মূল ফোকাস
বাংলাদেশ ব্যাংকের পরবর্তী মুদ্রানীতির মূল ফোকাস মুদ্রাস্ফীতি ও বিনিময় হার
মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ ও বিনিময় হারের চাপ কমাতে ২০২৩-২৪ অর্থবছরের দ্বিতীয়ার্ধের জন্য আগামী বুধবার (১৭ জানুয়ারি) মুদ্রানীতি ঘোষণা করবে বাংলাদেশ ব্যাংক।
প্রস্তুতির অংশ হিসেবে রবিবার কেন্দ্রীয় ব্যাংকের বোর্ড সভায় মুদ্রানীতির খসড়া অনুমোদন দেওয়া হয়।
আরও পড়ুন: আইএমএফ ফর্মুলায় ঋণের দ্বিতীয় কিস্তির পর বাংলাদেশের রিজার্ভ ২০.২৫ বিলিয়ন ডলার: বাংলাদেশ ব্যাংক
বোর্ড সভায় অংশ নেওয়া কর্মকর্তারা ইউএনবিকে বলেন, বৈদেশিক মুদ্রার বাজার এখনও স্থিতিশীল না হওয়ায় আসন্ন মুদ্রানীতিতে বিনিময় হার প্রকৃত বাজারভিত্তিক হবে না।
সরকারের নীতিনির্ধারকরা ক্রলিং পেগ পদ্ধতি অনুসরণ করে বাজার নিয়ন্ত্রণে রাখার নির্দেশনা দেন।
আরও পড়ুন: রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্য আমদানিতে ৯০ দিনের ঋণ দেবে বাংলাদেশ ব্যাংক
আর্থিক নীতিবিবরণী প্রণয়নের সঙ্গে জড়িত বাংলাদেশ ব্যাংকের একজন কর্মকর্তা বলেন, ‘ক্রলিং পেগগুলো মুদ্রার গতিবিধি নিয়ন্ত্রণ করতে সহায়তা করে, বিশেষত যখন অবমূল্যায়নের হুমকি থাকে। পেগ ক্রলিং এর উদ্দেশ্য হচ্ছে স্থিতিশীলতা নিশ্চিত করা।’
মুদ্রানীতি ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের উপর গুরুত্বারোপ করবে। এটি গত আট মাস ধরে একটি আলোচিত ইস্যু হয়ে দাঁড়িয়েছে।
আরও পড়ুন: বরিশালে বাংলাদেশ ব্যাংকের স্টাফবাসে আগুন
মুদ্রানীতি কমিটিতে রয়েছেন অর্থনীতিবিদ ও পিআরআইয়ের সহ-প্রতিষ্ঠাতা ড. সাদিক আহমেদ, বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) মহাপরিচালক বিনায়ক সেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের চেয়ারম্যান মাসুদা ইয়াসমিন।
১১ মাস আগে