ৭০ শতাংশ মালিকানা থাকবে। এ বিষয়ে তাদের (চীনা কোম্পানি) সঙ্গে ২০ বছরের চুক্তি সই হয়েছে।
মন্ত্রিসভা সমুদ্র পর্যটন নীতি-২০২৩ এবং জাতীয় স্বেচ্ছাসেবী পরিষেবা নীতি-২০২৩ এর খসড়াও অনুমোদন করেছে।
বৈঠকে বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে স্বাক্ষরিত দ্বিপাক্ষিক বিমান চলাচল চুক্তি এবং বাংলাদেশ ও কসোভোর মধ্যে সাংস্কৃতিক সহযোগিতাবিষয়ক একটি চুক্তির খসড়া অনুমোদন করা হয়।
তবে জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি অধ্যাদেশ ২০২৩ এর একটি খসড়া বৈঠকে উপস্থাপন করা হলেও মন্ত্রিসভা মনে করে নতুন সংসদ গঠনের পর এই অধ্যাদেশ প্রণয়ন করা যেতে পারে, এখনই অপরিহার্য নয়।
আরও পড়ুন: ভবিষ্যৎ চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশের জরুরি জলবায়ু তহবিল প্রয়োজন: প্রধানমন্ত্রী
বাংলাদেশে নারীর ক্ষমতায়ন বেগম রোকেয়ার স্বপ্ন পূরণ করেছে: প্রধানমন্ত্রী
১ বছর আগে