মানবাধিকার কমিশন চেয়ারম্যান
কারাগারগুলোকে সংশোধনাগার হতে হবে: জাতীয় মানবাধিকার কমিশন চেয়ারম্যান
জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. কামাল উদ্দিন আহমেদ বলেছেন, কারাগারকে সংশোধনের স্থান হিসেবে গড়ে তুলতে নিয়মিত সততা ও নৈতিক শিক্ষার পরিবেশ জরুরি।
তিনি বলেন, ‘কারাগারে ভালো পরিবেশ, ভালো খাবার, চিকিৎসা সুবিধা ও বন্দীদের অধিকারকে গুরুত্ব দিতে হবে। কারাগারের লাইব্রেরিগুলোও উন্নত পরিবেশ সৃষ্টিতে ভূমিকা রাখতে পারে।’
মঙ্গলবার (৫ মার্চ) কক্সবাজার জেলা কারাগার পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।
পরিদর্শনকালে ড. আহমেদ কারাগারের সার্বিক পরিবেশ, বন্দিদের খাবারের মান, স্বাস্থ্যসেবা, পরিষ্কার-পরিচ্ছন্নতা, নিরাপত্তা, প্রশিক্ষণ ও কারা কর্তৃপক্ষের গৃহীত উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করেন।
কারাবন্দিদের খাবারের পুষ্টিগুণ উন্নয়নের বিষয়ে কারা কর্তৃপক্ষের সঙ্গে আলাপকালে তিনি বলেন, দেশের কারাগারগুলোকে আরও সমৃদ্ধ ও সংশোধনাগারে রূপান্তর করা একান্ত প্রয়োজন।
আরও পড়ুন: অভিবাসী শ্রমিকদের অধিকার ও মানবাধিকার নিশ্চিতে রাষ্ট্রকে আরও দায়িত্বশীল হতে হবে: ড. কামাল উদ্দিন আহমেদ
বন্দিদের উৎপাদনশীল কাজে নিয়োজিত রাখার চর্চা অব্যাহত রাখার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।
প্রতিনিধি দলটি বন্দিদের সঙ্গে কথা বলেন এবং সার্বিক নিরাপত্তার সুবিধা-অসুবিধার কথা শোনেন এবং তাদের আইনগত অধিকার সম্পর্কে অবহিত করেন।
এসময় কমিশনের সার্বক্ষণিক সদস্য সেলিম রেজা, প্রশাসন ও অর্থ বিভাগের পরিচালক কাজী আরফান আশিক, সুপারিনটেনডেন্ট এম রবিউল ইসলাম উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: সহিংসতা পরিহার করে বাংলাদেশে মানবাধিকার-আইনে শ্রদ্ধা নিশ্চিতে সব পক্ষের প্রতি জাতিসংঘ মহাসচিবের আহ্বান
৮ মাস আগে