চোরাই মোটরসাইকেল জব্দ
সিলেটে ৮টি চোরাই মোটরসাইকেল জব্দ, গ্রেপ্তার ৩
মোটরসাইকেল চুরির অভিযোগে সিলেটের ওসমানীনগর থেকে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় চুরি হওয়া আটটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।
শনিবার (৬ এপ্রিল) দুপুরে ওসমানীনগর থানায় সংবাদ সম্মেলনে এসব কথা জানান অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জামান।আটকরা হলেন- উপজেলার কাশিকাপন গ্রামের সাকেল আহমদ, সুনামগঞ্জের জগন্নাথপুরের শ্যামারগাঁও গ্রামে নাসির আহমদ এবং একই গ্রামের আবু সফিয়ান।
পুলিশ জানায়, উপজেলার বেগমপুর এলাকায় চোরাই মোটরসাইকেল কেনা-বেচার সংবাদে অভিযান চালায় পুলিশ। এসময় তিনজকে আটক করা হলেও বাকি তিনজন পালিয়ে যায়। এসময় আটকদের কাছ থেকে তিনটি চোরাই মোটরসাইকেল জব্দ করে পুলিশ। তাদের জিজ্ঞাসাবাদে উপজেলার তেরহাতি ও ময়না বাজার এলাকায় অভিযান চালিয়ে আরও ৫টিসহ মোটরসাইকেল উদ্ধার করা হয়। পরে আটকদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।
উদ্ধার হওয়া ৮টি মোটরসাইকেলের মধ্যে ৭টি রেজিস্টেশন নম্বরবিহীন। বিআরটিএ-তে যোগাযোগ করে এসব মোটরসাইকেলের প্রকৃত মালিক থাকলে আইনি পক্রিয়ায় তা হস্তান্তর করা হবে বলে জানিয়েছে পুলিশ।
ওসমানীনগর থানার ওসি রাশেদুল হক বলেন, আটকদের বিরুদ্ধে মামালা রুজুর পর গ্রেপ্তার দেখিয়ে শনিবার বিকালে আদালতে পাঠানো হয়েছে।
৭ মাস আগে