প্রাণের চিপস ফ্যাক্টরি
হবিগঞ্জে প্রাণের চিপস ফ্যাক্টরিতে আগুনে নিহত ১, আহত ৩০
প্রাণ আরএফএল গ্রুপের হবিগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল পার্কে আগুনে এক নারী শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ছাড়া আগুনের ঘটনায় ৩০ জন আহত হয়েছে।
বুধবার দুপুর আড়াইটার দিকে পার্কের অভ্যন্তরে "প্রাণ রিয়েল চিপস লাইন" নামে ফ্যাক্টরিতে আগুন লাগে।
প্রত্যক্ষদর্শী একজন শ্রমিক মতিন মিয়া জানান, ঘটনার সময় একদল শ্রমিক কাজ শেষে বের হচ্ছিল। অপর দল কাজের জন্য প্রবেশ করছিল। এ সময় দেখা যায়, বহুতল ভবনের ফ্যাক্টরিতে আগুন ছড়িয়ে যাচ্ছে।
খবর পেয়ে শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ, মাধবপুর চুনারুঘাটের ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট এসে আগুন নেভানোর কাজ শুরু করে বলে জানান শায়েস্তাগঞ্জ ইউনিটের প্রধান মো. ইব্রাহিম।
আরও পড়ুন: চট্টগ্রামে আগুনে পুড়েছে ৪০টি টিনশেড ঘর
প্রাণের জেনারেল ম্যানেজার দিপক কুমার দেব অগ্নিকাণ্ডের বিষয়ে কোনো তথ্য জানাতে রাজি হননি।
তিনি বলেন, ব্যবস্থাপনা পরিচালক ঢাকা থেকে আসছেন। তাই এ মুহূর্তে কিছু বলতে পারছি না।
এদিকে জেলা প্রশাসক মোছা জিলুফা সুলতানা ও পুলিশ সুপার আকতার হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পুলিশ সুপার সাংবাদিকদের জানান, এ একজন নারী শ্রমিক উপর থেকে লাফ দিয়ে নিচে পড়ে মারা যান ও কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন।
এ রিপোর্ট লেখা পর্যন্ত ফায়ার ব্রিগেড আগুন নেভানোর কাজে ব্যস্ত ছিলেন। ভেতর থেকে কালো ধোঁয়া বের হতে দেখা গেছে।
আরও পড়ুন: রাজশাহীতে প্লাস্টিকের গোডাউনে আগুন, ১৫ কোটি টাকার ক্ষতি
৮ মাস আগে