হাত-পা বেঁধে শিশু হত্যা
বাগেরহাটে হাত-পা বেঁধে শিশু হত্যা, অজ্ঞাত নারীর লাশ উদ্ধার
বাগেরহাটের মোল্লাহাটে পৃথক ঘটনায় এক শিশু ও এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুরে উপজেলার কচুরিয়া গ্রামের একটি বাগান থেকে হাত-পা বাঁধা অবস্থায় আহসান বিশ্বাসের (৫) মরদেহ লাশ করা হয়।
আহসান বিশ্বাস নড়াইলের নরাগাথী উপজেলার চর-শুক্তাইল গ্রামের কামরুজ্জামানের ছেলে। সে কচুরিয়া গ্রামে নানা মাওলানা ফিরোজ আহম্মেদের বাড়িতে থাকত।
মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আশরাফুল আলম জানান, শুক্রবার বিকাল সাড়ে ৫টার দিকে নানা বাড়ি থেকে খেলার জন্য বের হয় আহসান। এরপর থেকে শিশুটি নিখোঁজ ছিল। এঘটনায় শিশুটির বাবা কামরুজ্জামান শুক্রবার রাতে থানায় সাধারণ ডায়েরি করে। পুলিশ সেই রাত থেকে শিশুটিকে উদ্ধারে অভিযান শুরু করে।
আরও পড়ুন: নাটোরে পৃথক স্থান থেকে শিশুসহ ২ জনের লাশ উদ্ধার
তিনি আরও জানান, শনিবার দুপুরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে কচুরিয়া গ্রামের একটি বাগান থেকে হাত-পা বাঁধা অবস্থায় শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। শিশুটিকে কে বা কাহারা কী উদ্দেশে হত্যা করেছে তার কারণ উদঘাটন করতে তদন্ত এবং হত্যাকারীদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে বলে ওসি জানান।
এদিকে এর আগে একইদিন সকালে উপজেলার চরকান্তি গ্রামের একটি মাছের ঘের থেকে অজ্ঞাত পরিচয় এক নারীর মরদেহ উদ্ধার করে পুলিশ। ওই নারীর বয়স আনুমানিক ৪০ বছর হবে। তার পরনে লাল রঙের জামা ও নীল রঙের সালোয়ার রয়েছে।
ওসি এস এম আশরাফুল জানান, ওই নারীর মরদেহ কীভাবে ঘেরে এল সে বিষয়ে তদন্ত করা হচ্ছে। ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর নারীর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এব্যাপারে থানায় একটি ইউডি মামলা নথিভুক্ত করা হয়েছে।
আরও পড়ুন: গাজীপুরে অজ্ঞাত নারীর গলাকাটা লাশ উদ্ধার
৮ মাস আগে