দক্ষিণ কেরাণীগঞ্জ
দক্ষিণ কেরাণীগঞ্জে নারীর লাশ উদ্ধার
ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জ থানার আব্দুল্লাহপুরের মালিভিটা এলাকায় বজলুর রহমানের বাড়ি থেকে বুধবার (১৭ জানুয়ারি) রাতে কামরুন নেসা (৫০) নামের এক নারীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহতের স্বজনরা জানান, কামরুন নেসার বাবা খলিলুর রহমান। বিয়ের পর থেকে ওই বাড়ির একটি ফ্ল্যাটে থাকতেন তিনি। তবে স্বামীর সঙ্গে তার ছাড়াছাড়ি হয়েছে।
দক্ষিণ কেরাণীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব আলম বলেন, এটি হত্যা না কি আত্মহত্যা তা ময়নাতদান্ত ছাড়া বলা যাবে না। রাত ৯টার দিকে পুলিশ সুরতহাল শেষে লাশ তাদের হেফাজতে নিয়েছে।
তিনি আরও বলেন, বৃহস্পতিবার সকালে ময়নাতদান্ত করা হবে। রাত ১০টায় (বুধবার) দক্ষিণ কেরাণীগঞ্জ থানায় একটি অপমৃত মামলা রুজু করেছে পুলিশ।
আরও পড়ুন: খুলনায় নারীর ভাসমান লাশ উদ্ধার
সিলেটে অটোরিকশাচালকের লাশ উদ্ধার
১১ মাস আগে